http ও https কি | Http এবং Http এর পূর্ণরূপ কি | http ও https এর মধ্যে পার্থক্য কি

http ও https কি : আপনি বিভিন্ন পত্রপত্রিকা তে অনলাইনে ডাটা চুরি কথা অবশ্যই শুনে থাকবেন। কারণ আমরা যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি।

প্ল্যাটফর্ম গুলোতে আমাদের প্রত্যেকটি মানুষের নিজস্ব পার্সোনাল ব্যাপার গুলো জমা হয়ে থাকে।

http ও https কি | Http এবং Http এর পূর্ণরূপ কি | http ও https এর মধ্যে পার্থক্য কি
http ও https এর মধ্যে পার্থক্য কি

আর যেহেতু আমাদের ডেটা গুলো অনলাইনে জমা হয়ে থাকে, সেহুতু এই ডেটা গুলো চুরি হওয়া অসম্ভব কিছু নয়।

তবে বাস্তব জীবনের চুরি ঠেকাতে দমনে পুলিশ বাহিনী আছে।

ঠিক তেমনি ভাবে অনলাইনে জমা থাকা আমাদের পার্সোনাল ডাটা গুলো চুরি ঠেকানোর জন্য যে বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলো হলো https এবং http.

যখন আপনি কোন ইন্টারনেট ব্রাউজারের সাহায্য কোন ওয়েবসাইট ভিজিট করবেন।

তখন উক্ত ব্রাউজারের সার্চ বারে ক্লিক করলে আপনি https অথবা http দেখতে পারবেন।

যেহেতু বর্তমানে আপনি আমার ওয়েবসাইটে প্রবেশ করেছেন। সেহুতু এই মুহূর্তেও আপনি যদি উপরের Address ber এ ক্লিক করেন।

তাহলে আপনি অবশ্যই সেখানেই আমার ডোমেইনের শুরুতে https নামক শব্দটি দেখতে পারবেন।

কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে, Https কি অথবা Http কি।

হয়তোবা এসব সম্পর্কে আপনার তেমন কিছু জানা নেই, কারণ যদি আপনার এই বিষয়ে ধারণা থাকত তাহলে আপনি আর এই আর্টিকেলের প্রবেশ করতেন না।

কিন্তু ইন্টারনেট নির্ভর এই যুগে আপনার এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

কারণ যদি আপনার এই দুটো বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকে, তাহলে অনলাইন কারণে আপনার প্রতারিত হওয়ার মাত্রা অনেক গুন কমে যাবে।

আপনি আরো দেখতে পারেন…

আর আজকের আর্টিকেলে আমি এই দুটো বিষয় নিয়ে একবারই বিশদভাবে আলোচনা করবো।

আমার আজকের এই আর্টিকেল থেকে আপনি ইন্টারনেট নির্ভর এমন অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারবেন। যেমনঃ

  1. Http ও www এর মধ্যে সম্পর্ক কী?
  2. Http ও https এর মধ্যে পার্থক্য
  3. Http এর কাজ কি?
  4. Http কি?
  5. Www এর কাজ কি?
  6. Https এর পূর্ণরূপ কি?
  7. https কি?

তো যদি আপনার অনলাইনের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার আগ্রহ থাকে। তাহলে আপনার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, সেটি হলো আজকের এই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।

তাহলে কথা দিচ্ছি আজকের পর থেকে আপনি ইন্টারনেট জাতীয় অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারবেন।

Http কি (What is Http in bengali)

http ভালো একটি শব্দের সংক্ষিপ্ত রূপ, তাই সবার আগে আপনাকে Http এর পূর্ণরূপ কি ? (What is http full form) সম্পর্কে জানতে হবে ৷

তো চলুন এবার তাহলে জেনে নেয়া যাা what is meaning of http সম্পর্কে। সহজকথায় বলতে গেলে Http এর পূর্নরুপ হলো, Hypertext Transfer Protocol.

আপনি হয়তোবা (www) শুনে থাকবেন যার অর্থ হলো, World Wide Web.

তো এই Http মূলত WWW তে ব্যবহার করা হয়ে থাকে। যার ফলে একটি প্রোটোকল ব্রাউজার এর সাথে সার্ভারের যোগাযোগ স্থাপন করা হয়ে থাকে।

Https এবং www এর সংযোগ স্থাপনের মাধ্যমে ডেটা টান্সফার (Data Transfer) কে নিয়ন্ত্রণ করে থাকে।

সচারাচর ভাবে যখন আপনি কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন কিংবা ব্রাউজারের এড্রেসবারে কোন ডোমেইনের নাম লিখে সার্চ করবেন।

তখন সেই ডোমেইন এর আগে http চলে আসে। কারণ http এর সাথে প্রথমে সার্ভারের কানেক্ট হয় এবং এই কানেক্ট এরপরে আমাদের ডিসপ্লেতে প্রয়োজনীয় ডাটা গুলো ভেসে ওঠে।

Http এর পূর্ণরূপ কি ?

উপরের আলোচনা থেকে আপনি জানতে পারলেন যে, http কাকে বলে। তো এবার আপনাকে আরও একটি বিষয় জেনে নিতে হবে।

সেটি হলো, Http এর পূর্নরুপ কি। কেননা https হলো একটি শব্দসংক্ষেপ, এবং http এর ফুল মিনিং হলো, Hypertext Transfer Protocol.

Http এর কাজ কি ? 

আপনি হয়তো জেনে থাকবেন যে ওয়েব সার্ভার এর সমস্ত ডাটা গুলো স্টোর করা থাকে।

আর ক্লায়েন্ট (Client) এর রিকুয়েস্ট অনুযায়ী এই ডাটাগুলো রেসপন্স করে থাকে। তবে এখন আপনার মনে প্রশ্ন জেগে থাকতে পারে যে, এই Client আবার কি।

তাহলে জেনে রাখুন, আমাদের ব্যবহার করা প্রতিটা ব্রাউজার কে বলা হয় Client.

তো একজন ক্লায়েন্টকে কি পরিমান ডাটা শো করা হবে এবং কী পরিমান ডাটা রিসিভ করা হবে তা নির্ধারণ করে দেওয়াই হলো http এর মূল কাজ।

আশা করি এই স্বল্প আলোচনা থেকে আপনি Http এর কাজ সম্পর্কে অনুমান করতে পেরেছেন ৷ 

Http এর সুবিধা কি ?

চলুন এবার তাহলে Http এর বেশ কিছু সুবিধার কথা জেনে নেয়া যাক। যেগুলো মূলত http এর মধ্যে বিরাজমান রয়েছে। 

  1. যদি আপনি কোনো Client এর মাধ্যমে খুব দ্রুততার সাথে সার্ভার থেকে প্রয়োজনীয় ডেটা কে সেন্ড এবং রিসিভ করতে চান। তাহলে এর জন্য http হলো অন্যতম। কারন, Http অনেক দ্রুত কাজ করতে পারে। 
  2. যেহুতু আপনি জানতে পেরেছেন যে, Http তে তেমন কোনো সুরক্ষার ব্যবস্থা নেই৷ সেহুতু এর মাধ্যমে আপনি একবারে স্বাধীন ভাবে যেকোনো ধরনের ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। 

উপরের পয়েন্ট গুলো থেকে আপনি Http এর সুবিধা গুলো সম্পর্কে জানতে পেরেছেন। কিন্তুু এই সুবিধা গুলোর বাইরে বেশ কিছু অসুবিধাও রয়েছে।

চলুন এবার Http এর লক্ষনীয় অসুবিধা গুলি সম্পর্কে জেনে নেয়া যাক। 

Http এর অসুবিধা কি ?

বেশ কিছু সুবিধার পাশাপাশি Http এর অনেক ধরনের অসুবিধা লক্ষ্য করা যায়।

আর সেই অসুবিধা গুলো মূলত আমাদের মতো সাধারন ব্যবহারকারীর জন্য বেশ ক্ষতির কারন হয়ে দাঁড়াবে। যেমনঃ

  1. Http এর মধ্যে যেসব ডেটা সেন্ড এবং রিসিভ করা হয়। সেগুলো একবারে নিরাপদ ভাবে আদান প্রদান হয়না। কারন এখানে আপনার ডেটা কে সুরক্ষিত রাখার জন্য আলাদা ভাবে কোনো প্রকার প্রটেকশন পদ্ধতি ব্যবহার করা হয়না। 
  2. অনেকসময় আপনি যখন কোনো ব্রাউজারে আপনার নিজস্ব ডেটা গুলো শেয়ার করবেন। যেমন, আপনার নাম, ঠিকানা, একাউন্ট নম্বর, পাসওয়ার্ড ইত্যাদি। তো Http তে উক্ত ডেটা গুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। 

তো একটা বিষয় বিশেষভাবে লক্ষনীয় যে, http এর সুবিধার থেকে অসুবিধার পরিমান বেশি। তাই গুগল বর্তমানে সময়ে Https কে বেশি পরিমানে গুরুত্ব দিয়ে থাকে। 

আপনি আরো দেখতে পারেন…

Https কি (What is Https in bengali)

সহজভাবে বলতে গেলে Hypertext Transfer Protocol Source এর সংক্ষিপ্ত রুপকে বলা হয়, Https.

যদিওবা কাজের দিক থেকে http এর সাথে Https এর যথেষ্ট মিল আছে। তবে সিকিউরিটির দিক থেকে Https হলো অনেক বেশি শক্তিশালী।

কারণ এতে আলাদা প্রটেকশন করার জন্য SSL Certificate ব্যবহার করা হয়ে থাকে।

যার ফলে Client কে কোনো ডেটা ট্রান্সফার করার সময়, উক্ত ডেটা গুলো কে Encrypted অবস্থায় প্রেরণ করে থাকে। 

Https এর পূর্নরুপ কি ? 

উপরের আলোচনা থেকে আপনি জানতে পারলেন যে, তো এবার আপনাকে জেনে নিতে হবে যে, Https এর পূর্ণরুপ কি (What is https full form).

তো যদি আপনি জানতে চান যে, What is https full meaning. তাহলে বলবো যে, Https এর পূর্নরুপ হলো, Hypertext Transfer Protocol Source.

Https এর কাজ কি ?

আমি উপরেই একটা কথা বলেছি যে, http এবং https প্রায় একই পদ্ধতিতে কাজ করে থাকে।

তবে আপনি প্রটেকশন বা সুরক্ষার দিক থেকে অনেক ভিন্নতা আছে। কেননা, Http যখন সার্ভার থেকে কোনো ডেটা কে আদান প্রদান করে।

তখন সেই ডেটা গুলো হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তুু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য https অন্যতম ভূমিকা পালন করে থাকে।

কেননা, Https এ সুরক্ষার জন্য আলাদা ভাবে SSL Certificate ব্যবহার করা হয়ে থাকে। যার মাধ্যমে যখন কোনো Client এর ডেটা রিসিভ করার কোনো রফিকুর আসে ৷

তখন সার্ভার থেকে যে Data গুলো সেন্ড করা হয়। তখন উক্ত ডেটা গুলো Encrypted অবস্থায় থাকে।

আর এই ডেটা গুলোকে এমনভাবে Encrypted করা হয়। যেগুলো Decrypted Key ছাড়া এক্সেস করা সম্ভব নয়। 

Https এর সুবিধা কি ? | Advantage Of Https

উপরের আলোচনা থেকে আপনি http এর সুবিধা এবং কিছু অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

তো এবার আপনি জানতে পারবেন যে, Https এর কিছু সুবিধা সম্পর্কে। 

  1. Https এর সবচেয়ে বড় সুবিধা হলো, যেসব সাইটে এটি ব্যবহার করা হয়। উক্ত সাইট এর ডেটা গুলো বেশ সুরক্ষিত থাকে। 
  2. আমি উপরেই বলেছি যে বর্তমান সময়ে গুগল নিজেই Https কে বেশি প্রাধান্য দেয় ৷ তাই আপনার সাইটে যদি https ব্যবহার করা হয়। তবে আপনার সাইট গুগল সার্চে Rank করার সম্ভাবনা বেশি থাকবে। 
  3. যেহুতু https হলো সুরক্ষাযুক্ত প্রোটোকল, সেহুতু আপনার সাইটে আসা ভিজিটরদের আপনার প্রতি বিশ্বস্ততা জন্মাবে ৷ কেননা, এর মাধ্যমে তাদের ডেটা গুলো হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না৷ 

তো Https এর এইসব সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধা লক্ষ্যে করতে পারবেন ৷ চলুন এবার সেই অসুবিধা গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। 

Https এর অসুবিধা কি ?

Https এর সুবিধার পরিমান বেশি থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আপনি নানা ধরনের অসুবিধার সম্মুখীন হবেন। আর সেই অসুবিধা গুলো হলোঃ

  1. হ্যাকারদের হাত থেকে নিজের পারসোনাল ডেটা গুলো Encrypted করা থাকে। যে কারনে এই ডেটা গুলো প্রসেস হতে একটু বেশি সময় নেয়। যার কারনে ওয়েবসাইট এর লোডিং স্পিডের পরিমান একটু বেড়ে যায়। 
  2. কিছু কিছু সময় আপনি যদি আপনার সাইটে caching Issue দেখতে পান। তাহলে ধরে নিবেন যে এটা মূলত https এর কারনে হচ্ছে। তবে এই ধরনের সমস্যার পরিমান অনেক কম হয়ে থাকে। 

তো উপরের আলোচিত আলোচনা থেকে এটা সহজেই বোঝা যায় যে, Https এর অসুবিধার চেয়ে সুবিধার পরিমান বেশি ৷

আর সে কারনে বর্তমানে প্রায় ৯০% ওয়েবসাইট গুলো তে Https ব্যবহার করা হচ্ছে। 

Http ও www এর মধ্যে সম্পর্ক কী ?

আমরা উপরের আলোচনা থেকেই জানতে পেরেছি যে, Http এর পূর্নরুপ হলো, Hyper Text Transfer Protocol.

অপরদিকে www এর পূর্নরুপ হলো, World Wide Web. তো এই দুটোর মধ্যে নামের দিক থেকে যেমন অমিল রয়েছে।

ঠিক তেমনি ভাবে এদের কাজের মধ্যেও কোনো প্রকার মিল খুজে পাবেন না। অর্থ্যাৎ এই দুটোই হলো ভিন্ন ভিন্ন কাজের জন্য তৈরি।

যেমন, Http মূলত বিশেষ এক ধরনের প্রোটোকল যা মূলত ইন্টারনেটে কমিউনিকেশন করার কাজে ব্যবহার করা হয়ে থাকে।

অপরদিকে www শুধুমাত্র ডোমেইনের নামের শুরুতে ব্যবহার করা হয়ে থাকে।

আর আপনি কোনো ব্রাউজার থেকে একটি ওয়েবসাইট যাওয়ার পরে উক্ত ব্রাউজার অটোমেটিক ভাবে Http কে কাউন্ট করবে। কিন্তুু www হলো সম্পূর্ন ভিন্ন একটা জিনিস। 

http ও https এর মধ্যে পার্থক্য কি (Difference between http and https in Bengali)

আজকের আর্টিকেলে আলোচনার শেষ পর্বে আপনি জানতে পারবেন যে ,Http এবং Https এর মধ্যে কি কি পার্থক্য আছে।

তো চলুন এবার তাহলে Difference between http and https সম্পর্কে জেনে নেয়া যাক। 

  1. Http হলো এমন এক ধরনের বিশেষ প্রোটোকল। যেখান ইউজাররা তাদের পারসোনাল ডেটা গুলো কে Hyper Text ফরম্যাটে ট্রান্সফার করে থাকে।
  2. এর বলা বাহুল্য যে, এই পদ্ধতিতে আপনার পারসোনাল ডেটা গুলো কোনো প্রকার সুরক্ষা ছাড়াই ট্রান্সফার হয়। যে কারনে আপনার ডেটা গুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। 
  3. অপরদিকে Https হলো সুরক্ষিত একটি ডেটা ট্রান্সফার করার মাধ্যম। যেখানে আপনার সকল ইনফরমেশন গুলো Encrypted হয়ে ট্রান্সফার হয়।
  4. যে কারনে আপনার ব্যক্তিগত ডেটা গুলো হ্যাক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 
  5. Http এর ইউআরএল গুলো https:// দিয়ে শুরু হয়। কিন্তুু Https এর ইউআরএল গুলো https:// দিয়ে শুরু হয়। 
  6. Http এর পোর্ট হিসেবে ব্যবহার করা হয়, 80 কিন্তুু Https এর পোর্ট হিসেবে ব্যবহার করা হয় 443.
  7. যেহুতু Http এর কোনো সুরক্ষা নেই। যেহুতু এর মাধ্যম আপনার কোনো ব্যাংক একাউন্ট বা কোনো আর্থিক লেনদেন করা সুরক্ষিত নয়। কিন্তুু https এ আপনি এই সুরক্ষা টি পাবেন। 

তো উপরোক্ত পার্থক্য থেকে বোঝা যায় যে, নিজের ব্যক্তিগত ডেটা কে নিরাপদ রাখার জন্য অবশ্যই আপনার https ব্যবহার করা উচিত। 

আপনি আরোও পড়তে পারেন…

আমাদের শেষকথা 

বর্তমানে আমরা ক্রমাগত ভাবে অনলাইন এর উপর নির্ভর হয়ে পড়ছি। আর এই অনলাইন জীবনে নিজের ডেটা কে সুরক্ষিত রাখা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।

আর আপনার এই দায়িত্ব কে একধাপ এগিয়ে দিতে আজকের এই আর্টিকেলে http কি এবং https কি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আশা করি আজকের লেখা এই আর্টিকেল টি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে।

আর্টিকেল এর এই পর্যন্ত আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top