এইচএসসি রেজাল্ট ২০২৩ | 2023 সালের HSC Result দেখার নিয়ম

এইচএসসি রেজাল্ট ২০২২ : আপনি কি 2022  সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছেন? অথবা এইচএসসি রেজাল্ট ২০২৩ কবে প্রকাশ হবে সেই সংবাদ জানার জন্য উদ্বিগ্ন আছেন?

এইচএসসি রেজাল্ট ২০২১ | 2021 সালের HSC Result দেখার নিয়ম
এইচএসসি রেজাল্ট ২০২৩ | 2023 সালের HSC Result দেখার নিয়ম

তাহলে আপনাকে আর কোনো চিন্তা করতে হবেনা। কারন, আপনার চিন্তা মুক্তি করার জন্য  এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2021 কবে প্রকাশ পাবে

এবং কিভাবে এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখবেন সকল কিছু বিস্তারিত আলোচনা করব।

আপনি হয়তো অবগত আছেন যে মহামারী করোনার কারণে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে বিলম্বিত হাওয়ায় বাংলাদেশ শিক্ষা বোর্ড হতে এইচএসসি পরীক্ষা 2023 পিছিয়ে দেয়া হয়েছে।

যেহেতু দেরিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় সে অনুযায়ী পরীক্ষার রেজাল্ট দেরিতে দেয়া হবে।

কারণ আমরা সবাই জানি যে, পরীক্ষার শেষ করার কমপক্ষে 60 দিন সময় লাগে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে। কিন্তুু করোনা মহামারী প্রকোপে সবকিছু যেমন এলোমেলো হয়ে গেছে।

ঠিক একইভাবে করোনার প্রকোপ থেকে বাদ পড়েনি শিক্ষা ব্যবস্থাতেও। আর সে কারনেই মূলত এইচএসসি রেজাল্ট ২০২১ পাবলিশ হতে কিছুটা ব্যতিক্রম হয়ে গেছে।

তো এইসব জল্পনা কল্পনা শেষে আজকে আমি Hsc result 2021 এর সঠিক তারিখ এবং সময় জানিয়ে দিবো।

আপনি এখন থেকে দেখতে পারবেন যে, 2021 সালের এইচএসসি  রেজাল্ট কিভাবে দেখতে হয়।

এবং অনলাইন থেকে এইচএসসি  রেজাল্ট 2021 এবং এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০১১ এই পোস্ট থেকে জানতে পারবেন।

তাই আপনি যদি  HSC Result 2021 দেখতে চান তাহলে এই সম্পূর্ন পোস্টটি মন দিয়ে পড়ে ফেলুন। তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে পরীক্ষার রেজাল্ট বের করতে।

তো আর দেরি কেন, চলুন এবার জেনে নেয়া যাক, ২০২১ সালের এইচএসসি রেজাল্ট কবে দিবে। এবং কিভাবে আপনি ২০২১ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। 

এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2021 কবে দিবে

আমরা সবাই জানি যে, গত বছরে কয়েক লাখ স্টুডেন্ট HSC Exam এ অংশগ্রহন করেছিলো। আর আপনি যদি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন।

তাহলে অবশ্যই আপনার মনে একটি প্রশ্ন বারবার জাগবে যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2021 কবে দিবে?

তবে এই প্রশ্নটি শুধু আপনার মনেই নয়। বরং আপনার মতো এমন লাখো ছাত্র/ছাত্রীর মনে ঘুরপাক খাচ্ছে যে, এবারের এইচএসসি ফলাফল 2021 কবে প্রকাশিত হবে।

আপনি হয়তো অবগত আছেন যে সাধারণত এইচএসসি পরীক্ষা শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখে এবং শেষ হতে সময় লাগে প্রায় দীর্ঘ এক মাস এবং পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় 60 দিন পর অর্থাৎ জুন -জুলাই মাসে।

যে নিয়মে দীর্ঘদিন থেকে শিক্ষা কার্যক্রম চলে আসছে। এবং অতীতে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিলো। তারা সবাই এই সময় অনুযায়ী Hsc result 2021 দেখতে পেয়েছিলো।

তবে করোনার কারণে 2021 সালের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে ডিসেম্বর মাসের 2 তারিখে এবং শেষ হয়েছে ডিসেম্বর মাসের 30 তারিখ 2021.

সেই হিসাব অনুযায়ী অর্থাৎ পরীক্ষার সকল উত্তরপত্র দেখার জন্য 60 দিন  সময় বরাদ্দ দেয়া হয় ।

কিন্তুু আপনি তো জানেন যে, দীর্ঘদিন কয়েক বছর ধরে করোনা ভাইরাস বেশ মহামারী আকার ধারন করছে। এবং সেই মহামারী আজও বিদ্যমান রয়েছে।

আর সেই কারনে অফিশিয়ালি ভাবে এখনো এইচএসসি পরীক্ষা ২০২১ এর ফলাফল কোন দিন প্রকাশ হবে ঘোষণা দেয়া হয়নি। যেখানে পরীক্ষা হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে Hsc result 2021 প্রকাশ করার কথা ছিলো।  

তবে ধারণা করা যায় যে 2022 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১ এর ফলাফল ঘোষণা করা হবে।

কিন্তুু এটাও একটা আনুমানিক ধারনা মাত্র। কেননা, যতক্ষন না শিক্ষাবোর্ড থেকে কোনো প্রকার নোটিশ দেয়া হবে। ততোক্ষন আপনি বা আমি কোনোভাবেই Hsc result 2021 পাবলিশ করার তারিখ সঠিকভাবে বলতে পারবো না।

আর কোনো ভুল তথ্য দিয়ে আপনাকেও বিভ্রান্তিতে ফেলার চুল পরিমান ইচ্ছেও আমার মধ্যে নেই।

তাই এটা স্পষ্ট কনে বলছি যে, এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে এইচএসসি রেজাল্ট ২০২১ এর সঠিক তারিখ প্রকাশ করা হয়নি। 

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল

অতীতের দিনগুলো তে আপনি যেভাবে এইচএসসি রেজাল্ট ২০২১ দেখতে পেয়েছিলেন। বরাবরের মতো এবারও আপনি 2021 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল দুইটি উপায় অবলম্বন করে দেখতে পারবেন।

একটি হলো অনলাইন থেকে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম আরেকটি হলো অফলাইন থেকে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম।

অর্থাৎ আপনি ইন্টারনেট থেকে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন এবং আপনার মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস দ্বারা আপনার পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

তবে এখানে আপনাকে দেখাবো যে কিভাবে ইন্টারনেট থেকে পরীক্ষার ফলাফল দেখবেন এবং কিভাবে এসএমএস এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন তার সম্পূর্ণ সহজ উপায়ে নিম্নে দেখানো হবে।

কারন যেদিন Hsc result 2021 পাবলিশ করা হবে। সেদিন অনলাইন এবং অফলাইন। এই দুটো মাধ্যমেই চেস্টা করতে হবে।

কেননা, ফলাফল প্রকাশের দিনে ইন্টারনেট সার্ভার অনেক স্লো থাকে। যার কারনে এই সময়ে অনলাইন এর মাধ্যমে রেজাল্ট দেখা বেশ কষ্টকর হয়ে যায়।

আর সেই সময়ে আপনি চাইলে এসএমএস এর মাধ্যমেও Hsc result 2021 দেখে নিতে পারবেন। 

এইচএসসি রেজাল্ট ২০২১ দেখার নিয়ম

এইচএসসি রেজাল্ট  ২০২১ দেখার জন্য অবশ্যই আপনাকে একটি স্মার্ট মোবাইল ফোন অর্থাৎ যে মোবাইল ফোন দ্বারা ইন্টারনেট ব্যবহার করা যায় ।

সেই রকম একটি স্মার্টফোন আপনার নিকট থাকতে হবে। কেননা, একটি ভালো মানের স্মার্টফোন ছাড়া আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।

আর আপনি যদি Internet ব্যবহার না করেন। তাহলে আপনি অনলাইনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখতে পারবেন না। 

অথবা আপনার কাছে যদি স্মার্টফোন না থাকে। তবে আপনার নিকট একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকলেও হবে। এবং অবশ্যই সেই কম্পিউটারে  ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

আর একটা কথা বলে রাখা ভালো যে, এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১ এর দিনে রেজাল্ট দেখার ওয়েবসাইট  কিছুটা স্লো থাকে।

যার কারনে আপনার নেট কানেকশন যদি স্লো হয়। তাহলে এইচএসসি রেজাল্ট ২০২১ এর ফলাফল দেখতে আপনাকে অনেক বেগ পেতে হবে। 

আপনার যদি মোবাইল যারা ইন্টারনেট ব্যবহার করতে না পারেন তবে আপনাকে কোন ধরনের চিন্তা করতে হবে না। কারন, এখনও এমন অনেক মানুষ আছেন।

যারা এখনও ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয়। তা পরিস্কার ভাবে বুঝে উঠতে পারেনা। যার কারনে সেই মানুষ গুলোকে এইচএসসি রেজাল্ট ২০২১ এর দিনে কম্পিউটার এর দোকানে দোকানে ঘুরতে হয়। 

কিন্তুু আপনারও যদি ইন্টারনেট সম্পর্কে তেমন কোনো ধারনা না থাকে। তারপরেও আপনার কোনো চিন্তা করার দরকার নেই।

কারন নিচে আমি আপনাকে দেখাবো যে, কিভাবে ইন্টারনেট ছাড়াই SMS এর মাধ্যমে ২০২১ সালের এইচএসসি রেজাল্ট দেখতে হবে।

আর আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে hsc result 2021  দেখতে পারবেন।

নিচে আমি দেখাবো কিভাবে অনলাইন এবং এসএমএসের মাধ্যমে খুব সহজেই এইচএসসি রেজাল্ট ২০২১ খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে পারবেন।

আর সেজন্য নিচের আলোচিত ধাপ গুলো অবশ্যই মন দিয়ে পড়ার চেস্টা করবেন। 

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

এখন আমি আপনাকে দেখাব কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট অনলাইনের মাধ্যমে এবং এসএমএসের মাধ্যমে দেখতে পারবেন।

তবে শুরুতেই কিছু কথা বলবো। সেটি হলো সবার এইচএসসি পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন। যদি তার রেজিস্ট্রেশন নাম্বার ও রোল নম্বর এবং তার নাম জানা থাকে।

কেননা, আপনি অনলাইনে হোক কিংবা এসএমএস। আপনাকে অবশ্যই রোল নম্বর এবং সেই ব্যক্তির রেজিস্ট্রেশন নম্বর জানতে হবে। 

তো সবার শুরুতে আমি দেখাবো যে, কিভাবে আপনি অনলাইন এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২১ এর ফলাফল দেখতে পারবেন।

এবং এরপর দেখাবো যে, কিভাবে আপনি এসএমএস এর মাধ্যমে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

তাহলে আর দেরী কেন। চলুন সরাসরি ২০২১ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার সেই পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। 

অনলাইনে এইচএসসি রেজাল্ট 2021 দেখার নিয়ম

এবার আপনি জানবেন, কিভাবে আপনি আপনার হাতে থাকা। মোবাইল অথবা কম্পিউটার দিয়ে। ইন্টারনেট এর মাধ্যমে Hsc result 2021 এর ফলাফল দেখতে পারবেন।

মনে রাখবেন, এজন্য আপনাকে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে। আপনি যদি সেই ধাপ গুলো সঠিকভাবে অনুসরন করতে না পারেন। তবে আপনি এইচএসসি রেজাল্ট ২০২১ দেখতে ব্যার্থ হবেন।

আমরা সবাই জানি, আমাদের দেশে মোট শিক্ষাবোর্ড এর সংখ্যা হলো ১১ টি। আর এই সবগুলো মূলত বাংলাদেশ জাতীয় বোর্ড এর মধ্যে অন্তর্ভুক্ত।

যার কারনে, জাতীয় বোর্ড পরীক্ষার রুটিন থেকে শুরু করে। একবারে Exam Result পর্যন্ত এইসব গুলোর দিন তারিখ নির্ধারন করে থাকে।

আর সেই কারনে আপনি যদি Hsc result 2021 দেখতে চান। তাহলে অবশ্যই আপনাকে সবার আগে। বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আপনি চাইলে সরাসরি গুগলে গিয়ে (www.educationboard.gov.bd) লিখে সার্চ করলেই হবে। তবে আপনি চাইলে সরাসরি এখানে ক্লিক করেও। জাতীয় শিক্ষাবোর্ড এর মূল সাইটে যেতে পারবেন। 

তো যখন আপনি ২০২১ সালের এইচএসসি রেজাল্ট দেখার জন্য। বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড এর মূল ওয়েবসাইটে চলে যাবেন।

তখন আপনাকে আরও কিছু কাজ করতে হবে। চলুন এবার সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেয়া যাক। 

  • তো যখন আপনি এই সাইটে প্রবেশ করবেন। তখন আপনার সামনে একটি ফর্ম আসবে। এবং কিছু Option আপনার নজরে আসবে। 
  • এখন প্রথমে আপনি যে বক্সটি দেখতে পারবেন। সেখানে আপনাকে Examination সিলেক্ট করতে হবে। 
  • এরপর আপনি দেখতে পারবেন, Year. এখানে আপনি Exam Year নির্বাচন করুন।
  • আপনি যদি Hsc result 2021 দেখতে চান। তাহলে অবশ্যই আপনাকে 2021 সিলেক্ট করতে হবে। 
  • এবার আপনি Board নামের একটি অপশন দেখতে পারবেন। তো আপনি যেই শিক্ষাবোর্ড থেকে HSC Exam 2021 দিবেন। সেই বোর্ড টি এখানে সিলেক্ট করতে হবে। 
এইচ এসসি রেজাল্ট ২০২১ দেখার নিয়ম
এইচ এসসি রেজাল্ট ২০২১ দেখার নিয়ম
  • এবারের অপশনটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারন আপনার HSC Exam 2021 এ যে Roll নম্বরটি ছিলো। সেটি এখানে বসিয়ে দিতে হবে। 
  • রোল নম্বর এর পরের বক্সে আপনাকে HSC Exam 2021 এর Registration Number দিতে হবে। মনে রাখবেন, আপনার রোল এবং রেজিষ্ট্রেশন নম্বর যেন ভুল না হয়। 
  • সবশেষ আপনাকে ছোটো একটা Captcha Entry করতে হবে। এখানে আপনাকে একটা সহজ ম্যাথ দেয়া হবে। যেমন, (7+2)/(3+1) এমন ৷ 
  • তো এই ম্যাথের যে রেজাল্ট আসবে ৷ সেটি আপনাকে ডান পাশের ফাঁকা বক্সে বসিয়ে দিতে হবে। 
  • ব্যাস! আপনার কাজ শেষ। এবার আপনাকে Submit বাটনে ক্লিক করতে হবে। 

আপনি যদি সঠিকভাবে উপরের ধাপ গুলো সঠিকভাবে ফলো করতে পারেন। তাহলে আপনি খুব সহজেই।  Hsc result 2021 অনলাইন এর মাধ্যমে দেখতে পারবেন।

কিন্তুু আপনি যদি মার্কশিট সহো ২০২১ সালের এইচএসসি রেজাল্ট দেখতে চান। তাহলে আপনাকে নিচের পদ্ধতি টি ফলো করতে হবে। 

এসএমএসের মাধ্যমে এইচএসসি  রেজাল্ট 2021 দেখার নিয়ম

আমি শুরুতেই বলেছি যে, এখনও এমন অনেক মানুষ আছেন। যারা এখনও জানেনা, আসলে কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয়।

তাছাড়া Hsc result 2021 পাবলিশ এর দিনে আমাদের বাংলাদেশের জাতীয় শিক্ষাবোর্ড এর ওয়েব সাইট অনেক স্লো থাকে। যার কারনে আপনি সঠিক সময়ে আপনার Hsc result 2021 দেখতে।

অনেক রকমের ঝামেলায় পড়তে হবে।

কিন্তুু যদি আপনার অনলাইন নিয়ে তেমন কোনো ধারনা না থাকে। তবে আপনি চাইলে খুব সহজেই মাত্র কয়েক মিনিট এর মধ্যে। মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২১ দেখতে পারবেন।

আর কিভাবে আপনি আপনার এইচএসসি রেজাল্ট ২০২১ এসএমএস এর মাধ্যমে দেখতে পারবেন। এবার সে নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

তবে শুরুতেই একটা কথা বলা দরকার ৷ সেটি হলো আপনি যদি মেসেজ এর মাধ্যমে এইচএসসি ফলাফল 2021 দেখতে চান। তবে আপনার ফোনে অবশ্যই ৩/৫ টাকা থাকতে হবে।

কেননা, প্রতিটা সিম কোম্পানি তাদের মেসেজ সার্ভিস প্রদান করার জন্য। নির্দিষ্ট পরিমানে চার্জ নির্ধারন করেছে। আর আপনার সিমে যদি টাকা না থাকে।

তবে আপনি এসএমএস এর মাধ্যমে এইচএসসি ফলাফল 2021 দেখতে ব্যর্থ হবেন। 

  1. মেসেজের মাধ্যমে ২০২১ সালের এইচএসসি রেজাল্ট দেখতে হলে ৷ সবার আগে আপনাকে আপনার মোবাইলের Message অপশনে যেতে হবে। 
  2. এরপর আপনাকে টাইপ করতে হবে HSC.
  3. তার পর আপনাকে একটি স্পেস (Space) দিতে হবে। এবং আপনার শিক্ষাবোর্ড এর প্রথম তিনটি Digit দিতে হবে। যেমন, আপনি ঢাকা বোর্ড থেকে হলে DHA লিখবেন ৷ 
  4.  আপনি আরও একটি স্পেস দিবেন ৷ তারপর আপনার নিজস্ব Roll Number টি দিবেন।
  5. এবার পুনরায় আপনাকে একটি স্পেস দিতে হবে। এবং আপনি আসলে কোন সালে HSC Exam দিয়েছেন ৷ সেই সালটি লিখতে হবে।
  6. আপনি যেহুতু এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখতে চাচ্ছেন ৷ সেহুতু আপনাকে সাল 2021 দিতে হবে। 
  7. এরপর আপনাকে সেই মেসেজ টি 16222 নম্বরে সেন্ড করে দিতে হবে। 
  8. আপনার বোঝার সুবিধার জন্য আমি একটা ডেমো মেসেজ দিলাম। যেমন, HSC< Space >DHA <Space> Roll Number <Space>.

এই এসএমএস টি সেন্ড করার পর। ফিরতি এসএমএস আসার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।

এবং সেই ফিরতি মেসেজে আপনাকে আপনার ২০২১ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট চলে আসবে৷ 

মার্কশীটসহো Hsc result 2021 দেখার নিয়ম 

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন। যারা মূলত মার্কশীট সহো Hsc result 2021 দেখতে চান।

কিন্তুু সঠিক নিয়ম না জানার কারনে ৷ আজকের দিনেও এমন অনেক মানুষ আছেন।

যারা মূলত এইচএসসি রেজাল্ট ২০২১ মার্ক শীট সহো দেখতে পারেন না। তো এবার আমি আপনাকে দেখাবো যে, কিভাবে আপনি মার্কশীট সহো এইচএসসি রেজাল্ট ২০২১ দেখতে পারবেন।

আসলে মজার বিষয় হলো, আগের বছর গুলোতে আমরা শুধুমাত্র এইচএসসি ফলাফল দেখতে পেতাম

৷ অর্থ্যাৎ, কে কত গ্রেড পেয়েছে এটা দেখা যেত৷ আর মার্কশীট দেখার জন্য ২-৩ দিন অপেক্ষা করতে হতো।

কিন্তুু এখনকার দিনে আপনি খুব সহজেই একদিনেই মার্কশীট সহো এইচএসসি রেজাল্ট ২০২১ দেখতে পারবেন। চলুন এবার এ নিয়ে একটু ধারনা নেয়া যাক।

যদি আপনি মার্কশীট সহো Hsc result 2021 দেখতে চান ৷ তবে আপনাকে অবশ্যই বাংলাদেশ জাতীয় শিক্ষাবোর্ড এর মূল ওয়েবসাইটে যেতে হবে।

কারন আপনি যদি অন্য কোনো ওয়েবসাইটে যান। তবে আপনি কোনোভাবেই মার্কশীট সহো Hsc result 2021 দেখতে পারবেন না।

এরপর আপনাকে সেই ভাবে কাজ করতে হবে। যেভাবে আমি উপরে দেখিয়েছি যে, কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে Hsc result 2021 দেখতে পারবেন। 

আমাদের শেষকথা 

 আজকের আর্টিকেলে আমি Hsc result 2021 দেখার নিয়ম গুলোকে ধাপে ধাপে আলোচনা করেছি।

আশা করি আপনি আজকের আলোচিত Hsc result 2021 সম্পর্কে পরিস্কার একটা ধারনা পেয়ে গেছেন।

তবে এরপরও যদি আপনার মনে কোনো এইচএসসি রেজাল্ট ২০২১ নিয়ে প্রশ্ন থাকে। কিংবা এইচএসসি ফলাফল 2021 দেখতে সমস্যা হয়।

তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি আপনাকে হেল্প করার চেস্টা করবো।

আর এমন সব ইউসফুল তথ্য পেতে হলে অবশ্যই বাংলা আইটি ব্লগের সাথে থাকবেন। ধন্যবাদ। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top