অনলাইন ইনকাম সাইট : অনলাইন থেকে ইনকাম করার ওয়েবসাইট

অনলাইন ইনকাম সাইট : যদি আপনি অনলাইনে আয় করার নিশ্চিত উপায় গুলো সম্পর্কে জানতে চান।

 অনলাইন ইনকাম সাইট : অনলাইন থেকে ইনকাম করার ওয়েবসাইট
অনলাইন ইনকাম সাইট : অনলাইন থেকে ইনকাম করার ওয়েবসাইট

তাহলে সবার আগে আপনাকে অনলাইন ইনকাম সাইট গুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে।

কেননা, এইসব সাইটে এমন কিছু বিষয় আছে।

যেগুলো আপনি সঠিকভাবে জানতে পারলে এই অনলাইন আয় সাইট গুলো থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন।

কিন্তুু দুঃখজনক হলেও সত্য যে, আমরা অনেকেই এই গুরুত্বপূর্ণ বিষয় গুলোকে না জেনে। সরাসরি অনলাইন ইনকাম করার জন্য ঝাঁপিয়ে পড়ি।

কিন্তুু এর ফলে আমরা অনলাইন ইনকাম করা তো দুরে থাক। এর পেছনে যে সময় গুলো ব্যয় করি। সেগুলো একেবারে বৃথা চলে যায়।

তবে আপনার সময় যেন বৃথা না যায়। সে কারনে আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। একজন মানুষ কিভাবে তার প্রয়োজনীয়  Online Income Site গুলো খুজে বের করবে।

এবং সেই সাইট গুলো তে কিভাবে কাজ করতে হবে। এবং এই অনলাইন আয় সাইট গুলো থেকে কিভাবে টাকা ইনকাম করবে।

আপনার জন্য আরো লেখা…

এ সমস্ত বিষয় কে নিয়ে আজ স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।

তো আপনি যদি আজকের আলোচিত অনলাইন ইনকাম সাইট গুলো সমন্ধে বিস্তারিত জেনে নিতে চান।

তাহলে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়বেন ৷

আজকের পর থেকে আপনার মনে আর Online income site সম্পর্কে কোনো প্রকার অজানা বিষয় থাকবে না। 

অনলাইন ইনকাম সাইট কি? (Online Income Site)

আমাদের অনেকের মনে একটা প্রশ্ন জেগে থাকতে পারে যে, এই অনলাইন ইনকাম সাইট এটা আবার কি। আর এখানে কি কি করলে টাকা আয় করা যাবে।

তো সবার আগে আপনার মনের এই ধারনা কে একটু ক্লিয়ার করে নেয়া উচিত। এতে করে পরবর্তী আলোচনা গুলো আপনার বুঝতে সুবিধা হবে।

দেখুন সহজ কথায়, আমরা যেসব সাইট থেকে কাজ করতে পারবো। এবং সেই কাজের বিনিময়ে ঐ সাইট গুলো আপনাকে টাকা প্রদান করবে।

মূলত সেই সব সাইটকে বলা হয়, অনলাইন ইনকাম সাইট। যেখানে আপনি Online Job করবেন। এবং সেই জব করার বিনিময়ে অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন।

মূলত, আমরা যেমন টাকা আয় করার জন্য বিভিন্ন ধরনের কাজ করি। ঠিক একইভাবে আপনি এসব সাইটে অনলাইন এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন।

আর আপনি যে পরিমান কাজ করবেন, তার উপর ভিওি করে আপনাকে নির্দিষ্ট পরিমান টাকা দেওয়া হবে। আর এই ধরনের সাইট কে বলা হয়, অনলাইন ইনকাম সাইট। 

কিভাবে অনলাইনে ইনকাম করা যায়?

How to earn money from online? আমরা সবাই কোনো না কোনো ভাবে জানতে পেরেছি যে, এখনকার দিনে অনলাইন থেকে টাকা আয় করা যায়।

কিন্তুু কিভাবে আপনি অনলাইনে ইনকাম করবেন। তার জন্য আপনাকে কি কি করতে হবে। সে সম্পর্কে আমরা অনেকেই তেমন একটা সঠিক তথ্য জানিনা।

আর সে কারনে আমরা অন্যদের মতো অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারিনা। তো চলুন এবার সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

দেখুন বাস্তবিক জীবনে আমরা যেমন টাকা আয় করার জন্য নানা ধরনের কাজ করে থাকি। যেমন, কেউ কেউ বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরি করি।

আবার কেউ কেউ নানা ধরনের কোম্পানি তে কাজ করি। ঠিক একইভাবে আপনি অনলাইন এর মাধ্যমে কাজ করবেন। সেটাও আবার নিজের ঘরে বসে কাজ করতে পারবেন।

বাস্তবিক জীবনে যেমন, আমাদের অফিসে কাজ দেয়। এবং এরপরে আমরা সেই কাজ গুলো করার মাধ্যমে অফিসের ডিউটি করি। ঠিক একইভাবে আপনি যেসব অনলাইন আয় সাইট গুলোতে কাজ করবেন।

সেসব সাইটেও আপনাকে কেউ একজন কাজ দিবে। যাকে বলা হয় ক্লায়েন্ট বা বায়ার। আর তাদের দেওয়া এই কাজ গুলো আপনাকে নিজের ঘরে বসে করতে হবে।

এবং সেই কাজের বিনিময়ে আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন। 

অনলাইন ইনকাম সাইটে কি কি কাজ হয়?

আপনি আর্টিকেল এর শুরু থেকে এখন অবধি একটা কথা বারবার শুনেছেন। সেটি হলো, অনলাইনে আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে।

এবং আপনি সেই কাজের বিনিময়ে অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন। কিন্তুু এই অনলাইনে আসলে কি কি কাজ করা হয়।

সেটা কিন্তুু আমরা অনেকেই জানিনা। আর যতোক্ষন আপনি অনলাইন জব গুলো সম্পর্কে জানতে পারবেন না। ততোক্ষণ আপনি কোনো প্রকার টাকা আয় করতে পারবেন না।

তো আপনি যদি অনলাইন জব করে অনলাইন থেকে টাকা আয় করতে চান। তাহলে আপনি এমন অনেক ধরনের কাজ দেখতে পারবেন।

যেগুলো আপনার মতো অনেক মানুষ করে আসছে। আর সেই কাজের মাধ্যমে তারা প্রচুর পরিমানে টাকা আয় করে আসছে। যেমনঃ

  • গ্রাফিক ডিজাইন 
  • ওয়েব ডিজাইন 
  • এসইও
  • ওয়েব ডেভেলপমেন্ট 
  • এনিমেশন 
  • থ্রিডি ভিডিও এডিটিং 
  • ফটো এডিটিং 
  • ব্যাকগ্রাউন্ড রিমুভ 
  • মিউজিক

এগুলো ছাড়াও এমন অনেক ধরনের Online Job পাবেন। যেগুলো আপনি নিজের ঘরে বসে অনলাইন এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন ৷

তবে এই কাজ গুলো কিন্তুু সবাই করতে পারবে না। বরং সবার আগে আপনাকে এই কাজ গুলো শিখে নিতে হবে। তারপর আপনি এই কাজ গুলো করতে পারবেন ৷ 

কারা অনলাইন ইনকাম সাইটে কাজ করতে পারবে?

সবাই কি অনলাইন ইনকাম সাইট এ কাজ করতে পারবে? – না! সবাই যদি Online income site গুলো তে কাজ করতে পারতো। তাহলে আজকে কোনো বেকার মানুষ থাকতো না।

কেননা, শুধুমাত্র সেই মানুষ গুলো অনলাইন আয় সাইট থেকে কাজ করতে পারবে। যাদের মধ্যে কিছু কিছু গুনাবলি থাকবে।

চলুন এবার জেনে নেয়া যাক, আসলে কারা অনলাইন ইনকাম সাইট এ কাজ করার যোগ্য। 

০১| কাজের প্রতি একাগ্রতা

দেখুন আমরা অনেকেই মনে করি যে, অনলাইনে কাজ করে টাকা আয় করা খুব সোজা। আসলে এটা একটা ভ্রান্ত ধারনা। কারন আমরা এই মাধ্যম কে যতোটা সহজ মনে করি। এটি আসলে ততোটা সহজ নয়।

বরং এখানেও আপনাকে অনেক শ্রম দিতে হবে। আপনার ভেতরে যথেষ্ট আগ্রহ থাকতে হবে। তাহলেই আপনি অনলাইন আয় সাইট থেকে টাকা আয় করতে পারবেন।

তো আপনি যদি এভাবেই টাকা ইনকাম করতে চান। তাহলে সবার আগে আপনাকে কোনো না কোনো কাজ শিখতে হবে। সেই কাজের প্রতি আপনাকে যথেষ্ট দক্ষ হতে হবে।

কেননা, এই দক্ষতার জোড়ে আপনি অনলাইনে কাজ করার সুযোগ পাবেন। তাই নিজেকে কোনো কাজের প্রতি যথেষ্ট একাগ্রতা সৃষ্টি করুন।

আপনি যেই কাজ অনলাইনে করতে চান। সেই কাজের সমস্ত খুটিনাটি বিষয়ে ধারনা নিন। 

০২| স্ট্রং কমিউনিকেশন আইডিয়া 

সমাজে বাস করার জন্য আমাদের যেমন বিভিন্ন আইটেমের মানুষের সাথে মেলামেশা করতে হয়।

ঠিক একইভাবে অনলাইন আয় সাইট গুলোতে কাজ করার সময় আপনাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করতে হবে।

যেমন, আপনাকে যে ব্যক্তিটি কাজ দিবে। তার সাথে আপনাকে উক্ত কাজ রিলেটেড অনেক বিষয়ে কথা বলার প্রয়োজন পড়বে।

কিন্তুু আপনি যদি তার সাথে স্পষ্টভাবে কথা বলতে না পারেন। তাহলে কিন্তুু সেই মানুষটা আপনাকে আর কাজ দিতে চাইবে না। কেননা, আপনার সম্পর্কে সে স্পষ্ট কোনো ধারনা পাবেনা।

তাই নিজেকে সব ধরনের মানুষের সাথে মেলামেশা করা এবং তাদেরকে কথার মাধ্যমে মন জয় করার মতো দক্ষতা অর্জন করার চেস্টা করবেন।

এতে করে আপনি অনলাইন ইনকাম সাইট গুলোতে অন্যদের তুলনায় অনেক বেশি কাজ পাবেন। আর আপনি যদি কাজ করবেন। আপনার ইনকাম করার পরিমান ঠিক ততোই বেশি হবে। 

অনলাইন ইনকাম সাইট তে কাজ করার জন্য কি কি দক্ষতা লাগে?

কোনো একটি সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে বিভিন্ন ধরনের যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়। ঠিক একইভাবে আপনি যদি কোনো অনলাইন আয় সাইট এ কাজ করতে চান।

তাহলে আপনার মধ্যে বেশ কিছু গুনাবলি বিদ্যমান থাকতে হবে। চলুন এবার সেই গুনাবলি সমন্ধে বিষদ ভাবে জেনে নেয়া যাক।

মনে রাখবেন, এবার আমি যে দক্ষতা গুলোর কথা বলবো। সেগুলো অনলাইনে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এগুলো একটু মন দিয়ে পড়ার চেস্টা করবেন।

এতে আপনার বোঝার জন্য সুবিধা হবে। 

০১| ইংরেজি ভাষায় কথা বলার মতো দক্ষতা

একটা কথা মাথায় রাখবেন, আপনি যেসব অনলাইন ইনকাম সাইট এ কাজ করবেন। সেগুলো কিন্তুু বিদেশি মানুষের আনাগোনা বেশি।

কেননা, এসব সাইটে বিদেশি বায়ার এর পরিমান অনেক বেশি থাকে। আর যেহুতু এরা অন্যদেশের মানুষ। সেহুতু তাদের সাথে কথা বলার জন্য আপনাকে English এ যথেষ্ট দক্ষ হতে হবে।

আমি আর্টিকেল এর শুরুতেই বলেছিলাম যে, এখানে একদল মানুষ আছেন, যারা অনলাইনে এসে বিভিন্ন ধরনের Online Job দেয়। আর সেই মানুষ গুলোকে বলা হয় ক্লায়েন্ট।

এবং যে মানুষ এই কাজ গুলো করে। তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। তো আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে অবশ্যই আপনাকে ঐসব ক্লায়েন্ট দের সাথে ইংরেজিতে কথা বলতে হবে।

কেননা, তারা যখন আপনাকে কোনো অনলাইন জব দিবে। তখন তারা আপনার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলবে। তখন আপনি যদি তাদের কথা বুঝতে না পারেন।

এবং আপনার নিজের কথা গুলো তাদেরকে বোঝাতে না পারেন। সেক্ষেত্রে কিন্তুু আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। 

০২| ঘন্টার পর ঘন্টা কম্পিউটার এর সামনে বসে থাকার মতো দক্ষতা 

একজন মানুষ যখন কোথাও চাকরি করে। তখন তাকে অফিস থেকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়। এবং আপনাকে সেই অফিসে কর্মরত অবস্থায় এই সময় মতো কাজ করতে হবে।

ঠিক একইভাবে যখন আপনি কোনো অনলাইন প্রতিষ্ঠান থেকে Online Job করবেন। তখনও কিন্তুু আপনাকে এই অনলাইন এর কাজ গুলো করার জন্য অনেক সময় ব্যয় করতে হবে।

কেননা, আপনি যদি বেশি টাকা ইনকাম করার জন্য কোনো অনলাইন জব করেন। তাহলে সেই কাজেও আপনাকে ঘন্টার পর ঘন্টা কম্পিউটার নিয়ে পড়ে থাকতে হবে।

আপনি আরো পড়তে পারেন…

এখন আপনার যদি কম্পিউটার চালানোর প্রতি এলার্জি থাকে। তাহলে কিন্তুু আপনি অনেক বিপাকে পড়ে যাবেন।

তাই আগে থেকে সেভাবেই নিজেকে তৈরি করে নিন। যেন অনলাইন ইনকাম সাইট গুলোতে কাজ করার সময় ঘন্টার পর ঘন্টা কম্পিউটার এর সামনে বসে থাকতে পারেন।

প্রয়োজন হলে কোনোদিন ২৪ ঘন্টার মধ্যে যেন ১২-১৪ ঘন্টা কম্পিউটার এর সামনে বসে কাজ করলেও যেন আপনার কোনো প্রকার সমস্যা না হয়। 

০৩| সময়ের কাজ সময় অনুযায়ী করার মতো দক্ষতা

অনলাইন আয় সাইট গুলোতে আপনাকে যেসব Job দেওয়া হবে। সেগুলোও কিন্তুু সময় মতো ডেলিভারি দিতে হবে। আপনি যদি এই কাজ গুলো সময় মতো করে দিতে না পারেন।

তাহলে কিন্তুু ক্লায়েন্ট আপনার কাছে সন্তুষ্ট হবেনা। এরফলে তারা আপনার খারাপ Review দিবে। যা একজন ফ্রিল্যান্সার এর জন্য কখনই ভালো দিক নয়।

তাই আপনি যখন এসব অনলাইন মার্কেটপ্লেস গুলো তে কাজ করবেন। তখন বায়ার এর দেওয়া সময় অনুযায়ী কাজ ডেলিভারি দেয়ার চেস্টা করবেন।

এতে করে আপনি পার্মানেন্ট ভাবে তাদের সাথে কাজ করার সুযোগ পাবেন। আর আপনি যখন এমন কোনো বায়াকে পার্মানেন্ট করতে পারবেন।

তখন আপনাকে আর কাজ পাওয়া নিয়ে টেনশন করতে হবেনা। বরং আপনি আগের তুলনায় Online Job এবং টাকা এই দুটোই বেশি করে পাবেন। 

সেরা অনলাইন ইনকাম সাইট লিস্ট

এবার আমি আপনাকে সেরা কিছু অনলাইন ইনকাম সাইট এর সাথে পরিচয় করিয়ে দিবো। যেগুলো কে এককথায় বলা হয় Online Marketplace.

যেখানে আপনি অনলাইন জব গুলো খুজে পাবেন। এবং সেই জব গুলোর নিজের ঘরে বসে করে অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন।

মূলত এই অনলাইন আয় সাইট গুলোতে কাজ করতে হলে আপনাকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। তবে প্রত্যেকটি অনলাইন ইনকাম সাইট এর নিয়ম যে এক হবে।

বিষয়টা আসলে তেমন নয় বরং একেক টি অনলাইন ইনকাম সাইট এর একেক রকম নিয়ম আছে।

তাই আমি চেস্টা করবো কিভাবে আপনি এসব অনলাইন আয় সাইট গুলোতে কাজ করবেন। সেজন্য আপনাকে কি কি নিয়ম মেনে চলতে হবে। 

০১| Fiverr (Online income site)

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি অনলাইন ইনকাম সাইট হলো Fiverr. যেখানে প্রতিনিয়ত লাখ লাখ ফ্রিল্যান্সার দীর্ঘদিন থেকে অনলাইনে কাজ করে আসছে।

আর আপনি যদি Fiverr এ সঠিকভাবে কাজ করতে পারেন। তাহলে আপনি এই অনলাইন ইনকাম সাইট থেকে লাখ লাখ টাকা নিজের ঘরে বসেই আয় করতে পারবেন।

আজকের দিনে যারা বড় বড় ফ্রিল্যান্সার আছেন। তাদের প্রায় অধিকাংশ মানুষ সরাসরি এই অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে আসছে।

কেননা, এখান থেকে আপনি প্রচুর পরিমান অলনাইন জব পাবেন। যেগুলো করে আপনিও অন্যদের মতো বিপুল পরিমান টাকা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।

আপনি আরো পড়ুন…

কিন্তুু Fiverr থেকে তো টাকা ইনকাম করা সম্ভব। তবে এখানে কাজ করে টাকা ইনকাম করা পর্যন্ত একজন নতুন মানুষ এর কি কি কাজ করা উচিত।

সে সম্পর্কে আমরা অনেকেই ক্লিয়ারভাবে জানিনা। তো চলুন এবার সে বিষয়ে একটু পরিস্কার ধারনা নেওয়া যাক। 

কিভাবে Fiverr অনলাইন ইনকাম সাইট এ কাজ করতে হয়?

জনপ্রিয় মার্কেটপ্লেস Fiverr এ কাজ করে টাকা আয় করা পর্যন্ত আপনাকে বেশ কিছু ধাপ অনুসরন করে কাজ করতে হবে। মনে রাখবেন, আপনি যতোদিন পর্যন্ত এই মার্কেটপ্লেসে কাজ করবেন।

ততোদিন এই বিষয় গুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যেমন

  1. আপনি যদি Fiverr এ কাজ করতে চান। তাহলে সবার আগে আপনাকে একটি Fiverr Account তৈরি করে নিতে হবে।
  2. মনে রাখবেন, আপনি এখানে একটি একাউন্ট তৈরি করা না পর্যন্ত কোনো প্রকার কাজ করতে পারবেন না। 
  3. এবং আপনি এখানে যে একাউন্টি তৈরি করবেন। সেটা যেন অবশ্যই একটি Freelancer Account হয়।

এরপর আপনাকে বেছে নিতে হবে যে, আপনি আসলে কি কাজ করার জন্য Fiverr এ একাউন্ট খুললেন।

তো সবার আগে আপনাকে জেনে নিতে হবে যে, Fiverr এ কি কি কাজ করা যায়। চলুন এবার সে সম্পর্কে জেনে নেয়া যাক। 

Fiverr এ কি কি কাজ পাওয়া যায়? 

বাস্তবিক জীবনের মতো Fiverr এ আপনি অনেক ধরনের কাজ দেখতে পারবেন ৷ আর আপনি আপনার নিজের চাহিদা ও সুবিধামতো যেকোনো ধরনের কাজ করতে পারবেন।

তো এমন কিছু অনলাইন জব এর মধ্যে বেশ কিছু জনপ্রিয় Online Job হলোঃ

  • Graphic & Design:- এখানে আপনি ডিজাইন এর দক্ষতা অনুযায়ী কাজ করতে পারবেন। মজার বিষয় হলো Fiverr এ একেকটা ছোট ছোট Design এর বিনিময়ে ১০$-২০$ পর্যন্ত আয় করতে পারবেন।
  • আর আপনি যদি একেবারে উচ্চ দক্ষতা সম্পন্ন ডিজাইনার হয়ে থাকেন। তাহলে আপনি Fiverr থেকে Graphic Design করে মাসে হাজার হাজার ডলার ($) ইনকাম করতে পারবেন। 
  • Digital Marketing:- আপনি কি জানেন, বর্তমান সময়ে অনলাইন থেকে আয় করার সবচেয়ে উপযুক্ত মাধ্যম হলো ডিজিটাল মার্কেটিং। আর এই মার্কেটিং করার জন্য অনেক মানুষের দরকার হয়ে থাকে।
  • সেকারনে অনেক বিদেশি বায়ার একজন দক্ষ ডিজিটাল মার্কেটার খুজে থাকেন। আর আপনি যদি একজন উপযুক্ত Digital Marketer হয়ে থাকেন।
  • তাহলে আপনি ফাইবারে কাজ করে মাসে প্রচুর পরিমান ডলার আয় করতে পারবেন। 
  • Writing & Translation: হয়তবা আপনার জানা আছে যে, দোভাষী মানুষদের কদর এখনও অনেক রয়েছে। যারা মূলত নিজের দেশের ভাষা শেখার পাশাপাশি অন্য কোনো দেশের ভাষা শিখে নেয়।
  • তারা এই ভাষার Translation করেই প্রচুর টাকা আয় করে থাকে। আর সেই কাজগুলো আপনি অনলাইন থেকে খুব সহজেই করতে পারবেন। মনে রাখবেন, এই কাজটি কিন্তুু একটি ডিমান্ডেবল পেশা। 
  • Video & Animation: আমরা সবাই ভিডিও দেখতে পছন্দ করি। এখন আপনি যদি একজন ভিডিও তৈরি করতে দক্ষ হয়ে থাকেন। তাহলে কি আপনার কাজের অভাব থাকবে? -না!
  • কারন আজকে দিনে দক্ষ ভিডিও এডিটর এর অনেক অভাব রয়েছে। তাই আপনি যদি ভিডিও কিংবা এনিমেশন তৈরিতে দক্ষ হয়ে থাকেন। তাহলে আপনি Fiverr এ এই সার্ভিস প্রদান করে অনেক টাকা অনলাইন থেকে আয় করতে পারবেন।

এগুলো ছাড়াও আরও অনেক কাজ আছে। যেগুলো আপনি Fiverr নামক জনপ্রিয় অনলাইন ইনকাম করার সাইট এ দেখতে পারবেন। যেমনঃ

  1. Music & Audio 
  2. Programming & Tech 
  3. Business 
  4. Lifestyle 
  5. Data 

আপনি যেগুলো কাজ দেখতে পাচ্ছেন। এগুলো হলো অনলাইন জব এর ক্যাটাগরি। এগুলোর মধ্যে আপনি আরও অনেক সাব কেটাগরি Online income job দেখতে পারবেন।

যেগুলো আপনি নিজের ঘরে বসে কম্পিউটার দিয়ে করতে পারবেন।  

০২| Freelancer (Online income site in Bangladesh) 

নাম শুনেই হয়তবা বুঝে গেছেন যে, এবার আমি বিশ্বের টপ অবস্থানে থাকা টাকা আয় করার সাইট নিয়ে কথা বলতে যাচ্ছি। হুমমম! Freelancer হলো বর্তমান বিশ্বের বড় একটি অনলাইন মার্কেটপ্লেস।

যেখানে আপনার বা আমার মতো লাখ লাখ মানুষ অনেক দিন ধরে কাজ করে আসছে। মূলত এই মার্কেটপ্লেসে যে ফ্রিল্যান্সার এর সংখ্যা বেশি।

সেই তুলনায় এখানে প্রচুর পরিমানে বায়ার বা ক্লায়েন্ট আছে।

বলা বাহুল্য যে, আমাদের আশেপাশে যারা ফ্রিল্যান্সিং করে টাকা আয় করে। তারা সবাই কোনো না কোনো সময় এই মার্কেটপ্লেস এর সাথে যুক্ত হয়ে থাকবে।

আবার আপনি আরও এমন অনেক মানুষ কে খুজে পাবেন। যারা অনেক বছর থেকে এখনও পর্যন্ত Freelancer থেকে টাকা আয় করে আসছে।

তো এই অনলাইন আয় সাইট এ কি কি কাজ পাওয়া যায়। এবার সে বিষয়ে একটু ধারনা নেয়া যাক। এতে করে আপনার বুঝতে সুবিধা হবে। 

Freelancer অনলাইন আয় সাইট এ কি কি কাজ পাওয়া যায়? 

উপরে আমরা জেনেছি যে, ফাইবার এ কি কি কাজ পাওয়া যায়। এবার আপনাকে জেনে নিতে হবে যে, Freelancer এ কি কি কাজ পাওয়া যায়। চলুন এবার সে বিষয়ে জেনে নেয়া যাক।

তো আপনি Freelancer নামক জনপ্রিয় মার্কেটপ্লেসে অনেক ধরনের কাজ দেখতে পারবেন। যেমনঃ

  • PHP: এটি হলো Freelancer অনলাইন ইনকাম সাইট এর জনপ্রিয় একটি অনলাইন জব। যদি আপনার প্রোগ্রামিং রিলেটেড কাজে দক্ষতা থাকে।
  • তাহলে আপনি এই সার্ভিস প্রোভাইড করে অনেক টাকা অনলাইন থেকে আয় করতে পারবেন। 
  • Website Design: প্রোগ্রামিং জগতে আরও একটি জনপ্রিয় কাজ হলো ওয়েব ডিজাইন। যে কাজটি লাখ লাখ মানুষ দীর্ঘদিন থেকে করে আসছে।
  • আপনার ওয়েব ডিজাইনে যথেষ্ট দক্ষতা থাকলে ডিজাইন করে প্রতি মাসে ৫০-১ লাখ টাকা আয় করতে পারবেন। 
  • Graphic Design: প্রায় সব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর মানমম্মত একটি অনলাইন জব হলো গ্রাফিক ডিজাইন। যার প্রয়োজনীয়তা যুগ যুগ ধরে চলে আসছে।
  • মজার বিষয় হলো, গ্রাফিক ডিজাইন একটি বড় সেক্টর হলেও এর অনেক গুলো ছোট ছোট ভাগ রয়েছে। আপনি যদি এগুলোর মধ্যে কোনো একটিতে পারদর্শী হয়ে থাকেন ৷
  • তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। 
  • Apps Development: আমরা যে এন্ড্রয়েড ফোন গুলো ব্যবহার করি। সেগুলোতে কিন্তুু বিভিন্ন ধরনের Apps এর দরকার হয়ে থাকে।
  • আর সেই এপস গুলো তৈরি করা থেকে শুরু করে ডেভেলপ করার জন্য অনেক দক্ষ মানুষ এর প্রয়োজন হয়ে থাকে। তাই আপনার এ বিষয়ে দক্ষতা থাকলে আপনিও এই অনলাইন আয় সাইট থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। 

তো যেহুতু এটা অনেক বড় একটি অনলাইন মার্কেট প্লেস। সেহুতু এখানে আপনি আরও অনেক ধরনের কাজ দেখতে পারবেন।

যখন আপনি নিজে থেকে এসব মার্কেটপ্লেসে নিয়মিত একটিভ থাকেন। তাহলে আপনি নিজে থেকে এসব জেনে নিতে পারবেন। 

০৩| Peopleperhour (Taka income korar website) 

আজকের আলোচিত সর্বশেষ ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এর নাম হলো Peopleperhour.

এই সাইটের নামের সাথে কাজের অনেকখানি মিল আছে। যেমন, আপনি এখানে প্রতি ঘন্টা অনুযায়ী কাজ করতে পারবেন ৷ এবং আপনি প্রতি ঘন্টার পর Peopleperhour থেকে টাকা আয় করতে পারবেন।

যা আপনার মতো এমন অনেক ফ্রিল্যান্সার দীর্ঘদিন থেকেই করে আসছে ৷ আর তারা ইতিমধ্যে প্রচুর পরিমান টাকা অনলাইন থেকে আয় করে ফেলেছে।

তো চাইলে আপনিও এখানে ঘন্টা অনুযায়ী অনলাইন জব করতে পারবেন। তবে তার আগে এখানে ঘন্টা বেসিসে কাজ করতে হলে, আপনার কি কি দক্ষতার প্রয়োজন হবে। এবার সে বিষয়ে একটু জেনে নেয়া যাক। 

Peopleperhour এ কি কি কাজ করে অনলাইন থেকে ইনকাম করা যায়? 

আপনি যদি প্রতি ঘন্টা চুক্তিতে কাজ করতে চান। তাহলে আপনার সামনে অনেক উপায় আসবে।

যেগুলোর মধ্যে আপনি যেকোনো এক বা একাধিক উপায় কে অনুসরন করতে পারবেন। যেমনঃ

  1. Graphics Designer 
  2. Web Development 
  3. Web Design 
  4. Music and Audio 
  5. SEO
  6. Personal Assistant

মনে রাখবেন, আমি যে কাজের কথা গুলো উল্লেখ করেছি। সেগুলোর চেয়ে আরও অনেক ধরনের Online Job আছে।

আপনি যখন নিজে এসব মার্কেটপ্লেসে একটিভ থাকবেন। তখন আপনি নিজে থেকে এসব বুঝতে পারবেন ৷ 

অনলাইন ইনকাম বড় ওয়েবসাইট

এবার আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে কিছু অনলাইন ইনকাম বড় ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দিবো।

যেখান থেকে আপনি প্রতি মাসে হাজার হাজার ডলার আয় করতে পারবেন ৷ আপনি জানলে অবাক হয়ে যাবেন। কারন নিচে উল্লেখ করা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে মিলিয়ন মিলিয়ন Freelancer আছেন ৷

যারা বছরের পর বছর ধরে কাজ করে আসছেন। এমন কিছু অনলাইন আয় ওয়েবসাইট হলোঃ 

  1. Upwork
  2. Truelancer
  3.  Guru
  4. Facebook
  5. Google AdSense 
  6. shutterstock
  7. 99designs

এগুলোর মধ্যে আমি গুগল এডসেন্স নিয়ে অন্য একটি আর্টিকেলে বিস্তারিত বলেছি। আপনি সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে নিচের লিংকে প্রবেশ করুন। 

তো একটা কথা সবসময় মাথায় রাখবেন। সেটি হলো অনলাইনে আপনি যেখানে কাজ করুন না কেন।

আগে যেকোনো অনলাইন এর কাজে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার চেস্টা করবেন ৷ যেন আপনার ভেতরে থাকা ক্রিয়েটিভিটি দেখে মানুষ অবাক হয়ে যায়। 

অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট

আপনারা অনেকেই জানতে চান যে, অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট আছে কিনা। তো এই প্রশ্নের উওরে আমি বলবো, হুমম! বর্তমানে আমাদের দেশেই অনেক Bangladeshi Online income Site আছে।

যেখানে আপনি কাজ করতে পারবেন৷ এবং আপনার কষ্ট দিয়ে যে কাজগুলো করবেন। তার বিনিময়ে আপনি যে টাকা পাবেন ৷

আপনি আরো দেখতে পারেন…

সেই অনলাইন ইনকাম আপনি আপনার BKash এর মাধ্যমে BKash payment নিতে পারবেন।

তো অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট এর মধ্যে আমার পরিচিত একটি সাইট আছে। আর সেই অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট এর নাম হলোঃ

  • Truelancer :- এটি হলো অন্যতম একটি বাংলাদেশি টাকা আয় করার ওয়েবসাইট। তবে এমন অনেক Online income site bd তে এর আগেও অনেক এসেছিলো।
  • কিন্তুু আমাদের দেশ থেকে তারা ভালো কিছু করতে পারেনাই। কেননা, আমাদের দেশের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বিদেশি বায়ার এর সংখ্যা অনেক কম থাকবে।
  • সেই কারনে এসব সাইটে কাজ দেয়ার মানুষের পরিমান কম থাকে। অপরদিকে কাজ করার মতো মানুষের পরিমান অনেক বেশি থাকে।

তো আপনি যদি কোনো BD Online Income Site খুজে থাকেন ৷ তাহলে একবার হলেও Truelancer থেকে ঘুরে আসবেন ৷ আশা করি সেখান থেকে অন্য দেশের ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।  

অনলাইন ইনকাম সাইট নিয়ে কিছুকথা

আজকের আর্টিকেলে আমি অনলাইন ইনকাম সাইট গুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আশা করি আপনি এসব জনপ্রিয় অনলাইন ইনকাম সাইট গুলো সম্পর্কে বেশ ভালো একটা ধারনা পেয়েছেন।

তবে আপনি যদি এগুলো ছাড়াও আরও অন্যান্য অনলাইন ইনকাম সাইট সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে নিচে ছোট্ট করে একটা কমেন্ট করবেন ৷

আপনার কমেন্ট দেখা মাত্রই  আমি আরও নতুন নতুন অনলাইন আয় সাইট নিয়ে হাজির হবো। আর এমন সব নতুন নতুন তথ্য জানতে Bangla it Blog এর সাথে থাকবেন ৷ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top