হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার অ্যাপস | WhatsApp sticker maker app

হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার অ্যাপস : (WhatsApp sticker maker app) আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন।

হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার অ্যাপস | WhatsApp sticker maker app
হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার অ্যাপস

তাহলে অবশ্যই আপনি জেনে থাকবেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করা হয়ে থাকে।

আর সময়ের সাথে সাথে এই স্টিকার কে কেন্দ্র করে এখন অনেক ধরনের অ্যাপস ডেভলপ করা হয়েছে। যে গুলোর মধ্যে আপনি প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ স্টিকার দেখতে পারবেন।

মূলত আজকে আমি আপনাকে whatsapp Sticker তৈরি করার কিছু অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব।

আপনি আরোও দেখুন…

তো চলুন এবার জেনে নেওয়া যাক এমন কোন ধরনের অ্যাপস রয়েছে। যেগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ স্টিকার ব্যবহার করতে পারবেন।

WhatsApp Sticker তৈরি করার অ্যাপস

এবার আমি আপনাকে মোট ৯ টি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। যে অ্যাপস গুলোর মধ্যে আপনি প্রচুর পরিমাণে whatsapp Sticker দেখতে পারবেন।

আর অবাক করার মতো বিষয় হলো, এই ধরনের স্টিকার গুলো আপনি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারবেন।

যেমন ধরুন, আপনার কোন একটি ফ্রেন্ড এর জন্মদিন। সেক্ষেত্রে আপনি এই ধরনের অ্যাপস গুলো থেকে জন্মদিনের আকর্ষণীয় সব হোয়াটসঅ্যাপ স্টিকার ব্যবহার করতে পারবেন।

যখন আপনি এই ধরনের স্টিকার গুলো আপনার বন্ধুকে পাঠাবেন। তখন কিন্তু আপনার বন্ধু অনেক খুশি হবে।

তো চলুন এবার ধাপে ধাপে সেই whatsapp Sticker তৈরি করার অ্যাপস গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

Animated Sticker Maker

আপনি হয়তোবা বেশ ভালো করেই জানবেন যে, আমরা যে সকল whatsapp স্টিকার ব্যবহার করি। সেই স্টিকার গুলো অনেক সময় বিভিন্ন ধরনের এনিমেশন দিয়ে তৈরি করা হয়ে থাকে।

তো এই ধরনের স্টিকার গুলো দেখতে যেমন আকর্ষণীয় লাগে। ঠিক তেমনি ভাবে এই ধরনের অ্যানিমেটেড স্টিকার তৈরি করার জন্য বেশ কিছু অ্যাপসের প্রয়োজন হয়।

আর সেই সকল অ্যাপসের মধ্যে সবচেয়ে অন্যতম হলো, Animated Sticker Maker. যার সাহায্য আপনি একটি ছবিতে বিভিন্ন প্রকারের এনিমেশন যুক্ত করে।

তা স্টিকারে রূপান্তর করতে পারবেন। আর এই কাজ টি করার জন্য আপনি যদি এই উক্ত অ্যাপ টি ব্যবহার করেন। তাহলে আপনি বেশ কিছু ফিচার দেখতে পারবেন। যেমনঃ

  1. এখানে আপনি আনলিমিটেড স্টিকার এর প্যাকেজ দেখতে পারবেন। 
  2. এই স্টিকার প্যাকেজ গুলো একেবারেই বিনামূল্যে ব্যবহার করা যাবে।
  3. আর প্রতিটি প্যাকেজ এর মধ্যে আপনি সর্বোচ্চ ৩০ টি পর্যন্ত স্টিকার এনিমেশন দেখতে পারবেন।
  4. এখানে রয়েছে যে কোনো ধরনের ইমেজ কে ক্রপ করার সুবিধা।
  5. আপনার পছন্দমত ছবি সিলেক্ট করার অপশন আছে।
  6. আপনার সিলেক্ট করা ছবিতে বিভিন্ন ধরনের ইফেক্ট এবং কালার ব্যবহার করতে পারবেন।
  7. যদি ছবির মধ্যে থাকা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তাহলে এর মধ্যে রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভার।
  8. ছবিতে কোন কিছু আঁকার জন্য আপনি এই অ্যাপস এর মধ্যে ড্রয়িং টুলস দেখতে পারবেন।
  9. ছবি এডিট করার পরে আপনি সেই ছবিতে অ্যানিমেশন যুক্ত করতে পারবেন।

এছাড়াও whatsapp Sticker তৈরি করার জন্য এই অ্যাপস এর ভেতরে আরো বেশ কিছু ফিচার রয়েছে। যেমন, ছবিতে লেখা যুক্ত করা, ইমোজি যুক্ত করার বিশেষ সুবিধা রয়েছে।

যার মাধ্যমে আপনি আপনার পছন্দের ছবি গুলো কে অ্যানিমেশন দিয়ে whatsapp Sticker তৈরি করতে পারবেন। আর এই ধরনের হোয়াটসঅ্যাপ স্টিকার গুলো অন্যরা দেখে বেশ অবাক হয়ে যাবে।

>>Download This Apps: Touch here

Stickify

এবার আমি আপনাকে যে অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। সেটি হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার জন্য সবচেয়ে অন্যতম।

কেননা এই অ্যাপ টি ইতি মধ্যেই ২০ মিলিয়ন এর বেশি মানুষ ডাউনলোড করেছে। আর এর মূল কারণ হলো, এই অ্যাপসটির ভেতরে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার বিভিন্ন ধরনের ফিচার রয়েছে।

যার মাধ্যমে আপনি অন্যদের তুলনায় অনেক আকর্ষণীয় এবং চমৎকার হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করতে পারবেন।

চলুন এবার জেনে নেওয়া যাক যে, এই অ্যাপস এর ভেতরে কি কি ফিচার রয়েছে। যে গুলোর সাহায্য আপনি চমৎকার হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করতে পারবেন।

  1. Whatsapp স্টিকার এর মধ্যে বিভিন্ন প্রকারের এনিমেশন রয়েছে।
  2. কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই অ্যাপসের ভেতরে ব্যাকগ্রাউন্ড ইরেজার দেখতে পারবেন।
  3. ছবিতে যুক্ত করার মতো বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট রয়েছে।
  4. আপনার নির্বাচন করা ছবিতে বিভিন্ন প্রকারের ইফেক্ট এবং কালার যুক্ত করার মতো চমৎকার টুলস আছে ।
  5. এই অ্যাপস এর ভেতরে থাকা যে ইন্টারফেস রয়েছে তা খুবই সহজ। যার কারণে যে কোন ব্যক্তি এই অ্যাপ টি ব্যবহার করতে পারবে।
  6. এখন আপনি বিভিন্ন প্রকারের ইমোজি দেখতে পারবেন। যেগুলো আপনার স্টিকার এর মধ্যে ব্যবহার করতে পারবেন।
  7. এই স্টিকার তৈরি করা অ্যাপস দিয়ে আপনি যে সকল স্টিকার তৈরি করবেন। সে গুলো সরাসরি whatsapp এর মধ্যে শেয়ার করতে পারবেন।
  8. এগুলো ছাড়াও আরো বিভিন্ন প্রকারের এলিমেন্ট রয়েছে। যে গুলো দিয়ে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করা সম্ভব।

তো আপনি যদি হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার জন্য এই অ্যাপসটি ব্যবহার করেন।

তাহলে কি কি ফিচার দেখতে পারবেন এবং কোন টুলস গুলোর সাহায্য আপনি হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করতে পারবেন। সেগুলো নিয়ে উপরে বিস্তারিত বলা হয়েছে।

আশা করি, এই অ্যাপটি থেকে তৈরি করা হোয়াটসঅ্যাপ স্টিকার গুলো আপনার অনেক ভালো লাগবে।

>>Download This Apps: Touch here  

Sticker.ly – Chat Stickers & Memes for WhatsApp

আমি উপরের আলোচনাতে আপনাকে যত গুলো whatsapp স্টিকার তৈরি করার অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিয়েছি।

সেগুলো সাইজের দিক থেকে তুলনামূলক ভাবে অনেক ছোট ছিল। তবে এবার আমি আপনাকে একটি বড় সাইজের whatsapp Sticker তৈরি করার অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব।

যেটি আপনি মাত্র ৪০ মেগাবাইট এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।

এবং এই অ্যাপসের মাধ্যমে যে সকল হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার টুলস রয়েছে। যা দেখে আপনি অবাক হয়ে যাবেন।

এ ছাড়াও এই অ্যাপস টি ইতি মধ্যেই ১০০ মিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে। আর এই ডাউনলোডের সংখ্যা দেখে এটা সহজে অনুমান করা যায়।

উক্ত অ্যাপটি হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার জন্য বর্তমানে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। তো চলুন জেনে নেওয়া যাক, এই অ্যাপসের ভেতরে স্টিকার তৈরি করার জন্য কি কি টুলস রয়েছে।

  1. এই অ্যাপস এর ভেতরে আপনি বিভিন্ন ফানি ইমোজি দেখতে পারবেন। যেগুলো আপনার স্টিকার এর মধ্যে এনিমেশন প্রদান করবে।
  2. বিলিয়ন বিলিয়ন হোয়াটসঅ্যাপ স্টিকার দেখতে পারবেন। যেগুলো ব্যবহার করার জন্য কোন প্রকার টাকা দেওয়ার প্রয়োজন পড়বে না।
  3. আপনার যে স্টিকার গুলো ভালো লাগবে সেগুলো আপনি ফেভারিট নামক অপশন এর মধ্যে সেভ করে রাখতে পারবেন।
  4. এখানে রয়েছে মেসেজিং স্টিকার। যে গুলোর সাহায্য আপনি আপনার মেসেজের ছবি গুলো এনিমেশন দিয়ে স্টিকারে রূপান্তর করতে পারবেন।
  5. এই অ্যাপস দিয়ে আপনি যে সকল স্টিকার তৈরি করবেন। সে গুলো সরাসরি বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে পারবেন।
  6. অন্যান্য অ্যাপসের তুলনায় এই অ্যাপস দিয়ে স্টিকার তৈরি করলে সে গুলোর কোয়ালিটি অনেক ভালো হবে।
  7. আপনার নির্বাচন করা ছবি গুলো তে স্টিকার যুক্ত করার সময়। বিভিন্ন প্রকারের অ্যানিমেশন, ইমোজি, টেক্সট, ইফেক্ট, কালার যুক্ত করতে পারবেন।

WhatsApp Sticker তৈরি করার জন্য এই অ্যাপ টি ব্যবহার করলে। আপনি যে সকল ফিচার এবং টুলস দেখতে পারবেন। তা নিয়ে উপরে আলোচনা করা হয়েছে।

তবে অন্যান্য অ্যাপসের তুলনায় আপনি এই অ্যাপস দিয়ে স্টিকার তৈরি করলে। বিশেষ কিছু সুবিধা ভোগ করতে পারবেন।

আর সেই সুবিধা গুলো জানতে হলে আপনাকে নিচে উল্লেখ করা লিঙ্কে ক্লিক করতে হবে। এবং উক্ত অ্যাপস টি ডাউনলোড করে ব্যবহার করতে হবে।

>>Download This Apps: Touch here

iSticker

আপনারা যারা প্রফেশনাল হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করতে চান। তাদের জন্য এই অ্যাপ টি অনেক উপযুক্ত হবে। আর অবাক করার মত বিষয় হলো যে, এই অ্যাপটি ব্যবহার করার ফলে।

আপনি খুব সহজেই মাত্র কয়েক টা ক্লিক করার মাধ্যমে প্রফেশনাল হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করতে পারবেন।

এর পাশাপাশি যখন আপনি এই অ্যাপ দিয়ে কোন ধরনের স্টিকার তৈরি করবেন। তখন পরবর্তী সময়ে সে গুলো কে পুনরায় কাস্টমাইজ করে নিতে পারবেন।

আপনার জন্য আরোও লেখা… 

শুধু তাই নয়, এই অ্যাপটি ব্যবহার করার ফলে আরও বিভিন্ন প্রকারের সুবিধা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই অ্যাপসের মধ্যে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার কি কি সুবিধা রয়েছে।

  1. এই অ্যাপস দিয়ে খুব সহজেই প্রফেশনাল স্টিকার তৈরি করা সম্ভব।
  2. Whatsapp এর যত গুলো ভার্সন রয়েছে। তার সকল ভার্সনে এই অ্যাপ দিয়ে তৈরি করা স্টিকার গুলো ব্যবহার করা যাবে।
  3. স্টিকার এর মধ্যে ড্রয়িং করার মত বিশেষ ফিচার আপনি এই অ্যাপসে দেখতে পারবেন।
  4. যে কোনো ছবিতে ড্রইং করার জন্য এই অ্যাপস এর ভেতর বিভিন্ন প্রকারের প্রফেশনাল ব্রাশ টুলস রয়েছে।
  5. কোন প্রকারের উদযাপন যেমন, জন্মদিন, কোন দিবস ইত্যাদির ক্ষেত্রে। আপনি বিভিন্ন ধরনের আলাদা আলাদা স্টিকার দেখতে পারবেন।
  6. স্টিকার প্যাক ব্যবহার করার জন্য এই অ্যাপস এর ভেতর কোনো প্রকার লিমিটেশন নেই। কেননা এখানে সব কিছুই আনলিমিটেড।
  7. প্রচুর পরিমাণে ইমোজি দেখতে পারবেন। যেগুলো আপনার স্টিকার এ ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার জন্য এই অ্যাপস এর ভেতরে আপনি আরো অনেক ধরনের ফিচার দেখতে পারবেন। তবে সে জন্য আপনাকে উক্ত অ্যাপ ডাউনলোড করতে হবে।

এবং তারপরে ব্যবহার করলেই আপনি দেখতে পারবেন যে, হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার জন্য। এই অ্যাপস টি কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে।

>>Download This Apps: Touch here

Sticker Maker 

আমাদের মধ্যে এমন অনেকে আছেন, যারা খুব ভালো মানের কোনো whatsapp স্টিকার তৈরি করার অ্যাপস খুঁজে থাকেন।

তো আপনি যদি এমন কোন অ্যাপস খুঁজে থাকেন। তাহলে একবার হলেও উক্ত অ্যাপ টি ট্রাই করে দেখবেন। আর অবাক করার মত বিষয় হলো, এই ধরনের স্টিকার গুলো ব্যবহার করার জন্য।

আপনাকে খুব বেশি কিছু জানতে হবে না। বরং আপনি মাত্র কয়েকটা ক্লিক করার মাধ্যমে। সাথে সাথে যেকোনো ধরনের স্টিকার তৈরি করতে পারবেন।

সেজন্য প্রথমে আপনাকে সেই ছবি গুলো সিলেক্ট করতে হবে। যে গুলো কে আপনি স্টিকার হিসাবে তৈরি করতে চান। এরপর যখন আপনি ছবি সিলেক্ট করবেন।

তখন এই অ্যাপস গুলো অটোমেটিক ভাবে আপনার সিলেক্ট করা ছবি কে স্টিকার এ পরিণত করবে।

তবে এর বাইরেও আপনি এমন আরো অনেক ধরনের ফিচার দেখতে পারবেন। যা আপনার কাছে অনেক ভালো লাগবে।

এর পাশাপাশি আপনি এই অ্যাপস দিয়ে আপনার যে কোনো ছবি কে ক্রপ করতে পারবেন।

এর পাশাপাশি একটি স্টিকার এর মধ্যে আপনি আপনার মোবাইলের গ্যালারি তে থাকা একাধিক ছবি কে যুক্ত করতে পারবেন।

>>Download This Apps: Touch here

Wemoji – WhatsApp sticker maker

আকর্ষণীয় সব whatsapp স্টিকার তৈরি করার একটি অ্যাপস এর নাম হল, Wemoji – WhatsApp sticker maker.

কারণ একটি অ্যাপস দিয়ে স্টিকার তৈরি করতে যে সকল টুলস এর প্রয়োজন হয়। তার সব গুলো আপনি এই অ্যাপসের ভেতরে দেখতে পারবেন।

এছাড়াও উক্ত অ্যাপস টি ব্যবহার করার জন্য আপনার ফোন মেমোরির খুব বেশি জায়গার প্রয়োজন হবে না। কেননা এটি আপনি মাত্র ৩০ মেগাবাইট এর মধ্যেই ডাউনলোড করে নিতে পারবেন।

তবে সাইজ এর দিক থেকে এই অ্যাপস টি তুলনামূলকভাবে  ছোট হলেও। এর ভেতরে স্টিকার তৈরি করার যে সকল ফিচার রয়েছে। যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন।

যেমন ধরুন, এই অ্যাপস এর মধ্যে দিয়ে আপনি আপনার যে কোনো ধরনের ছবি। নিজের প্রয়োজন মত ক্রোপ করে নিতে পারবেন।

এর পাশাপাশি উক্ত অ্যাপস এর মধ্যে ম্যাগনিফাইং নামের একটি অপশন রয়েছে। যার সাহায্য আপনি একটি ছবির নির্দিষ্ট অংশ কে ফোকাস রাখতে পারবেন।

এছাড়াও আপনি যদি এই অ্যাপস দিয়ে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করেন। তাহলে আপনি ছবিতে বিভিন্ন স্টাইলের লেখা যুক্ত করতে পারবেন।

এবং এর মধ্যে বিশেষ কিছু ইমোজি রয়েছে। যে গুলোর সাহায্য আপনার হোয়াটস অ্যাপ স্টিকার এর আকর্ষণীয়তা আরো কয়েক গুন বৃদ্ধি পাবে।

>>Download This Apps: Touch here

Sticker studio

এবার আমি আপনাকে যে অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। সেই অ্যাপস এর গুগল প্লে স্টোর সেটিং অনেক ভালো রয়েছে।

কেননা, হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার জন্য প্রায় ১০ মিলিয়ন এর বেশি মানুষ এই অ্যাপসটি কে ডাউনলোড করেছে। এবং অধিকাংশ মানুষ হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার জন্য।

এই অ্যাপসটির গুনাগুন প্রকাশ করেছে। তো এখান থেকে এটা সহজেই অনুমান করা যায়। আপনি যদি এই ধরনের স্টিকার তৈরি করার জন্য ভালো কোন অ্যাপস খুঁজে থাকেন।

তাহলে একবার হলেও উক্ত অ্যাপস টি ট্রাই করে দেখবেন।

কারণ এই অ্যাপসের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের ফিচার। যে গুলোর সাহায্য যে কোন ধরনের মানুষ খুব কম সময়ের মধ্যে একটি চমৎকার হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করতে পারবে।

যেমন ধরুন, উক্ত এপস এর ভেতরে আপনি ড্রইং করার একটি অপশন দেখতে পারবেন। যার মাধ্যমে আপনি যে কোনো ধরনের ছবিতে আপনার পছন্দের বিষয় গুলো কে ড্রয়িং করতে পারবেন।

এবং পরবর্তীতে সে গুলো স্টিকার হিসেবে ডাউনলোড করতে পারবেন। সেই সাথে আপনি অনলিলিমিটেড স্টিকার প্যাকেজ পাবেন।

যেখান থেকে আপনি আপনার পছন্দমত ভালো লাগা স্টিকার গুলো সিলেক্ট করে। সে গুলো তে আপনার ছবি যুক্ত করে দিতে পারবেন।

আর আপনি যদি হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করা অ্যাপস টি ডাউনলোড করতে চান। তাহলে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।

>>Download This Apps: Touch here

WhatsApp Stickers

আজকের আলোচিত সর্বশেষ হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার অ্যাপস এর নাম হল, WhatsApp Stickers.

আর এই অ্যাপস এর নাম শুনেই হয়তো বা আপনি বুঝতে পেরেছেন। স্টিকার তৈরি করার জন্য এই অ্যাপসটির ভূমিকা কতটুকু রাখতে পারে।

তো সত্যি বলতে আমি নিজেও হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার জন্য এই অ্যাপস টি ব্যবহার করেছিলাম। এবং ব্যবহার করার সময় যে স্টিকার তৈরি করার টুলস গুলো দেখেছি।

সে গুলো আমার অনেক ভালো লেগেছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে, এই অ্যাপসের ভেতরে থাকা কোন টুলস গুলো আপনার অনেক ভালো লাগবে।

  1. এই অ্যাপসের ভেতরে আপনি প্রচুর পরিমাণে ফ্রী ইমোজি দেখতে পারবেন। যে গুলো বিনামূল্যে আপনার স্টিকার এ ব্যবহার করা যাবে।
  2. বিভিন্ন ধরনের এনিমেশন যুক্ত ফানি স্টিকার তৈরি করার জন্য এই অ্যাপ টি অনেক উপযুক্ত।
  3. আপনি যদি আপনার নিজের তৈরি করা কোন ধরনের স্টিকার তৈরি করতে চান। তাহলে আপনি এই অ্যাপস দিয়ে উক্ত কাজটি খুব সহজেই করতে পারবেন।
  4. এখানে এত বেশি টেক্সট ইফেক্ট রয়েছে। যা আপনি হিসেব করে শেষ করতে পারবেন না।
  5. একটি স্টিকার এর মধ্যে যতগুলো এনিমেশন যুক্ত করার প্রয়োজন হয়। তার অধিকাংশ এনিমেশন গুলো এই অ্যাপস এর মধ্যে দেখতে পারবেন।
  6. স্টিকার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কালার ইফেক্ট। আর এখানে আপনি আনলিমিটেড কালার ইফেক্ট পাবেন।
  7. সেই সাথে এই অ্যাপস দিয়ে তৈরি করা হোয়াটসঅ্যাপ স্টিকার গুলো সরাসরি শেয়ার করার মতো সুবিধা রয়েছে।

তো আমি নিজে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার জন্য। এই অ্যাপস থেকে যে সকল টুলস গুলো ব্যবহার করতে পেরেছি। সেই টুলস গুলো সম্পর্কে উপরে বিস্তারিত বলেছি।

আপনি আরোও পড়ুন…

আশা করি, এই অ্যাপটি ব্যবহার করার সময় আপনার অনেক ভালো লাগবে। এবং উক্ত হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার অ্যাপস টি ডাউনলোড করতে হলে। আপনাকে নিচের লিংকে ক্লিক করতে হবে।

>>Download This Apps: Touch here

হোয়াটসঅ্যাপ স্টিকার নিয়ে আমাদের কিছু কথা

আপনারা যারা নতুন নতুন whatsapp Sticker ব্যবহার করেন। তাদের জন্য আজকের এই আলোচনা টি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি এমন কিছু অ্যাপস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

যে অ্যাপস গুলো দিয়ে চমৎকার সব হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করা সম্ভব। এবং আপনি যদি এই অ্যাপস গুলো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করে।

সে গুলো আপনার প্রিয় মানুষ এবং বন্ধুদের সাথে শেয়ার করেন। তাহলে কিন্তু আপনার অন্যান্য whatsapp ব্যবহার করি বন্ধুরা অবাক হয়ে যাবে।

এবং এই ধরনের হোয়াটসঅ্যাপ স্টিকার এর প্রশংসা করবে। আর আমরা প্রতিনিয়ত টেকনোলজি রিলেটেড বিষয় গুলো নিয়ে আর্টিকেল পাবলিশ করি।

যদি আপনি আমাদের সাথে থাকার চেষ্টা করেন। তাহলে কিন্তু এই টেকনোলজির আপডেট তথ্য গুলো সবার আগে জানতে পারবেন।

এছাড়াও আপনার পছন্দের বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি। ধন্যবাদ! এতক্ষণ ধরে আমাদের এই লেখাটি পড়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

2 thoughts on “হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার অ্যাপস | WhatsApp sticker maker app”

  1. ভাই ইংরেজীতে ব্লগিং নিশ নিয়ে ব্লগিং করলে কি সফলতা আসতে পারে

    1. দেখুন, নিশ বাছাই নিজে থেকে করতে হয়। যেমন, আমি যদি বলি নাচ/ডান্স নিশে সফলতা পাওয়া যায়। তাই বলে আপনি অন্যদের মতো ভালো নাচতে পারবেন, বিষয়টা এমন নয়।

      বরং আপনাকে নিজে থেকে খুজতে হবে যে, আপনি আসলে কোন নিশে সামনে এগিয়ে যেতে পারবেন।
      ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top