ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায় – Bangla IT Blog

ফেসবুকের ভিডিও ডাউনলোড : আজকে আমি আপনাকে সেরা কিছু ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায় সম্পর্কে জানাবো।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায়
ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায়

যে উপায় গুলো অনুসরন করে আপনি যে কোনো ধরনের ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন। এবং সেই ভিডিও গুলোকে আপনি আপনার মেমোরি কার্ডে সেভ করে রাখতে পারবেন। 

মনে করুন আপনি ফেসবুকের নিউজফিড স্ক্রল করতে করতে হঠাৎ একটি ভিডিও দেখতে পেলেন।

এরপর সেই ভিডিওটি প্লে করার পর সেটি আপনার কাছে অনেক ভালো লাগলো। এবং আপনি চাইলেন যে উক্ত Facebook Video download করে আপনার মেমোরি কার্ডে সেভ করে রাখতে।

কিন্তুু পরে আপনি দেখতে পেলেন যে, ফেসবুকে শুধু ভিডিও দেখা যায়। কিন্তুু ডাউনলোড করার কোনো প্রকার অপশন নেই।

কেননা, ফেসবুক আপনার জীবনের মূল্যবান সময় গুলো কে হুদাই নষ্ট করার সুযোগ দিলেও। ভিডিও ডাউনলোড করার মতো কোনো প্রকার সুযোগ দিবেনা।

এর প্রধান কারন হলো, ফেসবুক সবসময় চায় যে আপনি তাদের ওয়েবসাইটে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করুন ৷

আর তারা আপনাকে দিয়ে প্রচুর পরিমান টাকা ইনকাম করুক। এটাই হলো তাদের ব্যবসা করার একটা দারুন পদ্ধতি।

তো ফেসবুক আপনাকে দিয়ে কত টাকা টাকা আয় করছে। সেটা তেমন বড় কথা নয়, বরং আপনি সেই ফেসবুকে থাকা ভিডিও গুলো কে কিভাবে ডাউনলোড করবেন।

আপনার জন্য আরো লেখা…

সে উদ্দেশ্যেই মূলত আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে।

আপনি যদি Facebook Video Download করতে চান। তাহলে অবশ্যই আজকের পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন। 

ফেসবুকের ভিডিও ডাউনলোড করা যায় কি?

আমি আর্টিকেলের শুরুতেই বলেছি যে, ফেসবুক আপনার মূল্যবান সময় গুলোকে অযথা নষ্ট করার সুযোগ দিলেও। ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার মতো তেমন কোনো সুযোগ দেয়না।

কারন তারা চায় যেন, ফেসবুক ব্যবহার কারীরা আরও ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় ব্যয় করুক। যেন তাদের ব্যবসা করার পরিধি আরও বৃহৎ আকার ধারন করে।

তবে ফেসবুক তাদের সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ডাউনলোড করার পারমিশন না দিলেও। আজকের দিনে এমন ডেভলপার বা প্রোগ্রামার এর উদ্ভদ হয়েছে।

যাদের তৈরি প্রডাক্ট গুলো দিয়ে আপনি খুব সহজেই যে কোনো ধরনের ফেসবুক ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

শুধু তাই নয়, আপনি যদি এই প্রোডাক্ট গুলোর মাধ্যমে Facebook Video Download করেন। তাহলে আপনি নানাবিধ সুবিধা ভোগ করে নিতে পারবেন।

যেমনঃ আপনি এগুলোর মাধ্যমে ভিডিও ডাউনলোড করার পাশাপাশি উক্ত ভিডিও গুলো কে ভিন্ন ভিন্ন ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।

এর সাথে আপনি চাইলে সেই ভিডিও গুলোকে Audio বা Mp3 ফাইলেও ডাউনলোড করতে পারবেন। 

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায়

কারনে কিংবা অকারনে আমাদের প্রায় সময়ই ফেসবুকের ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়ে থাকে। কিন্তুু এখনও এমন অনেক মানুষ আছেন।

যারা মূলত এখনও জানেনা যে, কোন উপায় গুলোর মাধ্যমে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয়।

তবে মজার বিষয় হলো, আপনি চাইলে অনেক সহজ সহজ পদ্ধতি অনুসরন করে যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

তো আপনি চাইলে মোট ২ ভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর এই দুটি উপায় বেশ সহজ। যেমনঃ

  1. বিভিন্ন Apps এর মাধ্যমে এবং 
  2. বিভিন্ন Website এর মাধ্যমে 

হুমমম! বর্তমানে যারা যারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে। তারা মূলত এই দুইটি পদ্ধতি অনুসরন করে থাকে।

তাই আপনাকেও অবশ্যই ভিডিও ডাউনলোড করার জন্য এই দুটি পদ্ধতি অনুসরন করতে হবে। তো চলুন এ পদ্ধতি গুলি সমন্ধে একটু বিস্তারিত আলোচনা করা যাক।   

কিভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয়?

উপরে আমি ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য মোট ২ টি উপায় সম্পর্কে বলেছি।

যদি কোনো মানুষ তার পছন্দের ভিডিও গুলো কে ফেসবুক থেকে ডাউনলোড করতে চায় ৷ তাহলে তাকে এই দুটি উপায়ে কাজ করতে হবে।

তবে একটা কথা বলে রাখা ভালো যে, আপনি যদি গুগলে Best Fb Video Download Website/Apps লিখে সার্চ করেন ৷ তাহলে আপনার সামনে এমন অনেক অনেক ওয়েবসাইট বা অ্যাপস এর লিষ্ট চলে আসবে ৷

তবে আপনি এই ধরনের টুলস গুলো ব্যবহার করার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন।

কেননা, এমন অনেক ডেভলপার আছেন। যারা এই ওয়েবসাইটে বা অ্যাপস এর মাধ্যমে আপনার ফোনের গোপন তথ্য হাতিয়ে নেয়ার সুযোগ খুজবে।

অর্থ্যাৎ, আপনি আপনার নিজের অজান্তেই তাদেরকে আপনার ফোনের সকল এক্সেস দিয়ে ফেলবেন। অথচ আপনি কিছুই বুঝতে পারবেন না।

তবে আজকে আমি ফেসবুকের ভিডিও ডাউনলোড করার যেসব এপস বা ওয়েবসাইট নিয়ে কথা বলবো। সেগুলো অনেক সেফ, কেননা এগুলো তে আপনার ফোনে থাকা কোনো তথ্য চুরি হয়ে যাওয়ার সুযোগ নেই।

তো চলুন এবার সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। 

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

বর্তমানে আপনি এমন অনেক ধরনের ফেসবুক ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার খুজে পাবেন। কিন্তুু সেগুলোর মধ্যে স্ক্যামিং এর অনেক ভয় থাকবে।

কেননা, এপস এর মাধ্যমে যেকোনো ধরনের ডিভাইস কে খুব সহজেই হ্যাক করা সম্ভব৷ সেজন্য এপস ব্যবহার করার দিক থেকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন।

তো চলুন এবার জেনে নেয়া যাক, যে কিভাবে আপনি Apps এর মাধ্যমে ফেসবুকের যেকোনো ধরনের ভিডিও কে ডাউনলোড করবেন ৷

এবং ফেসবুকের ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার কোনগুলো। 

০১| Vidmate FB Video Downloader 

আমরা যারা এন্ড্রয়েড ইউজার আছি, তারা অবশ্যই Vidmate নামক মোবাইল এপস এর সাথে পরিচিত। কেননা, এটি এমন এক ধরনের শক্তিশালী এপস।

যার মাধ্যমে যেকোনো ধরনের ভিডিও কে অনেক সহজ ভাবে ডাউনলোড করা যায়। আর সে কারনে আমাদের মধ্যে প্রায় অধিকাংশ মানুষ এই Android Apps কে ব্যবহার করে থাকে।

তো চলুন এবার জেনে নেয়া যাক, কিভাবে আপনি Vidmate এর মাধ্যমে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

আর এই কাজটি করার জন্য আপনাকে বেশ কিছু ধাপ অনুসরন করতে হবে। যেমনঃ

  1. সবার আগে আপনাকে Vidmate নামক জনপ্রিয় অ্যাপস কে আপনার ফোনে ইনস্টল করতে হবে। 
  2. এরপর ডাটা কানেকশন চালু করে উক্ত অ্যাপস কে রান করতে হবে। 
  3. এরপর আপনাকে পুনরায় সেই ফেসবুক ভিডিওটি তে যেতে হবে। যে ভিডিওটি আপনি ফেসবুক থেকে ডাউনলোড করতে চান। 
  4. এরপর আপনি ফেসবুকের যে ভিডিওটি ডাউনলোড করতে চান। সেই ভিডিও এর Share অপশনে ক্লিক করতে হবে। 
  5. যখন আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। তখন আপনি Copy Link নামের আরও একটি অপশন দেখতে পারবেন। আপনাকে সেই ভিডিও এর লিংককে কপি করতে হবে। 
  6. এরপর আপনাকে সরাসরি Vidmate নামক অ্যাপসে প্রবেশ করতে হবে। এবং সার্চ বারে কপি করা লিংকটি Paste করে দিতে হবে। 
  7. যখন আপনি কপি করা লিংককে Paste করবেন। তখন আপনি সেই ভিডিওটি Vidmate এ দেখতে পারবেন। এবং সেখান থেকে সরাসরি উক্ত ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন।

💥Quick Note: যদি উপরের কাজ গুলো আপনার কাছে অনেক ঝামেলা মনে হয়।

তাহলে আপনি চাইলে আপনার ফেসবুক একাউন্টি সরাসরি Vidmate থেকে Log in করে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ফেসবুকের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। 

⚠️Quick Alart: একটা কথা না বললেই নয়, সেটি হলো বর্তমানে বিশ্বের জনপ্রিয় এপস স্টোর Google Play Store থেকে ভিডমেট কে পুরোপুরি ভাবে ব্যান করে দেওয়া হয়েছে।

কেননা, এই মোবাইল অ্যাপস টি তার ইউজারদের বিভিন্ন রকমের তথ্য চুরি করা সহো অনেক অবৈধতা পাওয়া গেছে। তাই আপনি যখন এই এপসটি ব্যবহার করবেন ৷ তখন অবশ্যই নিজ দায়িত্বে ব্যবহার করবেন৷ 

০২| Snap Downloader

এবার আপনাকে আমি আরও একটি দারুন এপস এর সাথে পরিচয় করিয়ে দিবো। যার মাধ্যমে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

বলা বাহুল্য যে, উক্ত মোবাইর অ্যাপসটি এখন বেশ জনপ্রিতার শীর্ষে অবস্থান করে আছে। আর সে কারনেই গুগল প্লে স্টোরে এই এপসের রেটিং হলো 3.4

আপনি যদি ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য Snap Downloader Pro কে ব্যবহার করেন ৷ তাহলে আপনি বিশেষ কিছু সুবিধা ভোগ করতে পারবেন।

আপনি আরো দেখতে পারেন…

যেমন, আপনি উক্ত অ্যাপসটি দিয়ে বিভিন্ন কোয়ালিটি এর ভিডিও ডাউনলোড করতে পারবেন।

সরাসরি 4k, mp4, 3gp সহো যেকোনো ধরনের ভিডিও গানকে অডিও ফাইলেও ডাউনলোড করতে পারবেন। 

🌀Download Snap Downloader Pro 

______Click Here______

তো চলুন এবার জেনে নেয়া যাক, কিভাবে আপনি উক্ত এপস এর মাধ্যমে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন।

কেননা, এই অ্যাপসটি ব্যবহার করতে হলে আপনাকে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে। যেমনঃ

  1. সবার আগে আপনাকে আপনার মোবাইল ডিভাইসে Snap Downloader Pro এপস কে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। 
  2. এরপর আপনি যে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চান। তার লিংকটি কপি করতে হবে। 
  3. আপনি ফেসবুক ভিডিও থেকে যে লিংকটি কপি করবেন। সেটি পুনরায় এই অ্যাপসে এসে সার্চ বারে Paste করে সার্চ করতে হবে। 
  4. যখন আপনি আপনার কপি করা লিংকটি পেষ্ট করে সার্চ করবেন। তখন আপনি ফেসবুকের ঐ ভিডিওটি দেখতে পারবেন। 
  5. এরপর আপনি চাইলে এখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। এবং আপনি আপনার সুবিধামতো ডাউনলোড করে নিতে পারবেন।

উপরে যে ধাপ গুলো উল্লেখ করা হয়েছে। আপনি যদি সেই ধাপগুলো সঠিকভাবে অনুসরন করেন।

তাহলে আপনিও অন্যদের মতো যে কোনো ধরনের FB Video Download করে নিতে পারবেন। সেটিও আবার কোনো প্রকার ঝামেলা ছাড়াই। 

০৩| Video Downloader For Facebook 

আজকের সর্বশেষ যে ফেসবুক ভিডিও ডাউনলোড করার এপস নিয়ে কথা বলবো ৷

সেটি দিয়ে আপনি অনেক সহজ ভাবে ফেসবুক ভিডিও সহো অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

আর আজকের দিনে উক্ত অ্যাপসটি প্রায় হাজার হাজার মানুষ ব্যবহার করে আসছে। তাই আপনিও এই মোবাইল অ্যাপস কে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।

এবারের এই মোবাইল অ্যাপস এর নাম হলো Video Downloader For Facebook.

হয়তবা নাম দেখেই আপনি বুঝে গেছেন যে, উক্ত অ্যাপসটির মূল কাজ হলো ফেসবুকের ভিডিও ডাউনলোড করা।

তবে ফেসবুক বাদেও এর মাধ্যমে অনেক প্লাটফর্ম এর ভিডিও ডাউনলোড করা সম্ভব।

তো আপনি যদি Fb Video Download করার জন্য উক্ত এপস কে ব্যবহার করেন ৷ তাহলে আপনি অনেক ধরনের প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন।

যেমন, এর মাধ্যমে আপনি ভিন্ন ভিন্ন কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন। মূলত 4K Video থেকে শুরু করে 240p, 1080p, 140p, 720p সহো অনেক কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন।

🌀Download Video Downloader For FB

_____Click Here______

এবার চলুন জেনে নেয়া যাক, আসলে কোন কোন পদ্ধতি অনুসরন করে এই অ্যাপস থেকে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে হয়।

  1. যদি আপনি ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য উক্ত অ্যাপস কে ব্যবহার করতে চান। তাহলে উপরে দেওয়া লিংক থেকে আপনাকে সেই অ্যাপস কে ডাউনলোড করে নিতে হবে। 
  2. এরপর আপনি যে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চান। তার লিংকটি কপি করে নিতে হবে। 
  3. লিংক কপি করার পর আপনি উক্ত এপসে একটি Search Box দেখতে পারবেন। আপনার কপি করা লিংকটি ঐ বক্সে Paste করে দিতে হবে। 
  4. এরপর আপনি আপনার পছন্দের ফেসবুক ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

তো এই এপস গুলো ছাড়াও আপনি আরও অনেক ধরনের Facebook Video Download Apps পাবেন।

আমি শুধমাএ আমার পছন্দের এপস গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। 

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট 

উপরের আলোচনা থেকে আপনি মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয়।

সে সম্পর্কে বিস্তারিত ভাবে জেনেছেন। তো মজার বিষয় হলো যে, Android Apps বাদেও এমন অনেক ধরনের ওয়েবসাইট পাবেন।

যেখানে পূর্বে থেকেই কোডিং করা থাকে। আপনি শুধু ঐ ওয়েবসাইট গুলো তে গিয়ে লিংক পেষ্ট করবেন। আর সাথে সাথে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিও গুলি ডাউনলোড করে নিতে পারবেন।

আর আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে ফোনের মধ্যে বেশি অ্যাপস ইনস্টল করতে চায় না।

তো এই মানুষ গুলোর জন্য আসলে FB Video Download Website গুলো অনেক কাজে আসবে। এতে করে আপনাকে আর বাড়তি কোনো এপস ইনস্টল করার প্রয়োজন হবে না।

💡Free Tips: যখন আপনি কোনো ওয়েবসাইট এর মাধ্যমে Facebook Video Download করবেন। তখন অবশ্যই আপনার ফোনে Google Chrome নামক ব্রাউজারটি ইনস্টল করবেন।

কেননা, গুগল ক্রম আপনার কাঙ্ক্ষিত ভিডিও গুলো কে ডাউনলোড করতে অনেকখানি সাহায্য করবে।

💥Quick Alart: যখন আপনি Google Chrome দিয়ে এসব ওয়েবসাইট থেকে ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন। তখন আপনার সামনে নানা ধরনের Popup Window আসবে।

মনে রাখবেন, সেই পপআপ উইন্ডো গুলোতে কোনো ভাবেই ক্লিক করবেন না।

তো সত্যি বলতে আমার যখন ফেসবুক কিংবা ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করার দরকার হয়।

তখন আমি নিজেও এই ওয়েবসাইট গুলোকে ব্যবহার করে থাকি। তো চলুন এবার সেই ওয়েবসাইট গুলো সম্পর্কে জেনে নেয়া যাক। 

০১| Fdown – Fb Video downloader

আজকের দিনে ফেসবুকের যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করার জন্য অন্যতম একটি ওয়েবসাইট হলো, Fdown.

যার মাধ্যমে আপনি খুব সহজেই ফেসবুক থেকে যে কোনো ধরনের ভিডিও কে ডাউনলোড করে নিতে পারবেন।

বলা বাহুল্য যে, আপনার মতো এমন অনেক মানুষ আছেন। যারা মূলত এই ওয়েবসাইট কে নিয়মিত ব্যবহার করে থাকে।

তো আপনি চাইলে মোবাইল অ্যাপস এর মতো করে উক্ত ওয়েবসাইটেও ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। যেমনঃ

  1. সবার আগে আপনাকে সেই ভিডিও এর লিংক Copy করতে হবে। যে ভিডিও টি আপনি ডাউনলোড করতে চান। 
  2. এরপর আপনাকে সরাসরি ঐ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
  3. উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন। 
  4. এরপর আপনি একটা বক্স দেখতে পারবেন। এখানে আপনি যে লিংকটি Copy করছিলেন। সেই লিংকটি উক্ত বক্সে Paste করে দিতে হবে। এবং এরপর কন্টিনিউ করতে হবে। 
  5. সবশেষে কিছুক্ষন অপেক্ষা করার পর আপনি সরাসরি Download নামক একটি অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করা মাএ আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিও ডাউনলোড করতে পারবেন।

তো বর্তমানে যে ওয়েবসাইট গুলো আছে। সেগুলো তে কাজের প্রক্রিয়া প্রায় একইরকম।

অর্থ্যাৎ আপনি শুধু লিংক কপি করার পর উক্ত ওয়েবসাইট গুলো তে এসে Paste করে দিবেন।

আপনি আরো পড়তে পারেন…

আর সাথে সাথে অটোমেটিক আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

আর এমন অনেক অনেক ফেসবুক ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট রয়েছে। আপনার যেটা পছন্দ হয়। আপনি সেই ওয়েবসাইট কে ব্যবহার করতে পারবেন। যেমনঃ

  1. En.Savefrom
  2. Snapsave
  3. Getfvid

তো এগুলো হলো বর্তমান সময় এর জনপ্রিয় কিছু ওয়েবসাইট। যার মাধ্যমে আপনি আপনার পছন্দের ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন৷ 

ফেসবুকের ভিডিও ডাউনলোড নিয়ে কিছুকথা

আজকের আর্টিকেলে আমি বেশ কিছু মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

যেগুলোর মাধ্যমে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা সম্ভব। আশা করি আজকের আর্টিকেলটি পড়ার পর আপনার আর ফেসবুকের ভিডিও ডাউনলোড করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।

আর এমন সব ইন্টারেস্টিং টপিক সম্পর্কে জানতে হলে অবশ্যই Bangla it blog এর সাথে থাকবেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top