প্রিয় পাঠক, বরাবরের মতো আপনার সামনে আমি আজকের নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি।
মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন টেক রিলেটেড বিষয় গুলো কে বর্ণনা করার জন্য আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে।

আর সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য মূলত আজকে চমৎকার একটি টপিক নিয়ে হাজির হয়েছি আপনার সামনে।
সেটি হল যে আমরা যখন কোন ব্রাউজারের মাধ্যমে কোন ওয়েবসাইটে প্রবেশ করি তখন সেই ওয়েবসাইটের লিঙ্ক এ সবার শুরুতে আমরা www দেখতে পাই।
কিন্তু কেন এই www থাকে সে সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানিনা। কিন্তু আমরা সবাই দেখি যে প্রত্যেকটা ওয়েবসাইটের শুরুতে এই ধরনের তিনটা www থাকে।
যেমন আপনি যদি ফেসবুকে কোন ব্রাউজার থেকে ভিজিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে facebook.com
ঠিক একই ভাবে আপনি যখন ইউটিউবে কোন ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করবেন। তখন ইউটিউব এর ওয়েবসাইটের শুরুতেই দেখবেন যে www.youtube.com আছে।
কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে যে কেন এই www ব্যবহার করা হয়।
যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে, তাহলে বলব যে আজকের এই আর্টিকেলটি আপনার সেই প্রশ্নের উত্তর দাও উত্তর দেওয়ার জন্যই লেখা হয়েছে।
কারণ আজকের এই আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন যে www কি (What is www in Bengla) এবং www এর পূর্ণরূপ কি?
তোর যদি আপনি একান্ত ভাবেই জানতে চান যে www কি (www ki) এবং www আসলে কেন ব্যবহার করা হয়।
তাহলে চেষ্টা করবেন আজকের এই পুরো আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়ার।
আপনি আরোও দেখতে পারেন…
- অনলাইনে আয় করার ১৩ টি সহজ উপায়
- গুগল নিউজ কি? কিভাবে গুগল নিউজ ওয়েবসাইট যুক্ত করতে হয় ?
- ওয়েবসাইট থেকে আয় : ওয়েবসাইট খুলে কিভাবে টাকা আয় করা যায়
- ফেসবুক থেকে আয় করার উপায়
তাহলে আজকের পর থেকে আপনার মনে থাকা এই ধরনের প্রশ্নের উত্তর গুলো জানা হয়ে যাবে। তো আর দেরি না করে চলুন সরাসরি মূল আলোচনায় ফিরিয়ে দেওয়া যাক।
এবং আপনি যেন খুব সহজ ভাবে আজকের আলোচিত আলোচনাটি বুঝতে পারেন, সেজন্য আমি চেষ্টা করবো যথাযথভাবে বিষয়টি নিয়ে আলোচনা করার।
WWW কি ?
সহজ কথায় বলতে গেলে “ওয়েব” অথবা “ওয়েব2” এর মাধ্যমে কোন ওয়েবসাইটের ওয়েবপেজ গুলিকে Urlএর মাধ্যমে চিহ্নিত করার জন্য যে হোস্ট নেম (Host Name) এর ব্যবহার করা হয় তাকে বলা হয়ে থাকে www.
আবার বিষয়টি কে যদি আর একটু ভিন্ন ভাবে বলা যায়, তাহলে বলতে হবে যে www এর মানে হলো world wide web.
অর্থাৎ সমস্ত বিশ্বের ওয়েবসাইট গুলোর মধ্যে যেসব Data থাকে, সেই Data গুলো কে স্টোর করা অথবা সংরক্ষণ করার জন্য যেটির ব্যবহার করা হয় তাকে বলা হয়ে থাকে www.
তবে এখন হয়তোবা আপনার মনে প্রশ্ন জাগছে যে, কিভাবে www গোটা বিশ্বের ওয়েবসাইট গুলোর ডাটা গুলো কে সংরক্ষণ করে রাখে।
এবং সেই ডাটা গুলোকে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। এ বিষয়টি বুঝতে হলে আপনাকে আর একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে।
মনে করুন, আপনি এখন আপনার ব্রাউজার থেকে ফেসবুক ব্যবহার করতে চাচ্ছেন।
সেজন্য আপনি আপনার ব্রাউজারের এড্রেস বার এ গিয়ে টাইপ করলেন www.facebook.com এই ইউ আর এল টি লিখে আপনার এড্রেস বারে টাইপ করলেন।
তখন মূলত সার্ভার থেকে আপনার আইপি এড্রেস টি ব্রাউজার ডোমেইন নামের সার্ভারে পাঠিয়ে দেয়।
এর পরবর্তীতে ব্রাউজার টি একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস কে পায়। তখন উক্ত ব্রাউজার টি এইচটিটিপি (http) প্রটোকলের মাধ্যমে ওয়েব পেজের জন্য সার্ভারে অনুরোধ পাঠায়।
এবং এইচটিটিপি (http) ব্রাউজার আর ওয়েব সার্ভার এর সাথে একে অপরের যোগাযোগকে সম্পন্ন করে।
এবং এইচটিটিপি প্রটোকল এর অনুরোধের মাধ্যমে যদি সেই সার্ভারে কোন Page উপস্থিত থাকে, তাহলে তা অনুসন্ধান করে এবং অনুসন্ধান করার পরে এইচটিটিপি (http) কাজ বন্ধ করে দেয়।
আর ব্রাউজারের মাধ্যমে তখন আমরা সেই ওয়েবপেজ গুলোকে দেখতে পাই।
আর এজন্য মূলত আমরা আমাদের ব্রাউজার গুলোতে যখন কোন url কে প্রবেশ করে করি, তখন আমরা সেই নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে পারি।
W.W.W এর পূর্ণরূপ কি ?
উপরের আলোচনা থেকে আপনি জানতে পারলেন www কি। আশা করি এই আলোচনা থেকে আপনি পরিষ্কার ধারণা পেয়ে গেছেন।
তবে আপনার একটা বিষয় জেনে রাখতে হবে যে www হল একটি শব্দ সংক্ষেপ এবং এই www full form আছে তবে এখন জানার বিষয় হল যে, w.w.w এর পূর্ণরূপ কি।
তো চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক, www full form কি। যদি আপনার মনে প্রশ্ন জেগে থাকে যে, www full form কি?
আপনার জন্য আরোও আর্টিকেল…
- ইন্টারনেট কি | ইন্টারনেট কিভাবে কাজ করে
- স্টোরেজ ডিভাইস কি | স্টোরেজ ডিভাইস কয় প্রকার
- ভার্চুয়াল রিয়েলিটি কি | Virtual reality কিভাবে কাজ করে
তাহলে আপনাকে আমি বলব যে, www full form হল world wide web. আশা করি এতক্ষণে আপনি www full form কি তা পরিষ্কার ভাবে জানতে পেরেছেন।
WWW এর ইতিহাস
শুরুর দিকে যখন world-wide-web ছিল তখন ইন্টারনেটে শুধুমাত্র টেক্সট ছিল। এবং এই ধরনের টেক্সট গুলো মূলত একটি ফন্ট এর আকার ছিল।
তবে অতীতের সেই দিন গুলো তে বর্তমান সময়ে অনেক পরিবর্তন করা হয়েছে। কেননা আগেকার দিন গুলোতে শুধুমাত্র ফন্ট ব্যবহার করা হলেও বর্তমানে ইমেজ, সাউন্ড সহ অনেক কিছু ব্যবহার করা হচ্ছে।
তবে এই world-wide-web এর সর্বপ্রথম সূচনা হয়েছিল হাজার 1989 সালে এবং এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হলো “Team burners”
WWW এর কাজ কি ?
তো এখন আপনার মনে প্রশ্ন জেগে থাকতে পারে যে এই www এর কাজ কি। এবং কিভাবে www কাজ করে থাকে।
তো যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে, তাহলে আমি বলব যে www মূলত হাইপারটেক্সট লিংক এর মাধ্যমে কাজ করে থাকে।
আর এই হাইপারটেক্সট লিংক এর মাধ্যমে ইন্টারনেটে থাকা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সংগ্রহ করে।
এবং এই হাইপারটেক্সট লিংক এর মাধ্যমেই মূলত আমাদের মত সাধারণ ব্যবহারকারীরা ইন্টারনেট এ থাকা বিভিন্ন ধরনের তথ্যগুলো সম্পর্কে জানতে পারি।
আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আশা করি আজকের আলোচিত আর্টিকেল টি আপনি সম্পূর্ণটা পড়েছেন।
আর যদি আপনি আজকের এই আর্টিকেল টি পড়ে থাকেন, তাহলে এতক্ষনে আপনি www কি এবং www full form সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।
- ওয়াইফাই (WiFi) কি | কিভাবে কাজ করে এবং কেন ব্যবহার করা হয়?
- http ও https কি | Http এবং Http এর পূর্ণরূপ কি | http ও https এর মধ্যে পার্থক্য কি
- অ্যাপ তৈরি করে কিভাবে আয় করা যায়
তবে আপনি যদি এরকম আরো অজানা বিষয় গুলোকে সহজ ভাষায় জানতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আর্টিকেলের এই পর্যন্ত আসার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।