ছবি সুন্দর করার apps – ছবি সুন্দর করার সফটওয়্যার ডাউনলোড করুন

ছবি সুন্দর করার apps : আজকের দিনে এমন ডজন ডজন ছবি সুন্দর করার সফটওয়্যার রয়েছে।

যে ছবি সুন্দর করার apps গুলো আপনি একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

ছবি সুন্দর করার apps - ছবি সুন্দর করার সফটওয়্যার ডাউনলোড করুন
ছবি সুন্দর করার সফটওয়্যার ডাউনলোড করুন

কিন্তুু আমাদের মূল সমস্যা বাধে এক জায়গাতে। সেটা হলো আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন।

যারা মূলত ছবি সুন্দর করার সফটওয়্যার ডাউনলোড করতে পারেন না। 

তো এই সমস্যা গুলোর নিরসন করার পাশাপাশি আজকে আমি আপনাকে মোবাইল দিয়ে ছবি এডিট করার এমন সব এডিটিং এপস এর সাথে পরিচয় করিয়ে দিবো।

যেগুলো একবার ব্যবহার করতে পারলে। আপনার মনে আর ফটো এডিট করার ভালো এপ্স কোনটি – এই প্রশ্নটি আর জাগবে না।

আমার গত আর্টিকেল গুলো তে আপনার জন্য অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন, ছবি এডিটিং সফটওয়্যার ডাউনলোড।

ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড, ভিডিও এডিট করার সফটওয়্যার, এডিট করার সফটওয়্যার, ছবি এডিট করার ওয়েবসাইট ।

এই বিষয় গুলো নিয়ে আমি যথেষ্ট বিস্তারিত ভাবে আলোচনা করেছি।

তো সেই আর্টিকেল গুলো তে অনেকেই জানতে চেয়েছেন যে, বর্তমান সময়ে ছবি সুন্দর করার সফটওয়্যার কোন গুলো।

এবং কিভাবে আপনি ছবি সুন্দর করার সফটওয়্যার ডাউনলোড করবেন।

যেহুতু আজকে এই প্রত্যেকটা বিষয় পর্যায়ক্রমে আলোচনা করবো। সেহুতু চেস্টা করবেন পুরো আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়ার। 

কিভাবে ছবি সুন্দর করা যায়?

এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে, ভাই ছবি আবার সুন্দর কিভাবে করা যায়? – কেননা, একটি ছবিকে সুন্দর করার মতো কি কি থাকে?

যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে। তাহলে এবারের আলোচনায় একটু মনোযোগ দেয়ার চেস্টা করুন।

দেখুন, একটি ছবিতে আপনি বিভিন্ন রকমের বস্তু দৃশ্যমান থাকে। যেমন, আপনি যদি আপনার নিজের একটা ছবি তুলেন।

তাহলে আপনার ছবিতে আপনার ফেস ছাড়াও কিন্তুু আরও অনেক কিছু থাকবে। যেমন, আপনার Photo Background হলো তার বাস্তব উদাহরন।

তো বিভিন্ন সময় বিভিন্ন কারনে এই ছবি গুলো কে এডিট করার প্রয়োজন হয়ে থাকে।

আপনি আরো দেখুন…

যেমন, আপনি কোথাও ঘুরতে গিয়ে একটা পিক তুললেন। এখন বাড়িতে এসে দেখলেন যে আপনার ছবির পেছনে কিছু অপ্রয়োজনীয় দৃশ্য চলে এসেছে।

এখন আপনি যদি সেই অপ্রয়োজনীয় দৃশ্যকে সরিয়ে ফেলে উক্ত ছবিকে সুন্দর করতে চান।

তাহলে কিন্তুু আপনাকে বিভিন্ন Photo Editing Apps / Software এর মাধ্যমে সেই ছবিতে কিছু কাজ করার মাধ্যমে এডিট করতে হবে।

আর মজার ব্যাপার হলো, বর্তমান সময়ে এমন অনেক ছবি সুন্দর করার সফটওয়্যার ডেভলপ করা হয়েছে।

যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো ধরনের ছবি কে এডিট করার মাধ্যমে সুন্দর করতে পারবেন। 

মোবাইল দিয়ে ছবি সুন্দর করা যাবে?

আমরা যখনি অনলাইন কিংবা অনলাইন রিলেটেড কোনো কাজ করতে যাই। ঠিক তখনি আমাদের সামনে প্রথম যে জাতীয় প্রশ্ন আসে।

সেটি হলো, ভাই মোবাইল দিয়ে কি ওমুক কাজটি করা যাবে কিনা।

তো আমি বরাবরের মতো যে প্রশ্নটি প্রত্যেকটা আর্টিকেলে দিয়ে থাকি। সেই উওরটি আবার আপনাকেও দিবো। তো চলুন এবার সেই উওরটি সমন্ধে জেনে নেয়া যাক।

দেখুন আমাদের হাতে বর্তমান সময়ে যে স্মার্টফোন গুলো দেখা যায়।

সেগুলো কিন্তুু পূর্বের দিন গুলোর তুলনায় অনেক বেশি স্মার্ট করা হয়েছে।

যার ফলে আজকের দিনে এই মোবাইল ফোন গুলো দিয়ে অনেক কিছু করা সম্ভব।

যেমন, বর্তমান দিন গুলো তে কম্পিউটার ডিভাইস এর পাশাপাশি মোবাইল ডিভাইস গুলোর জন্যও অনেক বেশি পরিমানে এপস ডেভলপ করা হয়েছে।

যে এপস গুলো দিয়ে আপনি অনেক বড় বড় কাজ খুব সহজেই করে নিতে পারবেন।

এদিক থেকে বিবেচনা করলে আপনি যদি কোনো ছবি কে সুন্দর করতে চান। তাহলেও কিন্তুু আপনার এই কাজটি কে সহজ করার জন্য অনেক মানসম্মত Photo Editing Apps দেখতে পারবেন।

যেগুলো দিয়ে আপনি যে কোনো ধরনের ছবি কে অনেক বেশি আর্কষনীয় করে তুলতে পারবেন। 

ছবি সুন্দর করার সফটওয়্যার গুলা কি কি?

আমি উপরেই একটা কথা বলছি যে, আজকের দিনে আপনি অনলাইন প্লাটফর্মে এমন শত শত Apps বা Software দেখতে পারবেন।

যেগুলোর মাধ্যমে আপনি আপনার যে কোনো ধরনের ছবি কে পূর্বের তুলনায় আর্কষনীয় করে তুলতে পারবেন। তবে সমস্যা কিন্তুু অন্য জায়গায়।

আপনার মূল সমস্যা বাধবে আসলে কোন ধরনের সফটওয়্যার গুলো দিয়ে ছবি সুন্দর করা যাবে।

তা কিন্তুু আপনার জানা থাকবে না। আর যখনি আপনি গুগলে গিয়ে Best Photo Editing Apps লিখে সার্চ করেন।

তাহলে আপনার সাথে এমন শত শত এপস এর লিষ্ট চলে আসবে।

এখন এতো বেশি এপস এর নাম দেখার পর আপনি বেশ কনফিউশনে পড়ে যাবেন।

কেননা, কোন এপস টি আপনার ছবি সুন্দর করার সফটওয়্যার এর জন্য ভালো।

আর কোন সফটওয়্যার টি খারাপ। সেটি কিন্তুু আপনি বুঝতে পারবেন না।

তো আপনাকে যেন এই বিরুপ পরিস্থিতি তে পড়তে না হয়। সেজন্য এবার আমি আপনাকে এমন সব ছবি সুন্দর করার apps এর সাথে পরিচয় করিয়ে দিবো।

যেগুলো দিয়ে আপনি বেশ স্বল্প সময়ের মধ্যে আপনার যে কোনো ছবি কে অনেক বেশি সুন্দর করতে পারবেন। 

ছবি সুন্দর করার apps | Best Photo Editing Apps List

মনে রাখবেন, এবার আমি আপনাকে যে সব ছবি সুন্দর করার Apps এর সাথে পরিচয় করিয়ে দিবো।

সেগুলো বর্তমান সময়ে অনলাইন প্লাটফর্মে বেশ বড়সড় জায়গা দখল করে আছে।

তবে ভবিষ্যতে এর থেকেও আরও অনেক ভালো ভালো এপস আসতে পারে।

তবে পরবর্তী সময়ে যদি এমন কোনো ছবি সুন্দর করার Apps এসেও থাকে। তাহলে আমি এই আর্টিকেল কে পুনরায় আপডেট করে দিবো।

তো আর দেরী কেন! চলুন এবার সরাসরি মূল আলোচনা তে ফিরে যাওয়া যাক। 

০১| Picsart – Best Photo Editing Apps For Android 

বর্তমান সময়ে মোবাইল ডিভাইস এর জন্য সবচেয়ে জনপ্রিয় একটি ছবি সুন্দর করার সফটওয়্যার হলো Picsart.

যার মাধ্যমে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে অনেক প্রফেশনাল মানের ছবি এডিট করে নিতে পারবেন।

এই অ্যাপস এর জনপ্রিয়তা এতো বেশি যে। বর্তমানে গোটা বিশ্বের মধ্যে প্রায় ১১০ মিলিয়ন এর মতো ইউজার রয়েছে।

আর এতো বেশি ইউজার এর দিক টা চিন্তা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে, Picsart নামক মোবাইল অ্যাপস টির কি পরিমান জনপ্রিয়তা রয়েছে।

আপনি চাইলে এই এপসটির মাধ্যমে অনেক মানসম্মত পিকচার এডিট করে নিতে পারবেন ৷

তবে আপনার এডিট করা পিকচার গুলো ঠিক কতোটা আর্কষনীয় হবে। সেটা নির্ভর করবে আপনার নিজের ক্রিয়েটিভিটির উপর।

আপনি আরো দেখতে পারেন…

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, ভাই এই Picsart এর মধ্যে এমন কি আছে।

যার কারনে এটি দিয়ে ছবি সুন্দর করা সম্ভব? – তো যদি আপনি এই এপসের গুনাগুন জানতে চান ৷ তাহলে আপনাকে এই অ্যাপসে থাকা ফিচার গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

তো চলুন এবার জেনে নেয়া যাক, Picsart এর মধ্যে কি কি ফিচার বিদ্যমান রয়েছে। 

Feature Of Picsart Photo Editor

কোনে এপস মোবাইলে ব্যবহার করার আগে আপনাকে সেই Apps এর মধ্যে থাকা ফিচার গুলো কে জানতে হবে ৷

তাহলে আপনি যে কোনো ধরনের এপস এর গুনাগুন অনুমান করতে পারবেন ৷

তো আপনি যদি Picsart কে ব্যবহার করেন। তাহলে আপনি যে যে সুবিধা ভোগ করতে পারবেন।

এবার সেগুলো কে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।

০১| Multiple Photo Editor: সবচেয়ে মজার বিষয় হলো। আপনি যখন উক্ত অ্যাপস কে আপনার ফোনে ইনস্টল করবেন।

তখন আপনি বেশ বড়সড় একটা ফটো এডিট করার ইন্টারফেস দেখতে পারবেন।

মূলত এই ইন্টারফেস কে কেন্দ্র করেই আপনাকে যে কোনো ধরনের ছবি কে এডিট করে নিতে হবে।

তো এই ইন্টারফেস এর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ফিচার থাকবে।

যা দেখে আপনি রিতীমতো অবাক হয়ে যাবেন। যেমনঃ 

  1. কোনো একটি ছবি কে সুন্দর করার জন্য প্রয়োজন হয় Filter. যার মাধ্যমে যে কোনো ধরনের ছবিকে একটা আলাদা রকমের লুক দেয়া সম্ভব। 
  2. আমরা সবাই জানি যে, একটি ছবির পেছন এর অংশকে বলা হয় Photo Background. তো আপনি যদি ফটো এডিট করার জন্য Picsart কে ব্যবহার করেন।
  3. তাহলে আপনি আপনার ছবি কে সুন্দর করার জন্য ছবি তে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবেন। এবং প্রয়োজনে আপনার ছবির Background কে রিমুভ করে নিতে পারবেন ৷ 
  4. একটি ছবি তোলার পর যদি আপনার মনে হয় যে কোনো একটা অবজেক্ট কে রিমুভ করার দরকার। তাহলে আপনি এই সুযোগ টা Picsart এর মধ্যে পেয়ে যাবেন। 
  5. এই এপসে আপনি যেকোনো ধরনের Text যুক্ত করতে পারবেন। বলা বাহুল্য যে এই এপসে প্রায় ২০০+ ফন্ট রয়েছে। যার মাধ্যমে আপনি আপনার ছবি তে বিভিন্ন স্টাইলিশ Text যুক্ত করে নিতে পারবেন ৷
  6. অথবা আপনি চাইলে আপনার পছন্দের Custom Font যুক্ত করে নিতে পারবেন। 
  7. এগুলো ছাড়াও একটি পিকচার কে এডিট করার জন্য বিভিন্ন ধরনের কাজ করতে হয়। যেমন, Photo Crop, Resize, Blur ইত্যাদি। তো এইসব গুলো ফিচার আপনি উক্ত এপস এর মতো দেখতে পারবেন।

এখন হয়তবা উপরে আলোচিত ফিচার গুলো দেখার পর আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে,

ভাই এই ধরনের ফিচার তো সব ধরনের ছবি সুন্দর করার সফটওয়্যার এ রয়েছে।

তাহলে কেন আমি Picsart কে এতোটা গুরুত্বের সাথে বিস্তারিত বললাম?

দেখুন এই এপসটি যে মোবাইল ডিভাইস এর জন্য সবচেয়ে সেরা। তা আমি কোনো ভাবেই অস্বীকার করবো না।

কেননা, উপরের ফিচার গুলো ছাড়াও আপনি আরও অনেক ধরনের ফিচার দেখতে পারবেন।

যেগুলো আপনি ব্যবহার করার সময় নিজে থেকে তা বুঝে নিতে পারবেন। 

০২| Lightroom 

ফটো এডিটিং জগতে আরও একটি জনপ্রিয় Mobile Photo Editing অ্যাপস এর নাম হলো Lightroom.

যার মাধ্যমে আপনি যে কোনো ধরনের ছবি কে অনেক বেশি আর্কষনীয় করে তুলতে পারবেন।

বলা যায় একটি ছবিকে সুন্দর করার জন্য উপযুক্ত একটি এপস হলো Lightroom.

একটি ফোনের এপ্লিকেশনে যে এতো বেশি ফিচার দেয়া থাকে। তা আপনি তখনি টের পাবেন। যখন আপনি এই এপস টিকে ব্যবহার করে দেখবেন।

আর সবচেয়ে মজার বিষয় হলো। এই অ্যাপসে আপনি যে ফিচার গুলো ব্যবহার করবেন।

সেগুলো ব্যবহার করার জন্য আপনাকে কোনো প্রকার অর্থ ব্যয় করতে হবে না।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, ভাই আপনি কি কারনে এই এপসকে এডিটিং জগত এর সেরা বললেন?

এগুলো ছাড়াও তো আরও অনেক ধরনের ফটো এডিটিং অ্যাপস আছে। যেগুলো দিয়ে অনেক ভালো ভালো ছবি এডিট করা যায়।

যদি আপনার মনেও এমন ধরনের প্রশ্ন জেগে থাকে। তাহলে শুনুন…

ভাই আমি এই এপসটি নিয়মিত ব্যবহার করি। সেই সুবাদে Lightroom এর সমস্ত ফিচার সম্পর্কে আমার ধারনা রয়েছে।

তো আপনি যদি এই অ্যাপসে থাকা ফিচার গুলো সম্পর্কে জানতে পারেন ৷

তাহলে আমার বিশ্বাস যে, আপনিও রিতী মতো অবাক হবেন।

তো চলুন এবার জেনে নেয়া যাক, Lightroom এ থাকা গুরুত্বপূর্ণ ফিচার গুলো সম্পর্কে। 

Feature Of Lightroom Photo Editor

বর্তমান সময়ে একটি ছবি সুন্দর করার apps হিসেবে Lightroom এর কোনো বিকল্প নেই।

কেননা, এই এপস কে এমনভাবে ডেভলপ করা হয়েছে। যেখানে একটি ছবি কে আর্কষনীয় করার জন্য যে যে টুলস গুলে থাকার দরকার।

তার প্রায় সবগুলো টুলস ই বিদ্যমান রয়েছে। যেমনঃ

০১| Lightroom: এই এপস এর মূল কোম্পানির নাম হলো Ai. যার জনপ্রিয়তা গোটা বিশ্বজুড়ে রয়েছে।

যাদের মূলত ফটো তোলার শখ রয়েছে। তারা উক্ত পাওয়ার ফুল অ্যাপসটি একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

  • Lightroom দিয়ে আপনি যে কোনো ধরনের ছবিকে সুন্দর করে নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না।
  • শুধুমাএ কয়েকটা ক্লিক করার মাধ্যমে আপনি আপনার কাজ সম্পন্ন করে নিতে পারবেন। 
  • এখানে আপনি চমৎকার সব Photo Filter দেখতে পারবেন ৷ যে ফিল্টার গুলো আপনার ছবিকে সুন্দর করার কাজে অনেক গুন সহায়তা করবে। 
  • আপনি Lightroom এর মাধ্যমে একটি ছবি কে বিভিন্ন অংশে ভাগ করার মাধ্যমে এডিট করে নিতে পারবেন ৷ 
  • এছাড়াও কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। যেমন, এখানে আপনি এডভান্স ফটো Share করার অপশন পাবেন।
  • যার মাধ্যমে আপনার এডিট করা ছবি গুলোকে যে কোনো সোশ্যাল প্লাটফর্ম শেয়ার করে দিতে পারবেন।

তো এগুলো ছাড়াও আরও অনেক ধরনের ফিচার রয়েছে।

যখন আপনি Lightroom নামক এই ছবি সুন্দর করার সফটওয়্যার করবেন। তখন আপনি নিজে থেকে সবকিছু বুঝতে পারবেন। 

০৩| Adobe photoshop

গোটা পৃথিবীর মধ্যে যদি ফটো এডিট করার সেরা কোনো সফটওয়্যার থাকে। তাহলে সবার আগে যে নামটি আসবে। সেটি হলো, Adobe Photoshop.

একে বলা যায় পৃথিবীর জায়েন্ট একটা সফটওয়্যার। আর আপনি হয়তবা জেনে থাকবেন যে, Adobe হলো বর্তমান অনলাইন প্লাটফর্মের জনপ্রিয় একটি কোম্পানি।

যার প্রত্যেকটা প্রোডাক্ট এর ব্যবহার গোটা বিশ্বজুড়ে রয়েছে।

তবে Adobe photoshop হলো একটি কম্পিউটার সফটওয়্যার। কিন্তু আপনি মোবাইলের জন্য মোবাইল Adobe photoshop এই সফটওয়্যার টি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন।

 এই সফটওয়্যার এ যে পরিমান ফিচার দেওয়া আছে। সেই ফিচার অনুযায়ী ফোন থেকে কোনো ফটো এডিট করা সম্ভব না। 

তবে Adobe photoshop এর অনেক কাজ মোবাইলের এই অ্যাপে পেয়ে যাবেন।

তো আপনি যদি এই সফটওয়্যার টি ব্যবহার করতে চান। তাহলে অবশ্যই আপনার হাতে একটি Pc অথবা ল্যাপটপ থাকতে হবে।

আর আপনি যদি মোবাইলে ব্যবহার করতে চান তাহলে গুগল প্লে-স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন।

তাহলে আপনি গোটা বিশ্বের জনপ্রিয় এই সফটওয়্যার টি ব্যবহার করতে পারবেন ৷ 

০৪| Beauty camera

আজকের আর্টিকেল এর সর্বশেষ ছবি সুন্দর করার সফটওয়্যার এর নাম হলো Beauty Camera.

মূলত আমার গত আর্টিকেলে এই এপস টি সম্পর্কে একটা পূর্নাঙ্গ আর্টিকেল পাবলিশ করা আছে।

যদি আপনি এই ছবি সুন্দর করার সফটওয়্যার সম্পর্কে জানতে চান। কিংবা ছবি সুন্দর করার সফটওয়্যার ডাউনলোড করতে চান।

আপনার জন্য  আরো লেখা…

তাহলে অবশ্যই সেই আর্টিকেল টি পড়ে নিবেন।

মূলত এই Beauty Camera তে আপনি মোট দুই ধরনের ফিচার দেখতে পারবেন।

যেমন, একটি হলো আপনি এই এপস এর মাধ্যমে ফটো বা সেলফি তোলার সময়ও সেটাতে বিভিন্ন ধরনের Colour, Filter প্রদান করতে পারবেন ৷

অপরদিকে আপনি যদি চান যে, ছবি তোলার পর সেই ছবিকে সুন্দর করার জন্য এডিট করবেন ৷

সেই সুবিধাও আপনি এই ছবি সুন্দর করার সফটওয়্যার এ পাবেন।

তো এই অ্যাপসে মূলত কি কি ফিচার রয়েছে। সেগুলো আপনি ব্যবহার করার সময়েই দেখে নিতে পারবেন ৷ 

কিভাবে ছবি সুন্দর করার করার সফটওয়্যার ডাউনলোড করব?

যাক উপরোক্ত আলোচনায় আমি মোট ৪ টি বিশ্বের জনপ্রিয় কিভাবে ছবি সুন্দর করার করার সফটওয়্যার সম্পর্কে আলোচনা করেছি।

এখন শুধু ঐ ছবি সুন্দর করার apps গুলো সম্পর্কে জানলেই হবে না।

বরং আপনি কিভাবে সেই ছবি সুন্দর করার apps গুলোকে ডাউনলোড করবেন। এবার সে নিয়ে একটু আলোচনা করবো। 

তো আমি প্রত্যেকটা এপস এর ডাউনলোড লিংক নিচে দিয়ে দিচ্ছি।

আপনি আপনার প্রয়োজন মতো সেই ছবি সুন্দর করার সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন।

👉Picsart Download Link:

👉Lightroom Download Link:

👉Beauty Camera Download Link:

👉mobile Photoshop Download Link:

ছবি সুন্দর করার সফটওয়্যার নিয়ে আমাদের শেষকথা 

যাক দেখতে দেখতে আপনি আর্টিকেল এর শেষ পর্যায়ে চলে এসেছেন।

তো ছবি সুন্দর করার সফটওয়্যার গুলো নিয়ে আজকে আমি যথেষ্ট বিস্তারিত ভাবে আলোচনা করেছি।

আশা করি উপরে আলোচিত বিষয় গুলো আপনি বেশ ভালো ভাবে বুঝতে পেরেছেন।

আর এমন সব ইন্টারেস্টিং বিষয়ে জানতে চাইলে Bangla It Blog এর সাথে থাকবেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top