লিড জেনারেশন কি ? কিভাবে Lead Generation করে টাকা আয় করে

লিড জেনারেশন কি : বর্তমান সময়ে লিড জেনারেশন কি তা জেনে রাখাটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।

কেননা, আজকের দিনে অনলাইন প্লাটফর্মে অন্যান্য Online Job গুলোর মধ্যে লিড জেনারেশন এর চাহিদা ক্রমাগত ভাবে বেড়ে উঠছে।

লিড জেনারেশন কি ? কিভাবে Lead Generation করে । লিড জেনারেশন কত প্রকার
লিড জেনারেশন কি ? কিভাবে Lead Generation করে

আর এই Lead Generation এর কাজ গুলো তুলনামূলক ভাবে অনেক সহজ হয়। যে কারনে আপনার অনলাইন সম্পর্কে খুব বেশি ধারনা না থাকে।

তারপরেও আপনি লিড জেনারেশন থেকে টাকা আয় করতে পারবেন।

তো সেজন্যই মূলত আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। এই আর্টিকেল এর মাধ্যমে আপনি Lead Generation ki থেকে শুরু করে লিড জেনারেশন থেকে আয় করা পর্যন্ত সমস্ত খুটিনাটি বিষয় গুলো স্টেপ বাই স্টেপ জানতে পারবেন ৷

আপনার জন্য আরো লেখা…

যেমন , Lead Generation কি (what is lead generation in bengali), কিভাবে লিড জেনারেশন করে টাকা আয় করা যায়,

লিড জেনারেশনের কাজ কি, লিড জেনারেশন কত প্রকার ও কেন লিড জেনারেশন গুরুপ্তপূর্ণ।

তাহলে আর দেরী কেন, চলুন মূল আলোচনা তে ফিরে যাওয়া যাক। 

লিড জেনারেশন কি ? | What is Lead Generation? 

সহজ ভাষায় বলতে গেলে লিড জেনারেশন হলো বিভিন্ন মানুষের ডেটা কালেকশন করার বিশেষ এক ধরনের প্রক্রিয়া।

যার মাধ্যমে আপনি বিভিন্ন শ্রেনীর মানুষের চাহিদা এবং আগ্রহকে নির্দিষ্ট ডেটার মাধ্যমে আবদ্ধ করতে পারবেন।

এবং ডেটা গুলো বিভিন্ন প্রকারের হতে পারে যেমন, কোনো একজন ব্যক্তির Phone Number, Email Adress, Name ইত্যাদি।

তো যখন আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে টার্গেট করে এই ধরনের ডেটা কে কালেকশন করবেন। তখন এই ডেটা সংগ্রহ করার পুরো প্রক্রিয়া কে বলা হবে, লিড জেনারেশন।

কেননা, আজকের দিনের অনলাইন ভিত্তিক কোম্পানি গুলো তাদের প্রোডাক্ট এর প্রোমশন এবং সেল বৃদ্ধি করার উদ্দেশ্যে এই লিড জেনারেশন এর মাধ্যমে তাদের কাঙ্খিত ক্রেতাদের টার্গেট করতে পারে ৷

লিড জেনারেশন কেন করে ? 

তো উপরে আলোচিত আলোচনায়, লিড জেনারেশন কি তা নিয়ে কথা বলা হয়েছে। এখন আপনার মনে একটি প্রশ্ন জেগে থাকতে পারে যে, কেন এই Lead Generation করা দরকার।

আর একটি কোম্পানি কেন এই লিড জেনারেশন এর পেছনে টাকা ব্যয় করবে। তো চলুন এবার Important of lead generation সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা যাক। 

০১| Find Targeted Customers 

দেখুন, কোনো একটি কোম্পানি সর্বদাই চাইবে তাদের টার্গেট করা কাস্টমারের নিকট পৌঁছাতে। কেননা, একটি কোম্পানির পন্য বেশি পরিমানে সেল করার জন্য এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

আর এই কাজটিকে সহজ করার জন্য লিড জেনারেশন এর কোনো বিকল্প নেই। কারন এটি হলো এমন এক ধরনের প্রক্রিয়া, যার মাধ্যমে একটি কোম্পানি খুব সহজেই তার প্রোডাক্ট অনুযায়ী কাস্টমারদের কে খুজে পাবে। 

০২| Promote Your Own Business 

মনে করুন আপনি একটা শার্ট কেনার জন্য মার্কেটে গেলেন। এখন আপনাকে চশমার দোকানদার ডেকে বললো তাদের দোকান থেকে চশমা কেনার জন্য।

সেক্ষেত্রে  কিন্তুু আপনি তাদের চশমা কেনার জন্য ততোটা আগ্রহ প্রকাশ করবেন না। ঠিক তেমনিভাবে অনলাইনের ক্ষেত্রেও একই চিত্র দেখতে পারবেন।

কিন্তুু আপনি যদি আপনার ব্যবসার প্রোডাক্ট কে প্রোমোট করার জন্য লিড জেনারেশন এর উপর নির্ভর করে থাকেন। তাহলে আপনার পন্যের প্রচার কে সঠিক ব্যক্তিদের নিকট করতে পারবেন। 

কিভাবে লিড জেনারেশন করে ?

Lead Generation কি এবং কেন আপনার লিড জেনারেশন করা উচিত উপরের আলোচনায় তা পরিস্কার ভাবে আলোচনা করা হয়েছে।

তো এখন আপনাকে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানতে হবে। সেটি হলো, আপনি কিভাবে লিড জেনারেশন এর মাধ্যমে অন্য কোনো ব্যক্তির গুরুত্বপূর্ণ ডেটা (Data) গুলোকে সংগ্রহ করতে পারবেন। 

অথবা কিভাবে Lead Generation করে টাকা আয় করা যায়।

তো আপনি চাইলে এই ডেটা কালেকশন এর কাজটি ভিন্ন ভাবে করতে পারবেন। তবে আজকের দিনে কোনো একজন ব্যক্তির প্রয়োজনীয় তথ্য গুলোকে সংগ্রহ করার জন্য বিশেষ কিছু পদ্ধতি আছে। যেমন, 

  1. From Google Search 
  2. From Social Media 
  3. From Other Search Engine 

মূলত যারা দীর্ঘদিন থেকে লিড জেনারেশন করার কাজ করে আসছে ৷

তারা উপরের ৩ টি পদ্ধতি কে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। চলুন এবার সেই গুরুত্বপূর্ণ তিনটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। 

Lead Generation From Google Search

বর্তমান সময়ে যে মানুষ গুলো দীর্ঘদিন থেকে লিড জেনারেশন এর সাথে যুক্ত আছে। তারা মূলত গুগল সার্চ কে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে।

কেননা, আমরা সবাই জানি যে গুগল এর যতো বেশি ইউজার আছে।

তা পৃথিবীর অন্যান্য কোনো অনলাইন প্লাটফর্মে নেই। আর লিড জেনারেশন এর অধিকাংশ ডেটা গুলো আপনি Google Search থেকে কালেক্ট করতে পারবেন।

তবে যেকোনো ব্যক্তি চাইলেই গুগল থেকে অন্য কোনো ব্যক্তির পারসোনাল ডেটা কালেক্ট করতে পারবে না। যদি তাই হতো, তাহলে সব মানুষ সবার পারসোনাল ডেটা কালেক্ট করতে পারতো।

তবে এক্ষেত্রে আপনাকে বেশ কিছু উপায় অনুসরন করতে হবে। যেমন, 

  1. Example-1: মনে করুন, আপনাকে দায়িত্ব দেয়া হলো ইন্ডিয়াতে রিয়েল স্টেট কোম্পানির মালিকদের ডেটা সংগ্রহ করার জন্য।
  2. এখন আপনি যদি গুগলে গিয়ে শুধুমাত্র “রিয়েল স্টেট কোম্পানি” লিখে সার্চ করেন। তাহলে কিন্তুু পুরো পৃথিবীর রিয়েল স্টেট কোম্পানি গুলোর নাম দেখাবে। 
  3. Example-2: কিন্তুু আপনি যদি সেটিকে ফিল্টার করেন তাহলে আপনাকে এই সমস্যায় পড়তে হবেনা ৷ সেক্ষেত্রে আপনি যদি গুগলে গিয়ে “ইন্ডিয়ান রিয়েল স্টেট কোম্পানি”- লিখে সার্চ দেন।
  4. তাহলে আপনি শুধুমাত্র ইন্ডিয়াতে থাকা রিয়েল স্টেট কোম্পানি এর লিষ্ট দেখতে পারবেন। 

তো যদি আপনি লিড জেনারেশন এর কাজ করতে চান। তাহলে এইভাবে আপনাকে বিভিন্ন টিপস এন্ড ট্রিকস অনুসরন করতে হবে। 

Lead Generation From Social Media 

আজকের দিনে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি।

কেউ ফেসবুক ব্যবহার করি আবার কেউ কেউ ফেসবুক এর পাশাপাশি টুইটার, লিংকডইন এর মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করি।

আর যারা নিয়মিত এই Social Media গুলো ব্যবহার করেন। তারা বেশ ভালোভাবে জেনে থাকবে যে, এই ধরনের সোশ্যাল প্লাটফর্ম গুলো ব্যবহার করার জন্য একটি করে Social media account তৈরি করতে হয়।

আর প্রতিটা সোশ্যাল মিডিয়া একাউন্ট তৈরি করার জন্য আমাদের পারসোনাল ডেটা প্রদান করতে হয়। যেমন, নিজের নাম, ঠিকানা, ইমেইল এড্রেস, ফোন নম্বর ইত্যাদি।

আপনি আরো পড়তে পারেন…

আর আমরা অনেকেই নিজের সুরক্ষার জন্য সোশ্যাল একাউন্টে দেয়া পারসোনাল ইনফরমেশন গুলোকে হাইড করে রাখি। কিন্তুু অবাক করার বিষয় হলো, বর্তমানে আপনি এমন অনেক ধরনের Online Tools পাবেন।

যার মাধ্যমে হাইড করে রাখা এই ডেটা গুলো সম্পর্কে জানতে পারা যায়। 

Lead Generation From Other Search 

তো লিড জেনারেশন এর জন্য গুগল সার্চ এবং সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আরো অনেক ধরনের মাধ্যম আছে। যেগুলোকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন ধরনের ডেটা কে সংগ্রহ করতে পারবেন।

যেমন, আজকের দিনে Yelp নামক এক ধরনের বিশেষ সার্চ ইঞ্জিন আছে। যাকে কাজে লাগিয়ে আপনি প্লাম্বার, রেস্টুরেন্ট, হোম সার্ভিস এর মতো অনেক গুরুত্বপূর্ণ তথ্য কে সংগ্রহ করতে পারবেন।

ঠিক একইভাবে ভিন্ন ভিন্ন সার্চ ইঞ্জিন কে ভিন্ন কাজের উদ্দেশ্য তৈরি করা হয়েছে।

যেমন, আপনাকে যদি এখন বলা হয় যে, আমেরিকাতে থাকা ভালো ভালো খাবার রেস্টুরেন্ট গুলোর একটা তালিকা তৈরি করতে।

এখন আপনি যদি এই কাজের জন্য গুগলে সার্চ করেন। তাহলে আপনি যেটুকু তথ্য সংগ্রহ করতে পারবেন ৷

তার চেয়ে অধিক তথ্য পাবেন যদি আপনি এই কাজের জন্য আলাদা ভাবে তৈরি করা অন্য কোনো সার্চ ইঞ্জিনে খুজে থাকেন। 

লিড জেনারেশনের কাজ গুলা কি ?

যদি আপনি টাকা আয়ের উদ্দেশ্য Lead Generation এর কাজ করে থাকেন। তাহলে কিন্তুু আপনাকে বিভিন্ন ধাপে ধাপে কাজ করতে হবে।

কেননা, পৃথিবীতে সৃষ্ট প্রতিটা কাজের সফলতা এবং ব্যর্থতা এই দুটো দিক আছে। আর আপনি যদি লিড জেনারেশন এর ধাপ গুলো কে সঠিক ভাবে অনুসরন করতে পারেন ৷

তাহলে আপনি এই কাজে সফলতা অর্জন করতে পারবেন ৷ কিন্তুু আপনি যদি এর সকল ধাপ কে সঠিকভাবে অনুসরন করতে না পারেন ৷ তাহলে কিন্তুু আপনার কপালে ব্যর্থতা ছাড়া কিছুই জুটবে না ৷

তবে জানার বিষয় হলো যে, আপনাকে এমন কি কি ধাপ অনুসরন করতে হবে যেগুলো লিড জেনারেশন এর জন্য অতি গুরুত্বপূর্ণ।

তো চলুন এবার সে বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক। 

First Step For Lead Generation 

যখন কেউ আপনাকে কোনো লিড জেনারেট করতে বলবে তখন আপনাকে সেই লিডের উদ্দেশ্যে কে খুজে বের করতে হবে।

আর যে আপনাকে লিড জেনারেশন এর কাজ দিবে তার চাহিদা কে বুঝে নিতে হবে। যেমন ধরুন, আমি আপনাকে বাংলাদেশের গার্মেন্টস কোম্পানির ইমেল গুলো কে সংগ্রহ করতে বললাম।

এখন আপনাকে শুধুমাত্র ঐ ইমেল গুলোকে কালেক্ট করলেই হবে। এর বাইরে আপনাকে বাড়তি কিছু করার দরকার হবেনা। 

Second Step For Lead Generation 

দ্বিতীয় ধাপে আপনাকে লিড জেনারেট করার জন্য আপনাকে নির্দিষ্ট প্লাটফর্ম কে বাছাই করতে হবে।

যেমন, আপনাকে বুঝে নিতে হবে যে, আপনার টার্গেট করা লিড এর ডেটা গুলো কোন মাধ্যমে খুজে নিবেন।

আপনি চাইলে সেই ডেটা গুলো Google কিংবা অন্যান্য Social Media থেকে কালেক্ট করতে পারবেন ৷ তো সেটি মূলত নির্ভর করবে আপনি আসলে কোনো ধরনের লিড জেনারেট করতে চাচ্ছেন তার উপর ৷ 

Third Step For Lead Generation 

তৃতীয় ধাপে আপনাকে মূল কাজটি করতে হবে। সেটি হলো আপনাকে সেই ডেটা গুলোকে কালেক্ট করতে হবে।

যেমন, কোনো ব্যক্তি বা কোম্পানির নাম, ইমেল এড্রেস, মোবাইল নম্বর ইত্যাদি সংগ্রহ করতে হবে।

তবে এক্ষেত্রে আপনি একটু বিপাকে পড়ে যাবেন ৷ কেননা, আপনি চাইলেও এই ডাটা গুলো উন্মুক্ত অবস্থায় পাবেন না।

কারণ কেউ এই ডেটা গুলোকে সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে রাখেনা।

হয়তবা আপনি নাম খুজে পেলেন কিন্তুু দেখা যাবে তাদের ইমেল এড্রেস কিংবা ফোন নম্বর গুলো হাইড করে রাখা আছে। 

Forth Step For Lead Generation 

তো যখন আপনি অন্য কারো ডেটা কালেকশন করতে যাবেন। তখন আপনি সব ধরনের ডেটা নাও পেতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে হতাশ না হয়ে বরং বেশ কিছু টিপস অনুসরন করতে হবে।

যে টিপস গুলো অনুসরন করে আপনি আপনার প্রয়োজনীয় লিড জেনারেট করার জন্য ডেটা গুলো কে কালেক্ট করতে পারবেন ৷

যেমন, আপনি কোনো একটি নির্দিষ্ট ব্যক্তির ডেটা কালেক্ট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে তার অথোর আইডিতে প্রবেশ করতে হবে।

এবং আপনাকে ভিউ সোর্স ব্যবহার করে তার যাবতীয় তথ্য কালেক্ট করতে হবে৷ আর এভাবে আপনি অধিকাংশ ব্যক্তির তথ্য কালেক্ট করতে পারবেন ৷ 

Fifth Step For Lead Generation 

যদি আপনি উপরের পদ্ধতি অনুসরন করে কাঙ্খিত ডেটা ম্যানেজ করতে না পারেন। তাহলে আপনার সর্বশেষ কাজ হলো Lead Generation Tools ব্যবহার করা।

কেননা, টুলস ব্যবহার করে এই ধরনের কাজ গুলো আপনি খুব সহজেই করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনি দুই ধরনের টুলস পাবেন।

যেমন, একটি হলো ফ্রি টুলস এবং অন্যটি হলো পেইড টুলস। আপনি যদি লিড জেনারেট করার জন্য ফ্রি টুলস ব্যবহার করেন ৷

তাহলে আপনার জন্য অনেক বাধ্যবাধকতা থাকবে। আর পেইড টুলস এর মাধ্যমে আপনি সব ধরনের ফিচার ব্যবহার করতে পারবেন। 

লিড জেনারেশন কত প্রকার ? | Kind Of Lead Generation 

তো আমি শুরুতেই একটা কথা বলেছি যে, আজকের আর্টিকেলে আমি লিড জেনারেশন এর সমস্ত খুটিনাটি বিষয় গুলোকে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।

সেই কারনে এবার আমি আপনাকে জানাবো যে, লিড জেনারেশন কত প্রকার ও কি কি। চলুন এবার এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

দেখুন আপনি যদি একান্তভাবে লিড জেনারেশন কত প্রকার তা জানতে চান। তাহলে আমি বলবো যে, লিড জেনারেশন কে মূলত চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমনঃ

  1. মার্কেটিং কোয়ালিফাইড লিড(MQL)
  2. সেলস কোয়ালিফাইড লিড (SQL)
  3. প্রোডাক্ট কোয়ালিফাইড লিড (PQL)
  4. সার্ভিস কোয়ালিফাইড লিড (SQL)

তো আপনি যদি শুধুমাত্র এই চার প্রকার লিড জেনারেশন এর নাম শুনেই চলে যান। তাহলে আপনি তেমন কিছুই বুঝতে পারবেন না ৷

কারণ উপরে উল্লেখ করা চার প্রকার এর লিড জেনারেশন এর কাজের ক্ষেত্রেও অনেকটা ভিন্নতা রয়েছে। চলুন এবার সেগুলো সম্পর্কে জেনে নেয়া যাক। 

মার্কেটিং কোয়ালিফাইড লিড কি ?

Marketing Qualified Lead হলো সেই সব প্রক্রিয়া যেখানে আপনার টার্গেট করা মানুষ গুলো আপনার পন্য বা প্রোডাক্ট সম্পর্কে জানা অবধি থাকে।

যেমন ধরুন আপনি একটা ক্যাম্পেইন চালু করলেন। আর সেটি কাস্টমাররা সেটি দেখলো এবং কিছুক্ষন অপেক্ষা করলো। মূলত একে বলা হয়ে থাকে, মার্কেটিং কোয়ালিফাইড লিড (MQL).

সেলস কোয়ালিফাইড লিড কি ? 

Sells Qualified Lead হলো আপনি যেসব কাস্টমার কে টার্গেট করে কোনো প্রোডাক্ট এর প্রোমোশন করবেন ৷ সেই কাস্টমার যখন আপনার পন্যের প্রতি আগ্রহ প্রকাশ করবে।

এবং সেই পন্যে সম্পর্কে জানার জন্য আপনার ওয়েবসাইট এ সময় ব্যয় করবে ৷ তখন তাকে বলা হবে, সেলস কোয়ালিফাইড লিড (SQL).

প্রোডাক্ট কোয়ালিফাইড লিড কি ? 

Product Qualified Lead হলো সেই প্রক্রিয়া, যেখানে আপনার প্রোমোট করা পন্য গুলো কে কাস্টমাররা ফ্রি ট্রায়াল ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করবে।

এর পাশাপাশি আপনার সেই প্রোডাক্ট এর গুনাগুন কিংবা ভালো লাগার মতো দিক গুলো সম্পর্কে মতামত প্রদান করবে৷ আর এই প্রক্রিয়া কে বলা হয়, প্রোডাক্ট কোয়ালিফাইড লিড (PQL).

সার্ভিস কোয়ালিফাইড লিড কি ? 

Service Qualified Lead হলো সেই প্রক্রিয়া, যেখানে আপনার পন্যের ফ্রি ট্রায়াল ব্যবহার করার পর কাস্টমার আপনার পন্যের পেইড সার্ভিস ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করে ৷

এবং আপনার পন্য কিনে নিতে চায়। মূলত এই ধরনের লিড গুলো কে বলা হয়, সার্ভিস কোয়ালিফাইড লিড (SQL).

লিড জেনারেশন করে টাকা ইনকাম করার উপায়

তো উপরের আলোচনা গুলো সম্পর্কে বিস্তারিত জানার পর এবার আমি আপনাকে মূল টপিক নিয়ে আলোচনা করবো ৷ সেটি হলো, আপনি যদি নিজেকে  লিড জেনারেশন এর কাজে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন।

তাহলে আপনি কিভাবে এই কাজ থেকে টাকা আয় করতে পারবেন ৷ এবং এই কাজে আপনি মাসে কি পরিমান টাকা আয় করতে পারবেন। চলুন এবার সে বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।

দেখুন আজকের দিনের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে Lead Generation বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কেননা, এই কাজগুলো মূলত ১০ ডলার থেকে শুরু করে হাজার ডলার পর্যন্ত আয় করা সম্ভব।

আপনি আরো পড়তে পারেন…

তবে এই কাজ গুলো তুলনামূলক ভাবে অনেক সহজ হওয়ার কারনে প্রতিযোগীতা অনেক বেশি। কিন্তুু এই কাজ গুলো করার জন্য দক্ষ লোকের অভাব বরাবরই রয়েছে।

আর আপনি যদি অনলাইনে থাকা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে নিজেকে একজন দক্ষ লিড জেনারেশন করার কাজে পরিচিত করতে পারেন।

তাহলে আপনিও সহজ এই কাজটি করে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করে নিতে পারবেন।

তাই শুধুমাত্র টাকার পেছনে না ছুটে সহজ এই কাজে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার চেস্টা করুন৷ তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবেনা। 

লিড জেনারেশন কি নিয়ে আমাদের শেষকথা 

Bangla it blog এর মাধ্যমে আমি আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন বিষয় গুলোকে সহজভাবে তুলে ধরার চেস্টা করি।

ঠিক তেমনিভাবে আজকে আমি লিড জেনারেশন কে পরিস্কারভাবে আলোচনা করেছি।

আশা করি আপনি যদি আজকের এই আর্টিকেল টি মন দিয়ে পড়েন।

তাহলে আপনার মনে আর Lead Generation নিয়ে কোনো প্রকার প্রশ্নের অবকাশ থাকবে না। আর এমন সব অজানা বিষয় কে সহজভাবে জানতে হলে, আমাদের সাথেই থাকুন। 

6 thoughts on “লিড জেনারেশন কি ? কিভাবে Lead Generation করে টাকা আয় করে”

  1. Khub valo laglo. Onk sundor vabe bujhlam. Vaiya apner mail no din plz. Amar kichu question chilo?
    Name. Rakib
    G Male
    Y 24

    1. আপনার কোনো কিছু জানার থাকলে এখানে কমেন্ট করুন। অথবা অতিরিক্ত প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন।
      ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top