এস এস সি পরীক্ষার রুটিন ২০২১ | এসএসসি পরীক্ষা ২০২১ এর সময়সূচি ডাউনলোড

করোনা প্রকোপে দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। কিন্তুু অটোপাশের ভার যেন অন্যান্য শিক্ষার্থীদের বহন করতে না হয়।

সেজন্য বেশ কড়াকড়ি নিয়ম কানুনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

এস এস সি পরীক্ষার রুটিন ২০২১ | এসএসসি পরীক্ষা ২০২১ এর সময়সূচি ডাউনলোড
এস এস সি পরীক্ষার রুটিন ২০২১ | এসএসসি পরীক্ষা ২০২১ এর সময়সূচি ডাউনলোড

এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পাশাপাশি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ২০২১ সালের এস এস সি পরীক্ষার রুটিন

যদি আপনি এখনও এস এস সি পরীক্ষার রুটিন ২০২১ ডাউনলোড করে না থাকেন। তাহলে আজকের এই আর্টিকেলটি থেকে খুব সহজেই আপনার SSC Routine 2021 Download করে নিতে পারবেন। 

২০২১ সালের এসএসসি পরীক্ষা কবে হবে? 

লোকমুখে হরহামেশাই অটোপাশ এর গুঞ্জন শোনা গেলেও বাস্তবে কিন্তুু SSC Batch 2021 এর অটোপাশ হওয়ার মতো কোনো প্রকার সুযোগ নেই।

এখনও যদি আপনি ধারনা করেন যে আপনি অটোপাশ নিয়ে পার পেয়ে যাবেন। তাহলে বলবো আপনার ধারনা সম্পূর্ন ভুল।

কারন যেহুতু শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে৷ সেহুতু আপনার ssc exam 2021 অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত।

এবং শিক্ষা মন্ত্রনালয় থেকে একটি বিজ্ঞপ্তিতে এটা ষ্পষ্টভাবে বলা হয়েছে যে, ২০২১ সালের এস এস সি পরীক্ষা চলতি বছরের ১৪ই নভেম্বর রোজ বরিবার থেকে শিক্ষার্থীরা তাদের নির্ধারিত কেন্দ্র থেকে পরীক্ষা দিতে পারবে।

তাই এখনও যদি আপনার মনে অটোপাশ নেয়ার চিন্তা ধারা থাকে। তাহলে সেই চিন্তা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলুন। এবং যথেষ্ট মনোযোগ দিয়ে আপনার একাডেমিক পড়াশোনা শুরু করে দিন ৷

নাহলে আপনি আপনার ssc exam 2021 এর প্রস্তুতি ভালোভাবে নিতে পারবেন না। যার ফলে আপনি এসএসসি ২০২১ এ ভালো ফলাফল করতে পারবেন না। 

২০২১ সালের এস এস সি পরিক্ষার রুটিন কবে প্রকাশ হয়েছে?

যেহুতু আপনি একজন শিক্ষার্থী। সেহুতু আপনার পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য গুলো জেনে নেয়াটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।

কেননা, সব বিষয়ে অলসতা করা গেলেও আপনার লেখাপড়া করার বিষয়ে কোনো প্রকার আলসেমি করা উচিত নয়। এতে করে আপনি নিজেই আপনার ক্ষতি করে ফেলবেন।

তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, ২০২১ সালের এস এস সি পরীক্ষার রুটিন কবে প্রকাশিত হয়েছে? -চলুন এবার সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

অনলাইন থেকে টাকা ইনকাম করার উপায়

করোনাকালে যখন দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। তখন এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের মনে পরীক্ষা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছিলো।

কেননা, কবে এই ssc exam 2021 অনুষ্ঠিত হতে পারে। সে বিষয়ে কোনো প্রকার তথ্য শিক্ষা মন্ত্রনালয় থেকে পাওয়া যায়নি।

কিন্তুু যখন আমাদের শিক্ষামন্ত্রী ডা দিপু মনি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ দেন ৷ ঠিক তার কয়েকদিন পরেই ২০২১ সালের এসএসসি পরীক্ষা রুটিন প্রকাশ করেন ৷

এবং ২৭/০৯/২০২১ তারিখে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ssc exam routine 2021 সবার জন্য উন্মুক্ত করে দেন। 

সব বোর্ডের এস এস সি পরীক্ষার রুটিন কি একই?

যেহুতু পূর্বের দিনগুলোতে কখনও কখনও একই রুটিনে সব শিক্ষাবোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হতো। আবার কখনও কখনও ভিন্ন ভিন্ন রুটিনে বিভিন্ন বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হতো।

এখন এই কারনে আমাদের অনেকের মধ্যে একটি প্রশ্ন জেগে থাকতে পারে ৷ তাহলো, সব বোর্ডের এস এস সি পরীক্ষার রুটিন কি একই হবে কিনা।

তো আমার মনে হয় এ বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা করা উচিত। যাতে আপনার বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়।

দেখুন অতীতে যা হবার হয়ে গেছে। কিন্তুু চলতি বছরে অর্থ্যাৎ ২০২১ সালের এসএসসি পরীক্ষা কিন্তুু একই রুটিনে হবে না। কারন শিক্ষা মন্ত্রনালয় থেকে এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে, প্রত্যেকটা শিক্ষা বোর্ডের রুটিন আলাদা আলাদা হবে।

এবং সম্পৃুর্ন আলাদা আলাদা ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেমন, যারা ভোকেশনাল বোর্ড থেকে পরীক্ষা দিবেন। তাদের জন্য আলাদা রুটিনে পরীক্ষা নেওয়া হবে। আবার যারা দাখিল অর্থ্যাৎ মাদ্রাসা বোর্ড থেকে পড়াশোনা করেছেন।

তাদের জন্য আলাদা রুটিনে পরীক্ষা নেওয়া হবে। তাই আপনি এ চিন্তা নিয়ে থাকবেন না যে, চলতি বছরে একই রুটিনে সব বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি পরীক্ষার মানবন্টন ২০২১

যেকোনো পরীক্ষার মানবল্টন বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার কারনে যারা এখনও অধ্যায়নরত আছেন। তাদের এই বিষয়টিকে অনেক গুরুত্ব দেওয়া উচিত।

নাহলে আপনার অনেক ক্ষেএে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। তো চলুন এবার জেনে নেয়া যাক এসএসসি পরীক্ষার মানবল্টন ২০২১ সম্পর্কে।

সচারাচর পরীক্ষায় মূলক দুটি অংশ থাকে। একটি হলো লিখিত পরীক্ষা এবং অন্যটি হলো ব্যবহারিক পরীক্ষা। এটা তো কমন একটা বিষয়, যা আমরা প্রত্যেকেই জানি ৷

তবে লিখিত পরীক্ষাকে আবার মোট দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে একটি হলো, লিখিত পরীক্ষা এবং অন্যটি হলো লিখিত MCQ পরীক্ষা।

তবে চলতি বছরে শিক্ষা মন্ত্রনালয় থেকে একটা বিষয় সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তা হলো নবম এবং দশম শ্রেনীতে থাকা আইসিটি বিষয়।

আপনি যদি SSC Batch 2021 এর স্টুডেন্ট হয়ে থাকেন। তাহলে আপনাকে এই বিষয়টি বাধ্যতামূলক হিসেবে গ্রহন করতে হবে। 

এসএসসি রুটিন ২০২১ (সংক্ষিপ্ত আলোচনা) 

আজকের এই আর্টিকেল থেকে আপনি পূর্নাঙ্গ ভাবে ssc routine 2021 সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এছাড়াও আজকের আর্টিকেল থেকে আপনি খুব সহজেই আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ssc routine 2021 download করে নিতে পারবেন।

তবে আপনার বোঝার সুবিদার্থে আমি পুরো এসএসসি রুটিন ২০২১ কে একটু হাইলাইট করে আলোচনা করবো। যেন আপনি সহজেই সবগুলো তথ্য গুলোকে মাথায় রাখতে পারেন। যেমনঃ 

Important Time Table for SSC Examiners

1 এসএসসি রুটিন ২০২১ প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০২১ সাল
2 লিখিত পরীক্ষা শুরু হবেঃ- ১৪ই নভেম্বর ২০২১ সাল
3 লিখিত পরীক্ষা শেষ হবেঃ- ২৩ই নভেম্বর ২০২১ সাল
4 পরীক্ষা শুরু হওয়ার সময়ঃ সকাল ১০ টার সময় শুরু হবে
5 পরীক্ষা শেষ হওয়ার সময়ঃ সকাল ১১: ৩০ মিনিটে শেষ হবে
7 বিকালে পরীক্ষা শুরু হওয়ার সময়ঃ দুপুর ২ টার সময় শুরু হবে
8 বিকালে পরীক্ষা শেষ  হওয়ার সময়ঃ দুপুর ৩: ৩০ মিনিটে পরীক্ষা শেষ হবে
9 পরীক্ষার মোট সময় ১ ঘন্টা ৩০ মিনিট
10 ব্যবহারিক পরীক্ষা শুরু পরে জানানো হবে
11 ব্যবহারিক পরীক্ষা শেষ হবেঃ- পরে জানানো হবে
12 এসএসসি ২০২১ ফলাফল প্রকাশের তারিখঃ- ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে।

তো এটি ছিলো এসএসসি পরীক্ষার রুটিন ২০২১ এর হাইলাইট।

 

এসএসসি রুটিন ২০২১ বিস্তারিত তথ্যঃ- 

আর্টিকেলর শেষের দিকে আমি আপনাকে এস এস সি পরীক্ষার পিকচার রুটিন এবং SSC Exam Routine PDF  সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।

তারপরও আমি আপনার কথা চিন্তা করে আমি আপনাদের সেই রুটিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

যেমন, আপনাদের পরীক্ষা কত তারিখে কোন কোন সাবজেক্ট নিয়ে Exam অনুষ্ঠিত হবে। দিনে কয়টা করে পরীক্ষা হবে।

এইসব বিষয়গুলো নিয়ে এবার বিস্তারিত ভাবে আলোচনা করবো। যেন আপনার রুটিন সম্পর্কে একটা ক্লিয়ার ধারনা আসে। তো চলুন তাহলে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। 

_______________________

বিষয়ঃ- পদার্থবিজ্ঞান 

কোডঃ- ১৩৬ 

তারিখঃ ১৪/১১/২০২১

দিনঃ রবিবার

_______________________

বিষয়ঃ- বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা 

কোডঃ- ১৫৩ 

তারিখঃ ১৫/১১/২০২১

দিনঃ সোমবার

_______________________

বিষয়ঃ- হিসাববিজ্ঞান  

কোডঃ- ১৪৬ 

তারিখঃ ১৫/১১/২০২১

দিনঃ সোমবার

_______________________

বিষয়ঃ- রসায়ন  

কোডঃ- ১৩৭ 

তারিখঃ ১৬/১১/২০২১

দিনঃ মঙ্গলবার 

_______________________

বিষয়ঃ- শারিরীক শিক্ষা ও ক্রিয়া  

কোডঃ- ১৩৩

তারিখঃ ১৮/১১/২০২১

দিনঃ বৃহষ্পতিবার

_______________________

বিষয়ঃ- ভূগোল ও পরিবেশ  

কোডঃ- ১৩৭ 

তারিখঃ ২১/১১/২০২১

দিনঃ রবিবার

_______________________

বিষয়ঃ- ফিন্যান্স ও ব্যাংকিং

কোডঃ- ১৫২ 

তারিখঃ ২১/১১/২০২১

দিনঃ রবিবার

_______________________

বিষয়ঃ- উচ্চতর গনিত

কোডঃ- ১২৬

তারিখঃ ২২/১১/২০২১

দিনঃ সোমবার

_______________________

বিষয়ঃ- জীববিজ্ঞান 

কোডঃ- ১২৬

তারিখঃ ২২/১১/২০২১

দিনঃ সোমবার

_______________________

বিষয়ঃ- পৌরনিতি ও নাগরিকতা

কোডঃ- ১৪০

তারিখঃ ২৩/১১/২০২১

দিনঃ মঙ্গলবার 

_______________________

বিষয়ঃ- অর্থনীতি

কোডঃ- ১৪১

তারিখঃ ২৩/১১/২০২১

দিনঃ মঙ্গলবার

_______________________

বিষয়ঃ- ব্যবসার উদ্যোগ

কোডঃ- ১৪৩

তারিখঃ ২৩/১১/২০২১

দিনঃ মঙ্গলবার

_______________________

তো এগুলো ছিলো এস এস সি পরীক্ষার রুটিন ২০২১ এর বিস্তারিত আলোচনা। আশা করি এই রুটিনটি আপনি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন ৷

আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন৷ আমি আপনার সমস্যার সমাধান করার জন্য সর্বদাই প্রস্তুত আছি। 

এস এস সি রুটিন ২০২১ ডাউনলোড

যেহুতু আপনি একজন পরীক্ষার্থী, সেহুতু অবশ্যই আপনাকে এসএসসি রুটিন ২০২১ ডাউনলোড করে রাখতে হবে। কেননা, এই রুটিন দেখার জন্য বারবার অনলাইনে আসা বেশ বিরক্তিকর একটি কাজ।

তো আপনার সুবিধার কথা চিন্তা করে আমি আপনাকে SSC Exam Routine image এবং PDF Routine ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।

এবং আপনি আপনার সময় ও সুবিধামতো ডাউনলোড করে নিতে পারবেন।

এসএসসি রুটিন ২০২১ ডাউনলোড পিকচার

এস এস সি পরীক্ষার রুটিন ২০২১ । এস এস সি পরিক্ষা ২০২১
২০২১ সালের এস এস সি পরীক্ষার রুটিন

SSC Exam 2021 Routine Pdf Download Link:- 

Download SSC Exam PDF Roitine 2021

এসএসসি দাখিল পরীক্ষার রুটিন ২০২১

এবার আমি  dakhil exam rotine 2021 নিয়ে আলোচনা করবো। কারন আমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে, যারা মূলত দাখিল/মাদ্রাসাতে পড়ে।

তো তাদের জন্য এবার দাখিল পরীক্ষার রুটিন ২০২১ নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করবো। যেন তারা খুব সহজেই dakhil exam rotine 2021 download করে নিতে পারে। 

২০২১ সালের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ই নভেম্বর এবং শেষ ২১ই নভেম্বর ২০২১ তবে তাদের বিকালে কোন পরীক্ষা নাই।

যারা দাখিল পরীক্ষা দিবে তাদের সময় ১ ঘণ্টা ৩০ মিনিট করে পাবে।

পরিক্ষা শুরু হবে সকাল ১০ঃ০০ টা এবং শেষ সকাল ১১.৩০ মিনিটে।

এসএসসি দাখিল পরীক্ষার রুটিন ২০২১ ডাউনলোডঃ- 

২০২১ সালের দাখিল পরীক্ষার রুটিন
২০২১ সালের দাখিল পরীক্ষার রুটিন

Dakhil Exam Routine 2021 Pdf Download: 

Dakhil Exam PDF Routine Download

তো আপনাদের মধ্যে যারা যারা মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দিবেন।

তারা উপরের লিংক গুলো থেকে আপনাদের প্রয়োজনীয় পরীক্ষার রুটিন ডাউনলোড করে নিতে পারবেন৷ কেননা, এই রুটিন অনুযায়ী আপনার আগামীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এস এস সি ভোকেশনাল পরীক্ষার রুটিন ২০২১

উপরে আপনি জেনারেল এবং দাখিল এসএসসি পরীক্ষার রুটিন ২০২১ এর ডাউনলোড লিংক দেখতে পেয়েছেন।

এখন আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা মূলত কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় লেখাপড়া করেছে ৷

মানে তারা ভোকেশনাল থেকে শিক্ষা কন্টিনিউ করেছে৷ তো তাদের জন্য যে রুটিন পাবলিশ করা হয়েছে৷ সে নিয়ে এবার বিস্তারিত আলোচনা করা হবে।

এবং আপনি Karigori SSC exam routine 2021 download করে নিতে পারবেন। 

ভোকেশনাল এসএসসি পরীক্ষার রুটিন ২০২১

২০২১ সালের ভোকেশনাল এসএসসি পরীক্ষার রুটিন ২০২১ এখনো শিক্ষা মন্ত্রালনয় প্রকাশ করে নাই । তবে এই মাসের যে কোন দিন প্রকাশ করবে।

Karigori SSC Exam Routine 2021 

এস এস সি পরীক্ষার রুটিন ২০২১ এর নির্দেশনাবলি 

তো আমরা সবাই জানি যে, প্রতিটা পরীক্ষার জন্য কিছু নিয়ম কানুন দেওয়া থাকে। যেগুলো প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই মেনে চলতে হবে।

তেমনিভাবে আপনি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকেন। তাহলে আপনাকেও সেই নিয়ম কানুন গুলো মেনে চলতে হবে। যেমনঃ 

০১| যেহুতু করোনার মহামারি এখনও শেষ হয়নি। সেহুতু অবশ্যই আপনাকে যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনে তারপর পরীক্ষা কেন্দ্রে যেতে হবে।

০২| পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই আপনাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। মনে রাখবেন আপনি যদি পরীক্ষা কেন্দ্রে দেরিতে পৌঁছান। তাহলে আপনারই ক্ষতি হবে। 

০৩| প্রত্যেকটা পরীক্ষার সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট করে। অর্থ্যাৎ চলতি বছরে কোনো ৩ ঘন্টা সময় নিয়ে পরীক্ষা নেয়া হবে না।

০৪| লিখিত পরীক্ষার পরে যে MCQ এবং CQ পরিক্ষার সময় আগে যেমন বিরতি দেয়া হতো। এই সালে আপনারা সেই বিরতি নিতে পারবেন না। 

০৫| প্রত্যেকটা পরিক্ষা কেন্দ্রে অলিখিত উওরপএ এবং বহুনির্বাচনি প্রশ্নের OMR শিট সকাল ৯ঃ৩০ মিনিটে প্রদান করা হবে। 

০৬| সকাল ১০ টার মধ্যে বহুনির্বাচনি প্রশ্ন বিতরন করা হবে। 

০৭| সকাল ১০ঃ১৫ মিনিটে বহুনির্বাচনি প্রশ্নপএ এবং সৃজনশীল প্রশ্ন পরীক্ষার্থীদের মধ্যে বিতরন করা হবে। 

০৮| দুপুরের পরীক্ষার ক্ষেএে সময় কিছুটা ভিন্ন হবে। 

০৯| প্রত্যেকটা পরিক্ষা কেন্দ্রে অলিখিত উওরপএ এবং বহুনির্বাচনি প্রশ্নের OMR শিট দুপুর ১ঃ৩০ মিনিটে প্রদান করা হবে।

১০| দুপুর ২ টার মধ্যে বহুনির্বাচনি প্রশ্ন বিতরন করা হবে।

১১| দুপুর ২ঃ১৫ মিনিটে বহুনির্বাচনি প্রশ্নপএ এবং সৃজনশীল প্রশ্ন পরীক্ষার্থীদের মধ্যে বিতরন করা হবে। 

১২| যেসব ছাএ ছাএীরা চলতি বছরে এসএসসি পরীক্ষা দিবে। তারা তাদের নিজে দায়িত্বে প্রবেশপএ ৩ দিন পূর্বে তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। 

১৩| শিক্ষার্থীদের দেওয়া OMR শিটে তাদের নিজস্ব রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর গুলো নিজে দায়িত্বে সটিকভাবে পূরন করতে হবে। মনে রাখবেন এই শিটগুলো পূরন করার সময় যেন কোনো ভাবেই ভুল না হয়। 

১৪| উওরপএের বৃও ভরাট করার সময় কোনো খাতার মধ্যে কোনো প্রকার ভাঁজ থাকা, কিংবা কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত কালির দাগ থাকা চলবে না।

১৫| মনে রাখবেন এখানে আপনাকে লিখিত এবং বহুনির্বাচনি পরীক্ষা দিতে হবে ৷ এবং লিখিত পরীক্ষাতে আপনাকে নির্দিষ্ট পাস মার্ক তুলতে হবে।

এবং বহুনির্বাচনি পরীক্ষাতে আপনাকে আলাদা ভাবে পাস মার্ক তুলতে হবে ৷ অর্থ্যাৎ, দুটোর জন্য আপনাকে নির্দিষ্ট পরিমান পাস মার্ক অর্জন করতে হবে।

১৬| যেদিন যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনাকে সেদিন সেই পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে ৷ আপনি কোনো ভাবে অন্য কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন না।

১৭| আপনি কোনো পরীক্ষা নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিতে পারবেন না। আপনার জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে গিয়ে স্ব শরীরে অংশগ্রহন করতে হবে।

অন্যথায় আপনার পরীক্ষার খাতা কে মূল্যায়ন করা হবে না।

১৮| পরীক্ষায় অংশগ্রহন করার পূর্বে অবশ্যই আপনার কাছে প্রবেশপএ থাকতে হবে। যদি আপনার কাছে সঠিক প্রবেশপএ না থাকে। তাহলে আপনি উক্ত পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন না। 

১৯| একজন পরীক্ষার্থী তার পরীক্ষা কেন্দ্রে শুধুমাএ সাধারন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে ৷ কিন্তুু আপনি যদি কোনো প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করেন।

তাহলে কিন্তুু আপনি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

২০| একজন পরীক্ষার্থী তাদের পরীক্ষা দেয়ার সময় কোনো প্রকার মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

যদি আপনি পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহার করেন। তাহলে আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উপায় 

যেহুতু আপনি একজন পরীক্ষার্থী এবং আপনার পরীক্ষাও অনেক সন্নিকটে। সেহুতু আপনার পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কিছু টিপস এন্ড ট্রিকস জেনে নেয়া উচিত।

যেগুলো ফলো করলে আপনি অন্যান্যদের তুলনায় অনেক ভালো মার্কস তুলতে পারবেন। এবং আপনার বাবা মা এর মুখে হাসি ফোটাতে পারবেন।

তাছাড়া আমাদের সবারই ইচ্ছা থাকে যে পরীক্ষাতে ভালো রেজাল্ট করার। কিন্তুু আপনি জানলে অবাক হয়ে যাবেন কারন পড়াশোনা করার জন্য এমন কিছু গোপন টিপস আছে। যেগুলো একজন ছাএ বা ছাএী মেনে চলতে পারে।

তাহলে সে খুব সহজেই যে কোনো পরীক্ষাতে অনেক ভালো মার্কস তুলতে পারবে।

লনায় পরীক্ষাতে ভালো নম্বর পাবেন৷ তো চলুন এবার জেনে নেয়া যাক, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা গুলো সম্পর্কে। 

০১| পরীক্ষার খাতাকে সুন্দরভাবে উপস্থাপন করা

প্রবাদে আছে প্রথমে দর্শনধারী এবং পরে আসে গুনবিচারি। আর এ কথাটি আপনি শতভাগ মিল পাবেন আপনার পরীক্ষার খাতার মাধ্যমে।

একটি পরীক্ষায় খাতায় আপনি যদি সুন্দর এবং সাবলীলতা বজায় রাখতে পারেন। তাহলে কিন্তুু আপনার খাতা যে শিক্ষক নিরিক্ষন করবে ৷ তার কাছে বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাবে।

তবে জানার বিষয় হলো যে, কিভাবে আপনি আপনার পরীক্ষার খাতাকে সুন্দর এবং সাবলীল করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনাকে বেশ কিছু টিপস অনুসরন করতে হবে ৷ যেমনঃ

  • খাতায় আপনি যা কিছু লিখুন না কেন৷ আপনার হাতের লেখা যেন সুন্দর এবং ষ্পষ্ট হয়৷ সেদিকে যথেষ্ট নজর রাখতে হবে। 
  • আমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে ৷ যারা মূলত উওর লেখার সময় অনেক কাটাকাটি করে থাকে ৷ কিন্তুু এই কাজটি থেকে আপনার বিরত থাকা উচিত ৷ কেননা এতে করে খাতার সাবলীলতা নষ্ট হয়ে যায়। 
  • খাতার মধ্যে যাই লিখুন না কেন। চেস্টা করবেন যেন আপনার লেখা গুলো সুন্দর করে প্যারা সিস্টেমে থাকে ৷ এবং একটি প্যারা থেকে অন্য প্যারার যথেষ্ট গ্যাপ থাকে ৷ 
  • আমাদের মধ্যে এমন অনেকেই আছেন। যারা প্রশ্নপএের শুরু থেকে শেষ অবধি সিরিয়ালি লেখার চেস্টা করি ৷ কিন্তুু খাতার শুরুর দিকে আপনার সেইসব প্রশ্নের উওর করা উচিত।
  • যেগুলো সম্পর্কে আপনি সঠিকভাবে লিখতে পারবেন।

তো আপাততো এই কয়েকটি বিষয় এর দিকে নজর রাখলে আপনি অন্যদের তুলনায় আপনার পরীক্ষার খাতা কে অনেক সুন্দর এবং সাবলীল করে নিতে পারবেন ৷ 

০২| মুখস্ত করার কিছু টেকনিক অবলম্বন করা 

আমরা যতোই বলিনা কেন যে, সৃজনশীল আসার পরে আর পড়া মুখস্ত করতে হয়না ৷ কিন্তুু অনেক ক্ষেএে দেখা যায় কিছু কিছু পড়া আছে।

যেগুলো মুখস্ত না করলে হয়না। বিশেষ করে আমি নিজেই যখন পরীক্ষা দিতাম। তখন অনেক সময় অংক মুখস্ত করে পরীক্ষা দিতে যেতাম।

তো যেকোনো বিষয়কে ভালোভাবে মুখস্ত করার জন্য আপনাকে কিছু টিপস অনুসরন করতে হবে। হয়তবা কোনো ছড়া আকারে, নতুবা কোনো গানের অনুসারে আপনাকে পড়া মুখস্থ করতে হবে।

যাকে আমি বলে থাকি মেমোরি টেকনিক। তো চাইলে আপনিও মুখস্থ করার জন্য এই ধরনের টেকনিক গুলো ফলো করতে পারবেন। 

০৩| বইয়ের প্রয়োজনীয় নোট তৈরি করা

আপনি কি জানেন, এই নোট তৈরির অভ্যাস একজন ছাএকে কতদুর এগিয়ে নিতে পারে? –

তাহলে শুনে নিন, এই নোট এর মাধ্যমে কিন্তুু আপনি নিজের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃস্টি করতে পারবেন।

তবে এই নোট বলতে আমি কোনো গাইড বই কে বোঝাই নি৷ বরং আপনার পাঠ্যবই এর আওতায় আপনার নিজের হাতে লেখা নোট বইয়ের কথা বলছি।

তাই যথাসম্ভব আপনি নোট তৈরি করার চেস্টা করবেন ৷  

০৪| ক্লাশ লেকচার ফলো করা 

আমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে। যারা মুলত ক্লাশে তেমন মনোযোগ দেয় না। স্যারেরা কি কি লেকচার দিচ্ছে, কোন টপিক নিয়ে আলোচনা করছে ৷

এইসবে অনেকেই তেমন গুরুত্ব দেয়না। কিন্তুু মজার ব্যাপার হলো, আপনি যদি ক্লাশে স্যারদের লেকচারে যথেষ্ট মনোযোগ দেন। তাহলে কিন্তুু আপনি অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারবেন ৷

এছাড়াও ক্লাশ চলাকালীন শিক্ষকরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলে ৷ যেগুলো আপনার জন্য অনেক বেশি উপকারী। 

০৫| ভুল করা এবং ভুল গুলো মনে রাখা 

আপনাকে যদি বলা হয় যে, আপনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো মনে করুন। তাহলে কিন্তুু আপনি সেই ভুল গুলোকে খুব দ্রুত মনে করতে পারবেন ৷

কারন আমরা যেসব ভুল কাজ করি। সেগুলো কিন্তুু অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারি। কিন্তুু যে কাজ গুলো আমরা সঠিকভাবে করতে পারি ৷ সেগুলো কিন্তুু খুব দ্রুত ভুলে যাই।

তাই পড়াশোনা করার সময় যতো পারবেন ভুল করবেন ৷ তাহলে আপনার কোথায় কোথায় ভুল হয়৷ এবং সেই ভুল গুলোকে কিভাবে সংশোধন করা যায়। সেগুলো আপনি অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবেন ৷ 

তো আপাততো এই কয়েকটি টিপস মনে রাখলেই যথেষ্ট। যেহুতু আপনার পরীক্ষা অনেক কাছাকাছি, সেহুতু এই মুহুর্তে আপনাকে বেশি টিপস ফলো করার প্রয়োজন নেই।

পরে দেখা যাবে শুধু টিপস ফলো করতেই আপনার সময় শেষ। পড়াশোনা করার আর টাইম থাকবে না। 

আমাদের শেষকথা

আজকের আর্টিকেলে এস এস সি রুটিন ২০২১ ডাউনলোড লিংক শেয়ার করা হয়েছে। এবং আপনি যেন ssc routine 2021 download করতে পারেন। সেজন্য আমি যথেষ্ট লিংক শেয়ার করার চেস্টা করছি।

এরপরও যদি আপনার এস এস সি রুটিন ২০২১ ডাউনলোড করতে কোনো সমস্যা হয়। তাহলে কমেন্ট করে জানাবেন।

বাংলা আইটি ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top