সার্ভার কি ? Server কত প্রকার ও কি কি – What is Server in Bangla

সার্ভার কি : কারনে কিংবা অকারনে আপনি সার্ভার সম্পর্কে জানতে পারবেন। যেমন, কোনো জাতীয় পরীক্ষার রেজাল্টের দিনে আপনি শুনবেন যে, আজ সার্ভার ডাউন হয়ে গেছে।

সার্ভার কি ? Server কত প্রকার ও কি কি - What is Server in Bangla
সার্ভার কি ? Server কত প্রকার ও কি কি

কিন্তুু সার্ভার ডাউন হলে আপনি সেই পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন না। এটা তো আমরা সবাই জানি ।

কিন্তুু এমন অনেক মানুষ আছেন, যারা এখনও জানেনা যে, সার্ভার কি (What is server in bangla).

তবে একজন অনলাইন ইউজার এর জন্য সার্ভার কি সেটি জেনে নেয়াটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা, শুধুমাত্র পরীক্ষার ফলাফলের জন্যই নয়।

বরং অফিস আদালতের অনলাইনের কাজ থেকে শুরু করে ব্যাংক এবং বিভিন্ন দপ্তর পর্যন্ত। এই সবগুলো স্থানে অনলাইন ভিওিক কাজের জন্য সার্ভার ব্যবহার করা হয়ে থাকে।

এর প্রধান কারন হলো, সার্ভার হলো এমন একটি প্রক্রিয়া। যার মাধ্যমে আমরা অনলাইনে কোনো Data (তথ্য) কে জমা করে রাখতে পারি।

এবং পরবর্তী সময়ে আমাদের প্রয়োজনে সেই ডাটা গুলোকে আবার ফেরত কিংবা অনলাইন প্লাটফর্মে প্রদর্শন করতে পারি।

আপনার জন্য আরো লেখা হয়েছে…

আর সেই কারনেই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। মূলত সার্ভার কি (Server ki), কেন সার্ভার ব্যবহার করা হয় এবং সার্ভার কি সেটা কেন আপনাকে জানতে হবে।

এই সমস্ত খুটিনাটি বিষয় গুলোকে আজ স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তাই আপনি যদি সার্ভার কি তা নিয়ে বিষদভাবে জানতে চান।

তবে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়বেন। 

সার্ভার কি? | What is Server in bangla?

Server কি যদি আপনি সহজ ভাষায় জানতে চান তবে আমি বলবো যে, সার্ভার হলো এমন এক ধরনের বিশেষ কম্পিউটার। যেখানে অন্যান্য কম্পিউটার ডিভাইস গুলোর বিভিন্ন তথ্য জমা হয়ে থাকে।

এবং প্রয়োজনের সময় ঐ কম্পিউটারে জমা থাকা তথ্য গুলোকে ব্যবহার করা যায়। মূলত এই ধরনের বিশেষ কম্পিউটার গুলোকে বলা হয়ে থাকে সার্ভার।

কিন্তুু এখন হয়তবা আপনি ভাবছেন যে, সার্ভার নামক ঐ বিশেষ কম্পিউটারে কেন অন্যান্য কম্পিউটার এর ডাটা জমা হবে?

আর কিভাবে সেই ডাটা গুলো পরবর্তী সময়ে আমরা ব্যবহার করতে পারবো? – যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন গুলো জেগে থাকে। তাহলে শুনুন….

সার্ভার নামক ঐ বিশেষ কম্পিউটার গুলোতে এক ধরনের Software বা Hardware Device.

যা মূলত অনলাইনে নেটওয়ার্ক কে কেন্দ্র করে পরিচালিত হয়। যেখানে আমাদের ব্যবহার করা বিভিন্ন কম্পিউটার ডিভাইস থেকে অনলাইন ভিওিক বিভিন্ন রিকুয়েষ্ট পাঠিয়ে দেয়া হয়।

এবং আমাদের পাঠানো রিকুয়েষ্ট গুলো Server নামক ঐ বিশেষ কম্পিউটার গুলো একটি একটি করে গ্রহন করে। 

সার্ভার কাকে বলে ? (Server meaning in Bengali)

মনে করুন, আপনি কোনো কিছু জানার জন্য youtube এর ভিডিও দেখছেন। কিংবা কোনো তথ্য সম্পর্কে জানার জন্য গুগলের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করছেন।

কিন্তুু আপনি যে ইউটিউবে প্রবেশ করা মাত্রই ভিডিও দেখতে পাচ্ছেন। কিংবা গুগলে কোনো কিছু লিখে সার্চ করার পর বিভিন্ন ওয়েবপেজ থেকে তথ্য জানতে পারছেন।

মূলত এই সকল ডাটা গুলো কোনো কোনো স্থানে স্টোর করে রাখা আছে বলেই আপনি Video বা Web page এ সেগুলো দেখতে পাচ্ছেন।

তো এই ধরনের ডাটা গুলো যেখানে জমা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে সার্ভার (Server).

আশা করি সার্ভার কি তা নিয়ে আপনার মনে আর কোনো অজানা বিষয় নেই। এবার চলুন তাহলে জেনে নেয়া যাক, সার্ভার আসলে কিভাবে কাজ করে। 

সার্ভার এর কাজ কি ?

বর্তমানে অনলাইন দুনিয়াতে আমরা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছি। যেমন, আপনি গুগলে সার্ভার কি তা জানার জন্য সার্চ করেছেন।

ঠিক তেমনিভাবে আপনার মতো এমন লাখ লাখ মানুষ আছেন। যারা আপনার মতো কোনো তথ্য জানার জন্য গুগল বা ইউটিউবে থাকা ভিডিও গুলো দেখছে।

কিন্তুু কখনও কি আপনার মনে প্রশ্ন জেগেছে যে, এই তথ্য গুলো আমরা কিভাবে পাচ্ছি।

তো যদি আপনি জানতে চান যে, Server থেকে আমরা কিভাবে এই ডাটা গুলো পাচ্ছি। তাহলে সবার আগে আপনাকে সার্ভার এর কাজ সম্পর্কে ধারনা নিতে হবে।

চলুন এবার তাহলে সার্ভার এর কাজ সম্পর্কে ধারনা নেয়া যাক।

সার্ভার হলো এমন এক ধরনের বিশেষ কম্পিউটার যা বিশেষ কিছু ডিভাইস বা হার্ডওয়্যার এর সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে।

এই Server এর মূল কাজ হলো বিভিন্ন কম্পিউটার থেকে ডাটা কালেক্ট করা। এবং সেই ডাটা গুলো কে নিজের কাছে স্টোর করে রাখা।

এর পাশাপাশি স্টোর করা এই Data গুলোকে সংরক্ষণ করে রাখা।

এবং সার্ভারে যেসব ডাটা স্টোর করে রাখা আছে। সেগুলো কে পরবর্তী সময়ে অন্যান্য কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস থেকে আসা অনরোধ অনুযায়ী সেই ডাটা গুলো কে প্রদর্শন করা।

যার ফলে আমরা গুগলে কোনো কিছু জানার জন্য সার্চ করলে বিভিন্ন রকমের তথ্য জানতে পারি।

এবং ইউটিউবে কোনো ভিডিও দেখতে চাইলে আমরা পছন্দের Video গুলো দেখতে পারি। 

Server কিভাবে কাজ করে ?

তো উপরের আলোচনা থেকে আপনি সার্ভার রিলেটেড অনেক অজানা বিষয়ে জানতে পেরেছেন। যেমন, সার্ভার কি এবং সার্ভার এর কাজ কি।

এখন আপনাকে জানতে হবে যে, Server আসলে কিভাবে কাজ করে। কেননা, অন্যান্য বিষয়ের মতো সার্ভারের কাজ সম্পর্কে বিস্তারিত জেনে নেয়াটাও ভীষন গুরুত্বপূর্ণ।

চলুন এবার তাহলে জেনে নেয়া যাক, সার্ভার কিভাবে কাজ করে।

তো প্রথমে আপনাকে জেনে নিতে হবে যে, সার্ভার মূলত ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে কাজ করে থাকে। যদি Internet Connection না থাকে।

তাহলে কিন্তুু একটি সার্ভার কখনই ভালোভাবে কাজ করতে পারবে না। আর সেই কারনে সার্ভারে অনবরত ইন্টারনেট কানেকশন এর সাথে সংযুক্ত করা হয়ে থাকে।

এর পাশাপাশি Server হিসেবে যেসব বিশেষ ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়। সেই ডিভাইস গুলোকে সবসময় চালু করে রেখে দেয়া হয়।

যেমন, আপনি যদি আপনার কোনো পারসোনাল ডাটা সার্ভারে জমা করে রাখতে চান। তবে আপনি যে বিশেষ ধরনের কম্পিউটারে আপনার ডাটা গুলো জমা করে রাখবেন।

সেটি মূলত ২৪ ঘন্টাই চালু করে রাখতে হয়।

তো যখন আপনি আপনার কোনো ডিভাইস কে সার্ভার এর সাথে সংযুক্ত করবেন।

তখন আপনার ডিভাইসে থাকা যাবতীয় ডাটা গুলো সার্ভার নিজে থেকে তার কাছে উক্ত Data গুলো জমা করে রাখবে।

এবং পরবর্তী সময়ে যদি কেউ আপনার উন্মুক্ত করা ডাটা দেখার জন্য রিকুয়েষ্ট করে।

তখন সার্ভার খুব সহজেই ঐ বিষয় রিলেটেড জমা থাকা ডাটা গুলো প্রদর্শন করবে। 

সার্ভার এর প্রকার গুলো কি কি ? (Types of server)

পৃথিবীতে সবক্ষেত্রেই  যেমন ভিন্নতা আছে ঠিক তেমনি ভাবে সার্ভারের ক্ষেত্রেও আপনি নানা রকম ভিন্নতা খুজে পাবেন।

কেননা, আপনি যদি সার্ভার এর প্রকার ভেদ গুলো জানতে চান। তবে আপনার সামনে এমন অনেক প্রকার এর সার্ভারের নাম চলে আসবে।

আর এবার আমি আপনাকে এই সব প্রকারের সার্ভার এর সাথে পরিচয় করিয়ে দিবো। তো চলুন এবার তাহলে জেনে নেয়া যাক, সার্ভার কত প্রকার এবং কি কি।

আপনি আরো দেখতে পারেন…

তো আপনি যদি একান্তভাবে জানতে চান যে, সার্ভার আসলে কত প্রকার।

তাহলে আমি আপনার বেশ কয়েক প্রকারের Server এর সাথে পরিচয় করিয়ে দিতে পারবো। যেমনঃ

  1. ফাইল সার্ভার (File server) 
  2. ডাটাবেস সার্ভার (Database server) 
  3. ওয়েব সার্ভার (Web Server) 
  4. Application server 
  5. Proxy server 
  6. Mail Server 
  7. FTP server

কিন্তুু আপনি যদি এই সার্ভারের প্রকারভেদ গুলো জেনেই চলে যান। তবে এই বিষয়ে আপনার জানার মাত্রা প্রায় অসম্পূর্ণ থেকে যাবে।

তাই চলুন এবার সকল প্রকারের Server সম্পর্কে একেবারে বিস্তারিত জেনে নেয়া যাক। 

০১| ফাইল সার্ভার  কি (File server) 

যেসব সার্ভার কে শুধুমাত্র কোনো ডাটা, ফাইল জমা করার জন্য ব্যবহার করা হয়। তাকে বলা হয়, ফাইল সার্ভার।

আর ইউজাররা মূলত ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে ফাইল সার্ভারে তাদের প্রয়োজনীয় Data গুলো কে জমা করে রাখতে পারে।

তবে এই পদ্ধতিতে আপনার ডাটা সংরক্ষণ করার জন্য আলাদা করে কোনো Storage Device এর দরকার হয়না। কেননা, আপনি যে সার্ভারের সাথে যুক্ত থাকবেন।

সেই সার্ভারে আপনার জন্য তখন আলাদা করে স্টোরেজ ডিভাইস এর ব্যবস্থা থাকবে।

মূলত File Server হলো ইন্টারনেট এর সাথে কানেক্ট হওয়ার জন্য এমন এক ধরনের বিশেষ কম্পিউটার।

যেখানে আপনার Shared Disk কে এক্সেস করার জন্য নতুন একটা লোকেশন দেওয়া থাকবে।

আর এই লোকেশন কে কেন্দ্র করে আপনার কম্পিউটার থেকে শেয়ার করা অন্যান্য File গুলো কে এক্সেস করা যাবে। 

০২| ডাটাবেস সার্ভার  কি (Database server)

ডাটাবেস সার্ভারে থাকা সংরক্ষিত Data গুলো কে এক্সেস করার জন্য বিশেষ এক ধরনের Database Application কে ব্যবহার করা হয়।

এই এপ্লিকেশন এর মূল কাজ হলো, আমাদের ডিভাইস থেকে পাঠানো ডাটা গুলোকে এক্সেস করা। এর পাশাপাশি সেগুলোকে কেন্দ্র করে পরবর্তী জড়িত সেবা প্রদান করা।

আপনি যদি ডাটাবেস সার্ভার কে বিরাট একটা ওয়্যার হাউস এর সাথে তুলনা করেন। তাহলেও কোনো প্রকার ভুল হবেনা।

কেননা, এই সার্ভার গুলো তে বিভিন্ন ধরনের বড় বা ছোট ওয়েবসাইট এর সকল Data এবং Information গুলো কে জমা করে রাখা হয়।

এবং শুধুমাত্র এগুলো কে জমা করে রাখাই মূল উদ্দেশ্যে নয়। বরং সেই ইনফরমেশন গুলোকে মেইনটেইন করার কাজটিও Database Server করে থাকে। 

০৩| ওয়েব সার্ভার কি (Web Server)

সচারাচর HTTP কিংবা HTTPS নেটওয়ার্ক প্রোটোকল এর মাধ্যমে কাজ করতে পারে।

এমন এটি সার্ভার এর নাম হলো Web Server. যার মূল কাজ হলো, বিভিন্ন ইউজার এর ওয়েবপেজ রিলেটেড ইনফরমেশন গুলোকে প্রসেস করা এবং ডেলিভারি করে দেয়া।

হয়তবা বিষয়টি আপনার কাছে তেমন ক্লিয়ার নাও হতে পারে ৷ তাই এবার আরেকটু সহজ করে আলোচনা করবো।

একটি Web Server হলো এমন এক ধরনের বিশেষ সার্ভার সফটওয়্যার বা হার্ডওয়্যার।

যার মাধ্যমে নানা ধরনের ওয়েবসাইট গুলোকে Run করা হয়ে থাকে। আর আপনার হয়তবা জানা থাকবে যে, কোনো একটি ওয়েবসাইট কিন্তুু বিভিন্ন রকমের ডাটা থাকে।

যেমন, Text, Image, Video ইত্যাদি।

তো এইসবগুলো ডাটাকে প্রসেস করে ডেলিভারি দেয়ার কাজটি যে সার্ভার করে থাকে তাকে বলা হয়, ওয়েব সার্ভার।

তবে মজার বিষয় হলো, আজকের দিনে পৃথিবীতে মোট যতগুলো ওয়েবসাইট আছে। সেই সবগুলো সাইটে থাকা ডাটা গুলো কোনো না কোনো ভাবে ওয়েব সার্ভারে স্টোর হয়ে থাকে। 

০৪| এপ্লিকেশন সার্ভার কি (Application server)

অন্যান্য সার্ভারের মতো আরো একটি বিশেষ ধরনের সার্ভার আছে। যেটি মূলত কোনো Application কে Run করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

আর সে কারনে এই ধরনের সার্ভার কে বলা হয়ে থাকে Application Server. তবে এটিকে আবার নেটওয়ার্ক কম্পিউটারও বলা হয়ে থাকে।

এর মধ্যে মূলত নানা রকমের হার্ডওয়্যার এবং সফটওয়্যার কে সংযুক্ত করা হয়। যার দরুন সার্ভার রিলটেড যেসব প্রোগ্রাম রয়েছে ।

সেই Programme গুলোকে Run করার মতো উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়।

এর পাশাপাশি সার্ভার এর সাথে জড়িত ক্লায়েন্ট কম্পিউটার এর জন্য নানা রকমের এপ্লিকেশন কে install করা, Host করা এবং Operate করে Run করা হয়। 

০৫| প্রক্সি সার্ভার কি (Proxy server)

যদি আপনি Proxy Server কে শুধুমাত্র Proxy হিসেবে পরিচিত করেন। তাহলেও কোনো প্রকার ভুল হবেনা।

কারন এই ধরনের সার্ভার গুলোর বিশেষ কিছু কাজ আছে। আর সেটি হলো, প্রক্সি সার্ভার মূলত মধ্যস্থকারী হিসেবে কাজ করে থাকে।

কেননা, এই ধরনের সার্ভার গুলো ইউজার এবং ইন্টারনেট এর মধ্যে এক প্রকার Getway হিসেবে কাজ করে থাকে।

যার ফলে User request এবং request এর মধ্যে মধ্যস্থকারী হিসেবে প্রক্সি সার্ভার কে ব্যবহার করা হয়ে থাকে। 

০৬| মেইল সার্ভার কি (Mail Server)

Mail Server সার্ভার কে অনেকেই আবার E-mail Server ও বলা হয়ে থাকে।

এটি হলো এমন এক প্রকারের সার্ভার যার মূল কাজ হলো সার্ভার নেটওয়ার্কে যেসব মেইল আসবে ৷ সেই মেইল গুলোকে গ্রহন করা এবং সেগুলো কে পুনরায় ডেলিভারি করে দেয়া।

আর সে কারনে এই ধরনের Mail Server কে আবার সংক্ষেপে MTA বলা হয়ে থাকে। যার পূর্নরুপ হলো, Mail Server Transfer Agent.

আমরা যেভাবে প্রয়োজন এর সময় মেইল সেন্ড করি সেই মেইল গুলো কিন্তুু একটা নিয়ম মেনে সেন্ড হয়ে থাকে।

কারন আমরা যখন কাউকে Mail করি সেগুলো কিন্তুু অনেক দ্রুত সেন্ড হয় ৷

তবে আপনি যদি একটু ভেতর থেকে চিন্তা করে দেখেন। তাহলে আপনি দেখতে পারবেন যে, এই মেইল গুলো অনেক জটিলতার পরেই সেন্ড হয়ে থাকে। 

০৭| এফটিপি সার্ভার কি (FTP server)

বর্তমান সময়ে কম্পিউটার ইউজার এর পরিমানটা অনেক গুন বেড়ে গেছে যার ফলে আজকের দিনে ইন্টারনেট এর মাধ্যমে প্রচুর পরিমান File একটি কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটারে ট্রান্সফার হয়ে থাকে।

আর জানার বিষয় হলো, এই ধরনের ফাইল মূলত Protocol এর মাধ্যমে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার হয়ে থাকে।

কেননা, এই প্রোটোকল টি হলো এক ধরনের Standard Communicating Protocol. যার মাধ্যমে কম্পিউটার ফাইল গুলো কে Server থেকে ক্লায়েন্ট ডিভাইস এর মধ্যে ট্রান্সফার হয়। 

লোকাল সার্ভার কি ? | What is Local Server in bangla ? 

সহজ ভাষায় বললে, আমরা যেসব কম্পিউটার ব্যবহার করি সেগুলোর মধ্যে যদি কোনো Server যুক্ত করা থাকে।

তাহলে সেগুলোর প্রত্যেকটি এক একটি লোকাল সার্ভার। তবে এর সংঙ্গাটি কে একটু আলাদা ভাবেও প্রকাশ করা যেতে পারে।

যেমন, প্রতিটা Local Computer এর মধ্যে যেসব Server সংযুক্ত করা থাকে তাকেই বলা হয়, Local Server. 

ক্লায়েন্ট সার্ভার কি? | What is Client Server in bangla? 

যখন কোনো এক বা একের অধিক ডেডিকেটেড সার্ভার এর সমন্বয় করে নতুন কোনো নেটওয়ার্ক গঠন করা হয়।

এবং সেই ডেডিকেটেড সার্ভার দিয়ে Client PC এর জন্য প্রয়োজনীয় সার্ভিস প্রদান করে।

মূলত এদেরকে বলা হয়ে থাকে ক্লায়েন্ট সার্ভার। তো এই Client Server এর বেশ কিছু উদাহরন রয়েছে। যেমন, File, Print Message, Database, Application ইত্যাদি। 

সার্ভার ডাউন মানে কি? | What is Server Down in bangla? 

যখন কোনো অনাকাঙ্ক্ষিত কারনে সার্ভার সঠিকভাবে কাজ করতে পারেনা। কিংবা কাজ করলেও ওলট পালট কাজ করে।

সহজ ভাষায় তাকে বলা হয়ে থাকে সার্ভার ডাউন।

যার অর্থ হলো, সেই সার্ভারটি তে কোনো Bug বা Error আছে। যার কারনে সেটি আর পূর্বের মতো সঠিক ভাবে কাজ করতে পারছেনা।

আপনি আরো পড়তে পারেন…

আর যখন কোনো Server এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়। তখন আমরা তাকে বলে থাকি, সার্ভার ডাউন (Server Down).

আপনি কি কি শিখলেন? 

আজকে আমি সার্ভার কি নিয়ে কথা বলার পাশাপাশি আরো বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

যেগুলো মূলত সার্ভার কি এর সাথে সম্পর্কযুক্ত। এমন বিষয় গুলো হলো, 

  1. লোকাল সার্ভার কি
  2. সার্ভার এর কাজ কি
  3. সার্ভার কম্পিউটার কি
  4. ক্লায়েন্ট সার্ভার কি
  5. ফাইল সার্ভার কি
  6. সার্ভার কি এর গুরুত্ব ব্যাখ্যা কর
  7. ইন্টারনেট সার্ভার কি
  8. সার্ভার ডাউন মানে কি

তো আপনি যদি উপরোক্ত বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে অবশ্যই আপনাকে পুরো লেখাটি মন দিয়ে পড়তে হবে। 

Server কি নিয়ে আমাদের শেষকথা 

আজকের এই ছোট্ট আর্টিকেলে আমি সার্ভার কি এবং সার্ভার এর সাথে যেগুলো রিলেটেড বিষয় আছে। তার সবগুলো বিষয়ে আলোচনা করার চেস্টা করেছি।

আশা করি এই আলোচিত বিষয় নিয়ে জানার পর সার্ভার কি এই প্রশ্নটি আপনার মনে আর দ্বিতীয়বার জাগবে না।

আর এমন সব গুরুত্বপূর্ণ তথ্য গুলো সহজ ভাষায় জানতে হলে Bangla it blog এর সাথে থাকবেন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top