ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম ; আপনি কি মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড বা Youtube থেকে ভিডিও ডাউনলোড করতে চান? –

তাহলে শুনুন আজকের দিনে এমন অনেক  ইউটিউব ভিডিও ডাউনলোডার আছে।

ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

যার মাধ্যমে অনেক সহজ ভাবে যে কোনো ধরনের ইউটিউব ভিডিও ডাউনলোড করা সম্ভব। কিন্তুু এমন অনেক মানুষ আছেন, যারা আসলে ইউটিউব ভিডিও ডাউনলোডার সম্পর্কে বিস্তারিত জানেনা।

যার কারনে তারা তাদের পছন্দের Youtube Video Download করতে পারেনা। আজকের এই আর্টিকেল টি মূলত সেই উদ্দেশ্যেই লেখা হয়েছে।

এই আর্টিকেল থেকে আপনি এমন অনেক মজার তথ্য সম্পর্কে জানতে পারবেন। যেমনঃ

  1. মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড
  2. ইউটিউব থেকে গান ডাউনলোড করার সফটওয়্যার
  3. ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
  4. কিভাবে ভিডিও গান ডাউনলোড করব
  5. মোবাইলে কিভাবে ভিডিও ডাউনলোড করব
  6. সফটওয়্যার ছাড়াই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড
  7. ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
  8. ইউটিউব সফটওয়্যার ডাউনলোড করব download download
  9. ইউটিউব ডাউনলোড হচ্ছে না কেন
  10. কম্পিউটার থেকে ভিডিও ডাউনলোড

তো আপনি যদি উপরোক্ত বিষয় গুলো সম্পর্কে একেবারে বিস্তারিত ভাবে জানতে চান। তাহলে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন ৷

আপনি খুব সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোডার দিয়ে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। 

ইউটিউব ভিডিও ডাউনলোড | YT Video Download 

আমরা সবাই জানি ইউটিউব হলো বর্তমান সময়ের পৃথিবীর সবচেয়ে বড় একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। যেখানে এতো পরিমান ভিডিও আছে যে, আপনার এই সবগুলো ভিডিও দেখতে প্রায় কয়েক লাখ বছর লেগে যাবে।

আর সে কারনে আজকের দিনে প্রায় বিলিয়ন বিলিয়ন ইউজার আছেন। যারা ভিডিও দেখার জন্য Youtube নামক এই সোশ্যাল প্লাটফর্ম কে ব্যবহার করে থাকে।

কিন্তুু দুঃখজনক হলেও সত্য যে, আমরা জনপ্রিয় এই প্লাটফর্ম বিনামূল্যে ভিডিও দেখতে পারলেও। এখান থেকে আমরা আমাদের পছন্দের ভিডিও গুলো কে Download করতে পারিনা।

আর যদিও Youtube Apps এ ডাউনলোড করা গেলেও। সেই ভিডিও গুলো কে আমাদের মেমোরি কার্ডে নিয়ে আসতে পারিনা।

আপনার জন্য আরো লেখা…

অর্থ্যাৎ সেই ভিডিও গুলো শুধু ঐ Apps এর মধ্যে জমা হয়ে থাকে।

এর প্রধাকারন হলো, ইউটিউব আপনাকে একে বারে বিনামূল্যে ভিডিও দেখার সুযোগ দিলেও ৷ তারা চায় যেন, আমরা তাদের প্লাটফর্মে আরও বেশি বেশি সময় ব্যয় করি।

এবং আমাদের মতো বিলিয়ন বিলিয়ন ইউজার দিয়ে ইউটিউব এর ইনকাম আরও বেড়ে যাক।

কিন্তুু ইউটিউব মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করুক। সেখানে আমাদের কোনো সমস্যা নেই। বরং আপনি চাইলে এমন অনেক পদ্ধতি আছে।

যার মাধ্যমে তাদের প্লাটফর্মে আপলোড করা ভিডিও গুলো কে সহজেই ডাউনলোড করা যাবে। 

চলুন এবার ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায় পদ্ধতি গুলো সম্পর্কে জেনে নেয়া যাক। 

ইউটিউব থেকে মেমোরিতে ডাউনলোড করা যাবে?

অতীতের দিন গুলোতে যখন আমরা ভিডিও দেখার জন্য youtube ব্যবহার করতাম। তখন শুধুমাএ ভিডিও দেখতে হতো।

কিন্তুু আমরা চেস্টা করলেও ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারতাম না। যার কারনে আমাদের পছন্দের ভিডিও গুলো দেখার জন্য বারবার ইউটিউব প্লাটফর্মে প্রবেশ করতে হতো।

কিন্তুু সময়ের অনেক পরিবর্তন এসেছে। আর তার সাথে পূর্বের তুলনায় আজকের দিনে এমন অনেক এক্সপার্ট প্রোগ্রামার এর উদ্ভব হয়েছে।

যাদের তৈরি করা প্রোগ্রাম এর সাহায্য অনেক সহজেই ইউটিউবে থাকা এই ভিডিও গুলো কে ডাউনলোড করা সম্ভব। এবং আপনার মতো এমন অনেক মানুষ আছেন।

যারা Youtube Video Download করার জন্য এই পদ্ধতি গুলো অনুসরন করে থাকে। তো এখন আপনার মনে প্রশ্ন জেগে থাকতে পারে যে, মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাবে কিনা।

কেননা, প্রযুক্তির এই সময়ে এসেও আমাদের মধ্যে প্রায় অধিকাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে থাকে।

তবে যদি আপনার মনেও এই ধরনের প্রশ্ন জেগে থাকে। তাহলে বলবো, হুমমম! আপনি চাইলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।

কেননা, আজকের দিনে এমন অনেক ধরনের ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার তৈরি হয়েছে।

যার মাধ্যমে অনায়াসে যে কোনো ধরনের ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। 

কিভাবে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাবে?

যেহুতু উপরের আলোচনা থেকে আপনি জানতে পারলেন যে, আজকের দিনে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।

তো এই কথাটি শোনার পর আপনার মনে প্রশ্ন জেগে থাকবে যে, কিভাবে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়? – তো চলুন এবার সে বিষয়ে একটু ধারনা নেয়া যাক।

বর্তমানে উন্নত প্রযুক্তি যে কতটা এগিয়ে গেছে ৷ তার বাস্তব উদাহরন হলো আমাদের হাতে থাকা স্মার্ট ফোন গুলো। যার মাধ্যমে অনেক বড় বড় কাজ গুলো বেশ সহজ ভাবেই করা সম্ভব ৷

কেননা, এই স্মার্ট ফোন গুলোতে যে Android Apps গুলো ব্যবহার করা হয়। সেগুলো এতোটাই স্মার্ট যে, আপনি নিমিষেই যে কোনো ধরনের অনলাইন রিলেটেড কাজ গুলো সম্পন্ন করতে পারবেন।

তো সেইদিক থেকে বিবেচনা করলে আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান। তাহলে আপনি এমন অনেক ধরনের ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার পাবেন।

যেগুলো আপনার পছন্দের ইউটিউব ভিডিও কে ডাউনলোড করতে সহায়তা করবে।

তবে এরজন্য আপনাকে তেমন কিছুই করতে হবেনা। বরং আপনি শুধু এই ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার গুলো কে আপনার ফোনে ইনস্টল করবেন।

এবং সেই সফটওয়্যার গুলোর মাধ্যমে মাএ কয়েকটা ক্লিক করেই ইউটিউব এ থাকা যে কোনো ধরনের Video Download করতে পারবেন।

এখন জানার বিষয় হলো যে, আজকের দিনে আপনার হাতে থাকা মোবাইল ফোনের জন্য ভালো Youtube Video Download Apps কোন গুলো।

চলুন এবার সেই ইউটিউব ভিডিও ডাউনলোড করার এপস গুলোর সাথে পরিচিত হওয়া যাক। 

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

আপনি যদি গুগল মামার কাছে গিয়ে ” Best yt video download apps”- লিখে সার্চ করেন ৷ তাহলে আপনার সামনে এমন ডজন ডজন ভিডিও ডাউনলোড করার apps এর লিষ্ট চলে আসবে ৷

কিন্তুু সেই সবগুলো সফটওয়্যার এর মাধ্যমে আপনি যে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।

বিষয়টা কিন্তুু এমন নয়, বরং এগুলোর মধ্যে এমন অনেক অ্যাপস পাবেন ৷ যেগুলো শুধু আপনার মূল্যবান সময় নষ্ট করবে।

কেননা, তারা যদি আপনার ফোনে তাদের তৈরি করা সফটওয়্যার বা অ্যাপস কে ইনস্টল করাতে পারে ৷ তাহলে সেখান থেকে তারা বিভিন্ন উপায়ে টাকা আয় করতে পারবে ৷

কিন্তুু তারা এই অ্যাপস গুলো থেকে টাকা আয় করতে পারলেও। এতে আপনার কোনো লাভ হবেনা। বরং এই ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার গুলো তে আপনি যে সময় ব্যয় করবেন।

তা একেবারে বৃথা চলে যাবে।

আর আপনার হাতে থাকা এই মূল্যবান সময় গুলো যেন নষ্ট হয়ে না যায়। সেজন্য এবার আমি আপনাকে বেশ কিছু জনপ্রিয় ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিবো।

যেগুলো ব্যবহার করলে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই একবারে সহজভাবে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। 

ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার

চলুন এবার আর বেশি সময় নষ্ট না করে। একবারে সরাসরি সেই সফটওয়্যার গুলোর সাথে পরিচিত হওয়া যাক। যেগুলোর সাহায্য আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে।

Youtube video download করতে পারবেন। যার সাহায্য আপনার মতো অনেক মানুষ তাদের পছন্দের ভিডিও গুলো কে ডাউনলোড করে আসছে। যেমনঃ 

০১| Vidmate -download yt video 

ভিডমেট হলো আজকের দিনে ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস।

যার মাধ্যমে শুধু ইউটিউব নয় বরং ইউটিউব এর বাইরে যেসব ওয়েবসাইট রয়েছে। সেই সাইটে থাকা যে কোনো ভিডিও ডাউনলোড করা সম্ভব।

আর সে কারনেই আজকের দিনে প্রায় অধিকাংশ মানুষ ভিডিও ডাউনলোড করার জন্য এই Vidmate কে ব্যবহার করে আসছে।

তবে সমস্যা হলো অন্য জায়গাতে। কেননা, আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে Vidmate লিখে সার্চ করেন। তাহলে কিন্তুু আপনি অরজিনাল অ্যাপস কে খুজে পাবেন না।

আর যদিও ভিডমেট নামে কোনো অ্যাপস খুজেও পান৷ তাহলে সেগুলো হলো একেবারে ভুয়া এপস। কারন মূল সমস্যা হলো, ভিডমেট গুগল প্লে স্টোরের নিয়ম ভঙ্গ করার জন্য।

এটিকে প্লে স্টোর থেকে একেবারে Banned করে দেওয়া হয়েছে।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, প্লে স্টোরে যদি Vidmate কে খুজে পাওয়া না যায়। তাহলে আপনি কোথা থেকে জনপ্রিয় এই মোবাইল অ্যাপস কে ডাউনলোড করবেন ৷

তো সবার আগে সেই বিষয়ে একটু জেনে নেয়া যাক। 

💡PRO TIPS: Original Vidmate Apps Download করার উপায়

  1. যদি আপনি জনপ্রিয় এপস Vidmate দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান ৷ তাহলে সবার আগে আপনাকে এই এপস কে ডাইনলোড করতে হবে। 
  2. সেজন্য প্রথমে আপনি আপনার ফোন এর ডাটা কানেকশন টি চালু করবেন। 
  3. এরপর এখানে ক্লিক করতে হবে। মনে রাখবেন আপনি যদি অরজিনাল ভিডমেট অ্যাপস ডাউনলোড করতে চান ৷ তাহলে অবশ্যই আপনাকে আমার দেওয়া লিংক থেকে Vidmate Download করতে হবে। 
  4. তো যখন আপনি আমার দেওয়া লিংকে ক্লিক করবেন। তখন আপনি সরাসরি একটি ওয়েবসাইটে চলে যাবেন ৷ 
  5. এরপর আপনি একটু নিচের দিকে আরও একটা অপশন দেখতে পারবেন। যেখানে লেখা থাকবে “Official Download”. আপনাকে এই লেখার উপরে ক্লিক করতে হবে। 
  6. যখন আপনি এই লেখার উপর ক্লিক করবেন ৷ তখন আপনি আরও একটি Alart নোটিফিকেশন দেখতে পারবেন। যেখানে লেখা থাকবে যে, উক্ত এপস টি আপনার ফোনের জন্য Harmful. 
  7. কিন্তুু আপনি সেগুলো দেখে ভয় পাবেন না। বরং Continue anyway তে ক্লিক দিবেন। 
  8. এরপর যদি আপনি উপরে দেওয়া পদ্ধতি অনুসরন করেন ৷ তাহলে আপনি একেবারে Orginal Vidmate download করতে পারবেন।

তো এগুলো হলো আপনার ফোনের জন্য অরজিনাল ভিডমেট ডাউনলোড করা পদ্ধতি।

এখন আপনাকে জেনে নিতে হবে যে, কিভাবে আপনি Vidmate দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। চলুন এবার সে সম্পর্কে জেনে নেয়া যাক।  

Vidmate দিয়ে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায় 

তো উপরে আমি দেখিয়েছি যে, কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে Vidmate Apps কে ডাউনলোড করবেন।

তো আশা করি আপনি উপরে দেওয়া পদ্ধতি গুলো অনুসরন করে এই কাজটি বেশ সহজভাবে করতে পারবেন।

এখন আপনাকে জেনে নিতে হবে যে, কিভাবে আপনি জনপ্রিয় এই Vidmate Apps দিয়ে ইউটিউব ভিডিও ডাউলোড করবেন ৷

  1. তো সবার আগে আপনি যে ভিডমেট নামক মোবাইল অ্যাপস টি ডাউনলোড করছেন। সেটিকে ইনস্টল করে নিতে হবে। 
  2. এরপর আপনার ফোনের ইন্টারনেট কানেকশন টি চালু করতে হবে। এবং উক্ত এপসে প্রবেশ করতে হবে।

এখন আপনি চাইলে মোট ২ ভাবে ভিডমেট দিয়ে YT Video Download করতে পারবেন। যেমন,

০১| আপনি সরাসরি আপনার জিমেইল একাউন্ট দিয়ে লগ ইন করে। এবং ২| ইউটিউব থেকে ভিডিও লিংক কপি করে। তো এই দুটি পদ্ধতির মধ্যে আপনার যেটা ভালো লাগবে।

আপনি সেই পদ্ধতিটি অনুসরন করতে পারবেন।

  1. তো আপনি যদি সরাসরি আপনার youtube এ থাকা Gmail দিয়ে ভিডমেট এ লগ ইন করেন। তাহলে আপনি একেবারে সরাসরি ভিডিও ডাউনলোড করতে পারবেন ৷
  2. এর ফলে আপনাকে আর কোনো প্রকার লিংক Copy করার দরকার হবেনা। 
  3. কিন্তুু আপনি যদি আপনার গুরুত্বপূর্ণ Gmail দিয়ে লগ ইন করতে না চান। তাহলে আপনাকে অন্য একটি পদ্ধতি অনুসরন করতে হবে। 
  4. সেক্ষেত্রে প্রথমে আপনাকে ইউটিউবে যেতে হবে। এরপর আপনাকে সেই ভিডিওটি খুজে নিতে হবে যেটি আপনি ডাউনলোড করতে চান। 
  5. এরপর যখন আপনি আপনার পছন্দের ভিডিও কে ইউটিউবে খুজে পাবেন ৷ তখন আপনাকে সেই ভিডিও এর Link টি Copy করে নিতে হবে। 
  6. এরপর আপনাকে পুনরায় Vidmate নামক এপস এর মধ্যে প্রবেশ করতে হবে। 
  7. যখন আপনি Vidmate Apps এ প্রবেশ করবেন। তখন আপনি সবার উপরে একটি সার্চ বার দেখতে পারবেন। এখানে আপনি যে ভিডিও এর লিংক কপি করেছেন। সেই লিংক টি সরাসরি Paste করে দিতে হবে। 
  8. এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিও টি পেয়ে যাবেন। এবং আপনি এরপর সরাসরি সেই ভিডিও টি আপনার পছন্দের সাইজ ডাউনলোড করে নিতে পারবেন।

তো উপরে যে আলোচনা গুলো হয়েছে। সেগুলো হলো ভিডমেট এর মাধ্যমে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়।

তবে আপনি যদি আরও অন্য কোনো সফটওয়্যার দিয়ে ডাউনলোড করতে চান। তাহলে আপনাকে নিচে উল্লেখিত অ্যাপস গুলো সম্পর্কে জেনে নিতে হবে। 

০২| Snaptube- yt video download

আপনি যদি ভিডমেট এর কোনো বিকল্প অ্যাপস খুজে থাকেন। তাহলে সবার আগে যে নামটি আসবে ৷ সেটি হলো Snaptube Video downloader app.

কারন এটিও প্রায় ভিডমেট এর সমপরিমান কাজ করে থাকে। যার কারনে আপনার মতো এমন অনেক মানুষ আছেন। যারা মূলত Vidmate alternative হিসেবে স্ন্যাপটিউব ব্যবহার করে থাকে।

সত্যি বলতে Vidmate নামক ঐ জনপ্রিয় এপস এর তথ্য চুরি করার অনেক সুনাম থাকলেও। Snaptube এর সেরকম কোনো কলঙ্ক নেই।

যার কারনে নিষ্পাপ এই এন্ড্রয়েড এপস টি আপনি গুগল প্লে স্টোর থেকে আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারবেন। আর কিভাবে Google Play Store থেকে এপস ইনস্টল করতে হয়।

এটা জানেনা, এমন মানুষ কে তো খুজে পাওয়াই মুশকিল।

আপনি আরো দেখতে পারেন…

তো সবার আগে আপনাকে জনপ্রিয় এই ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার টি ডাউনলোড করে নিতে হবে।

এরপর আপনাকে জেনে নিতে হবে যে, কিভাবে আপনি Snaptube এর মাধ্যমে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন।

তো চলুন এবার সে বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক। 

কিভাবে Snaptube দিয়ে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন? 

আপনি চাইলে স্ন্যাপটিউব এর মাধ্যমে অনেক সহজ পদ্ধতি অনুসরন করে ইউটিউব ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন ৷ সেক্ষেএে আপনাকে নিচে উল্লেখ করা পদ্ধতি গুলোকে সঠিক ভাবে অনুসরন করতে হবে। যেমনঃ

  1. যদি আপনি জনপ্রিয় এই সফটওয়্যার এর মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান। তাহলে সবার আগে আপনাকে Google Play Store এ গিয়ে উক্ত অ্যাপসটি ডাউনলোড করে তারপর ইনস্টল করতে হবে। 
  2. তো এখানে আপনি উপরের মতো পদ্ধতি গুলো অনুসরন করবেন ৷ 
  3. যেমন, আপনি প্রথমে ইউটিউবে প্রবেশ করবেন। এবং ইউটিউবে আপনার যে ভিডিও টি অনেক ভালো লেগেছে। সেই ভিডিও এর Link টি Copy করে নিবেন। 
  4. যখন আপনি আপনার পছন্দের ভিডিও এর লিংক কপি করবেন। তখন আপনাকে পুনরায় Snaptube Apps এ প্রবেশ করতে হবে। 
  5. এরপর আপনি একটা সার্চ বার দেখতে পারবেন। এই বক্সে আপনি ইউটিউব থেকে যে ভিডিও এর লিংক কপি করছেন। সেই কপি করা Link টি এখানে Paste করে দিবেন। 
  6. যখন আপনি আপনার কপি করা লিংক টি পেষ্ট করবেন। তখন সরাসরি আপনি সেই ভিডিও টি দেখতে পারবেন। 
  7. এখন আপনি চাইলে Snaptube এর মাধ্যমে সেই ভিডিওটি সরাসরি দেখতে পারবেন ৷ অথবা Download অপশনে ক্লিক করার পর আপনি সেই ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।  

Inportant Note: Youtube এর লিঙ্ক কপি ছাড়াও আপনি লিঙ্ক শেরার বাটনে ক্লিক করে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

তো আপনি যদি উপরে আলোচিত বিষয়গুলো মাথায় রেখে কাজ করেন ৷ তাহলে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।

কেননা, এই এপসটি তাদের ইউজারদের সকল প্রকার সুবিধা দিয়ে থাকে। 

০৩| TubeMate- yt video download 

আজকের আলোচিত সর্বশেষ ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার এর নাম হলো Tube Mate.

যে অ্যাপস দিয়ে আপনি আপনার পছন্দ মতো ইউটিউব ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন ৷

তবে শুধু ইউটিউব ভিডিও নয় বরং আপনি চাইলে ইউটিউব এর পাশাপাশি টিকটক, বিগো নামক যে জনপ্রিয় এপস গুলো আছে।

সেগুলোর ভিডিও গুলো কে একবারে সহজ ভাবে ডাউনলোড করে আপনার মেমোরি কার্ডে সেভ করে রাখতে পারবেন।

তবে দুঃখজনক হলেও সত্যে যে, আপনি যদি এই এপস কে প্লে স্টোরে খুজতে যান। তাহলে কিন্তুু এই জনপ্রিয় অ্যাপস কে খুজে পাবেন না।

কেননা, উক্ত অ্যাপস এর কোনো অরজিনাল ভার্সন প্লে স্টোরে নেই। তবে Tubemate লিখে সার্চ করার পর আপনি যে যে অ্যাপস গুলো দেখতে পারবেন। সেগুলো কিন্তুু অরজিনাল নয়।

এখন আপনি যদি টিউবমেট দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান। তাহলে সবার আগে আপনাকে উক্ত এপস টি ডাউনলোড করে নিতে হবে।

তাই চলুন এবার জেনে নেয়া যাক যে, কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে Tubemate Apps ডাউনলোড করবেন। 

💡PRO TIPS: কিভাবে Tubemate Apps ডাউনলোড করবেন? 

তো আপনি উপরের আলোচনা থেকে জানতে পেরেছেন যে, Google Play Store আপনি উক্ত এপস কে খুজে পাবেন না। কেননা, প্লে স্টোরে এই এপস কে পাবলিশ করা হয়নি।

বে আপনি যদি উক্ত অ্যাপস কে আপনার ফোনে ডাউনলোড করতে চান। সেক্ষেএে আপনাকে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

সেজন্য আপনাকে নিচে উল্লেখ করা পদ্ধতি গুলো অনুসরন করতে হবে। যেমন

  1. সবার আগে আপনাকে আপনার ফোনের নেট কানেকশন চালু করে নিতে হবে। 
  2. এরপর আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনি চাইলে google chrome ব্যবহার করতে পারবেন। 
  3. এবার আপনি এখানে ক্লিক করবেন। এবং এই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনি একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন। 
  4. যখন আপনি উক্ত সাইটে প্রবেশ করবেন ৷ তখন আপনি একটি Download নামক নতুন অপশন দেখতে পারবেন। আপনাকে পুনরায় সেই অপশনে ক্লিক করতে হবে। 
  5. এবং যখন আপনি Download অপশনে ক্লিক করবেন। তখন আপনি সরাসরি Tube Mate নামক জনপ্রিয় এপ্লিকেশন টি ডাউনলোড করে নিতে পারবেন।

যদি আপনি উপরে আলোচিত পদ্ধতি গুলো সঠিক ভাবে অনুসরন করেন ৷ তাহলে আপনি আপনার ফোনে Tube mate Apps ডাউনলোড করতে পারবেন।

এবার চলুন জেনে নেয়া যাক, কিভাবে আপনি টিউবমেট এর মাধ্যমে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন। 

কিভাবে Tubemate এর মাধ্যমে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড

তো যখন আপনি আপনার ফোনে Tubmate দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন ৷ তখন আপনাকে বেশ কিছু কাজ করতে হবে ৷

কেননা, আজকে যতোগুলো Apps নিয়ে আলোচনা করেছি। সেগুলোর প্রত্যেকটির উদ্দেশ্যে এক হলেও। কাজ করার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা খুজে পাবেন। যেমনঃ

  1. যখন আপনি উক্ত অ্যাপস কে ডাউনলোড করবেন। তখন সবার আগে আপনাকে সেটি কে ইনস্টল করে নিতে হবে। 
  2. এরপর আপনার প্রথম কাজ হলো এই এপস কে সঠিকভাবে সেটআপ করা। 
  3. তো সেটআপ করার সম্পূর্ন কাজ শেষ হওয়ার পর আপনাকে Tubemate Apps কে চালু করতে হবে। 
  4. এবার আপনি চাইলে এই এপস এর মাধ্যমে যেকোনো ধরনের সোশ্যাল প্লাটফর্ম এর ভিডিও ডাউনলোড করতে পারবেন। 
  5. যেমন, ইউটিউবের ভিডিও ডাউনলোড করার পাশাপাশি ফেসবুক,টিকটক,লাইকির মতো জনপ্রিয় অ্যাপস এর ভিডিও ডাউনলোড করতে পারবেন ৷ 
  6. সেজন্য আপনাকে উক্ত প্লাটফর্ম গুলো থেকে ভিডিও লিংক কপি করতে হবে। এবং সেই কপি করা লিংক গুলো কে এখানে এসে Paste করে দিতে হবে। 
  7. আর কপি করা লিংক গুলো পেষ্ট করার পর কিছুক্ষন অপেক্ষা করতে হবে। এবং এরপর আপনি সেখান থেকে সরাসরি উক্ত ভিডিও গুলো কে ডাউনলোড করে নিতে পারবেন।

তো উপরের আলোচনায় আমি Tubemate Apps ডাউনলোড এবং কিভাবে আপনি এই অ্যাপস এর মাধ্যমে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন।

সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনি যদি উপরের নিয়ম গুলো মেনে চলেন। তাহলে আমার বিশ্বাস যে, আপনি খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। 

সফটওয়্যার ছাড়াই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায়

উপরের আলোচনায় আমি বেশ কিছু জনপ্রিয় ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার নিয়ে আলোচনা করছি। এখন আপনি যদি উপর এর সব নিয়ম গুলো সঠিকভাবে অনুসরন করেন ৷

তাহলে আপনিও অন্যদের মতো আপনার পছন্দের ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

কিন্তুু আপনি কি জানেন যে, আজকের দিনে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা সম্ভব?

হয়তবা এই কথাটি শোনার পর আপনি অবাক হয়ে যেতে পারেন। কেননা, আপনি এতোক্ষন ধরে ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার সম্পর্কে জানলেন।

কিন্তুু এখন জানলেন যে, সফটওয়্যার ছাড়াই ভিডিও ডাউনলোড করা যাবে। ইউটিউব ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট নাম জানেন কি ?

হুমমম আপনি চাইলে কোনো প্রকার থার্ড পার্টি Apps ছাড়াই এই কাজগুলি সম্পন্ন করতে পারবেন। যার ফলে আপনাকে আর বাড়তি কোনো এপস ইনস্টল করার প্রয়োজন হবেনা।

তো আপনি যদি সফটওয়্যার ছাড়াই মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান। তাহলে আপনাকে মোট ২ টি পদ্ধতি অনুসরন করতে হবে। যেমনঃ

  1. Link Edit System এবং 
  2. from Website

আপনি যদি ভিডিও ডাউনলোড করার জন্য কোনো প্রকার বাড়তি অ্যাপস ইনস্টল করতে না চান। তাহলে উপরের এই দুটি পদ্ধতি অনুসরন করতে হবে।

এখন হয়তবা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, এই দুটো পদ্ধতি আবার কি জিনিস। তো চলুন এবার সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। 

Youtube Video Download Form Link Editor 

তো আপনি যদি মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য কোনো প্রকার সফটওয়্যার ব্যবহার করতে না চান। তাহলে আপনার জন্য উপযুক্ত একটি পদ্ধতি হলো Link Editor.

যার মাধ্যমে আপনি অনেক সহজভাবে যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন। যেমনঃ

  1. সবার আগে আপনাকে কোনো একটি Browser দিয়ে ইউটিউব চালু করতে হবে। তবে আমার মতে আপনার Google Chrome ব্যবহার করলে কাজ করতে সুবিধা হবে। 
  2. এরপর আপনাকে আপনার পছন্দের ভিডিও গুলি খুজে নিতে হবে। 
  3. যখন আপনি আপনার পছন্দের ইউটিউব ভিডিও প্লে করবেন। তখন আপনাকে ঐ ব্রাউজার এর Address Bar এ ক্লিক করতে হবে। 
  4. সেখানে আপনি একটি ভিডিও লিংক দেখতে পারবেন ঠিক এরকম (https://m.youtube.com/watch?v=ZrMnlC69X)
  5. তো এবার আপনাকে এই লিংকটি একটু এডিট করে নিতে হবে। সেজন্য সেই লিংকের শুরুতে যে (m.) আছে। এটিকে ডিলেট করে দিয়ে সেখানে (ss) লিখতে হবে। 
  6. যেমন উপরের লিংকটি যদি এডিট করা হয়। তাহলে লিংকটি এমন হবে (https://ssyoutube.com/watch?v=ZrMnlC69X)
  7. তো যখন আপনি লিংকটি উপর এর মতো এডিট করে দিবেন। তখন আপনাকে সরাসরি একটি ডাউনলোড পেজে নিয়ে যাবে। 
  8. এরপর আপনাকে ভিডিওর রেজুলেশন সিলেক্ট করতে বলবে। এবং যখন আপনি এই রেজুলেশন সিলেক্ট করবেন। তখন অটোমেটিক সেই ভিডিও টি ডাউনলোড হতে শুরু করবে।

তো আপনি যদি কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান।

তাহলে উপরের টিপসটি আপনার জন্য অনেক বেশি কার্যকরি ভূমিকা পালন করবে। যার মাধ্যমে আপনি অনেক সহজভাবে যেকোনো ধরনের ইউটিউব ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। 

Youtube Video Download from Website

এখন কথা বলবো কিভাবে অ্যাপ ছাড়া সরাসরি ইউটিউবের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন শুধু মাত্র কপি পাস্ট করে।

তো তার জন্য আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিও  টি কপি করে রাখুন। তার পর নিচের দেওয়া যেকোন  ওয়েবসাইটে এ প্রবেশ করুন।

আপনি আরো দেখতে পারেন…

তার পর খাল বক্স দেখতে পারবেন সেখানে আপনার কপি করা লিঙ্কটি পাস্ট করুন করে সাবমিট এই রকম লেখাতে ক্লিক করুন।

পেজ লোড হওয়ার পর আপনার ইচ্ছা অনুযায়ী ভিডিও ডাউনলোড করে নিন।

  • en.savefrom.net
  • yt1s.com
  • loader.to
  • 9convert.com

মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড নিয়ে কিছু কথা

আপনি কিভাবে আপনার মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন। সে নিয়ে আজকে বিষদভাবে আলোচনা করেছি।

এবং চেস্টা করেছি জনপ্রিয় কিছু ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার এর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে।

আশা করি আজকের এই আর্টিকেলটি একটু মনোযোগ দিয়ে পড়লে। মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্নেন অবকাশ থাকবে না।

তবে এরপরও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আর এমন সব হিডেন টিপস পেতে চাইলে Bangla it blog এর সাথে থাকবেন। ধন্যবাদ। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top