মোবাইলের সবচেয়ে ভালো কল রেকর্ডার সফটওয়্যার ডাউনলোড করুন

ভালো কল রেকর্ডার সফটওয়্যার : বিভিন্ন সময় আমাদের মোবাইলে কল রেকর্ড করার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু বর্তমান সময়ে আপনি এমন অনেক কোম্পানির স্মার্টফোন দেখতে পারবেন।

মোবাইলের সবচেয়ে ভালো কল রেকর্ডার সফটওয়্যার ডাউনলোড করুন
মোবাইলের সবচেয়ে ভালো কল রেকর্ডার সফটওয়্যার

যে ফোন গুলো তে সরাসরি কল রেকর্ড করার কোন প্রকারের অপশন নেই। আর যখন আমরা এ ধরনের সমস্যার সম্মুখীন হই।

খন আমরা ভালো কল রেকর্ডার সফটওয়্যার খুঁজে থাকে বা কল রেকর্ডিং সফটওয়্যার ডাউনলোড করি। আবার অনেকেই অটোমেটিক কল রেকর্ডার ডাউনলোড করে।

যদিওবা আপনি চাইলে বর্তমানে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের কল রেকর্ডার সফটওয়্যার খুঁজে পাবেন।

কিন্তু সেগুলোর মধ্যে অধিকাংশই সঠিক ভাবে কাজ করে না।

কেননা এমন অনেক মানুষ আছেন যারা মূলত তাদের ইনকাম করার আশায় এই ধরনের ভুয়া কল রেকর্ডার সফটওয়্যার (Call Recorder Apps) পাবলিশ করে থাকে।

আর যখন আপনি তাদের এই কল রেকর্ডার সফটওয়্যার গুলো আপনার ফোনে ইন্সটল করবেন।

তখন সেই সফটওয়্যার গুলো দিয়ে আপনি কখনোই আপনার কল রেকর্ড করতে পারবেন না। বরং আপনি শুধুমাত্র তাদের দেয়া বিজ্ঞাপন গুলো দেখতে পারবেন।

তো আপনি যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হন। সেজন্য মূলত আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।

কারণ আজকে আমি আপনাকে এমন কিছু কল রেকর্ড করার সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব।

যে গুলো অনেক বেশি কার্যকরী এবং আপনি যদি আপনার স্মার্ট ফোন এর মধ্যে এই ধরনের কল রেকর্ড অ্যাপস গুলো ব্যবহার করেন।

আপনি আরোও জনাতে পারবেন…

তাহলে আপনি আপনার সকল ধরনের কল রেকর্ড করে নিতে পারবেন। আর আপনি যাতে এই Call Recorder Apps গুলো সহজ ভাবে ডাউনলোড করতে পারেন।

সে জন্য আমি নিচে উক্ত এপ্স গুলো নিয়ে বিস্তারিত বলার পাশাপাশি। সরাসরি ডাউনলোড লিংক দিয়ে দিব।

আপনি চাইলে সেই লিংকে ক্লিক করে আপনার প্রয়োজনীয় কল রেকর্ড করার সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিতে পারবেন।

তাহলে আর দেরি না করে চলুন সরাসরি মূল আলোচনা তে ফিরে যাওয়া যাক। এবং কল রেকর্ডার সফটওয়্যার গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি – (best call recorder apps for Android)

তো উপরে আমি আপনাকে একটা কথা বলেছি। আর সেই কথা টি হল যে, বর্তমান সময়ে আপনি গুগল প্লে স্টোর এর মধ্যে বিভিন্ন ধরনের কল রেকর্ডার সফটওয়্যার দেখতে পারবেন।

তবে সে গুলোর মধ্যে কিছু কিছু কল রেকর্ডার সফটওয়্যার আছে। যে গুলো অনেক ভাল কাজ করে। আবার আপনি এমন অনেক সফটওয়্যার দেখতে পারবেন।

যে গুলো কোন কাজের না, যে কারণে আমরা অনেকেই সেই অকেজো সফটওয়্যার গুলো ডাউনলোড করার পরে। সঠিক ভাবে আমাদের কল রেকর্ড করতে পারি না।

আর আপনি যাতে এই ধরনের সমস্যায় না পড়েন। সেজন্য এবার আমি আপনাকে ধাপে ধাপে বেশ কয়েক টি সবচেয়ে ভালো কল রেকর্ডার এপস এর সাথে পরিচয় করিয়ে দিব।

যে গুলোর আপনি আপনার যে কোন কোম্পানির ফোনে ব্যবহার করতে পারবেন।

এবং সেই রেকর্ডার সফটওয়্যার গুলোর মাধ্যমে আপনি আপনার ফোন এর কল রেকর্ড করতে পারবেন।

Automatic Call Recorder

যদি আপনি আপনার স্মার্টফোনের মধ্যে সবচেয়ে ভালো কোন কল রেকর্ডার অ্যাপস খুঁজে থাকেন।

তাহলে Automatic Call Recorder হবে আপনার জন্য উপযুক্ত একটি অ্যাপস। আর বর্তমান সময়ে আপনি এমন অনেক মানুষের ফোনের মধ্যে এই অ্যাপস টি ব্যবহার করা দেখতে পারবেন।

সেদিক থেকে বলা যায় যে, আজকের দিনে এই অ্যাপস টি কল রেকর্ডিং এর জগতে বেশ জনপ্রিয় তা অর্জন করতে পেরেছে। তো এত মানুষ যদি এই কল রেকর্ডিং অ্যাপ টি ব্যবহার করতে পারে।

তাহলে আপনিও ব্যবহার করতে পারবেন। এবং আপনি আপনার প্রয়োজনীয় কল গুলো রেকর্ড করে নিতে পারবেন।

তো যখন আপনি গুগল প্লে স্টোরের মধ্যে এই অ্যাপস টি ডাউনলোড করতে যাবেন। তখন উক্ত অ্যাপসের রেটিং ৩.৯ দেখতে পারবেন।

তো রেটিং এর দিক থেকে একটু কম হলেও এই অ্যাপ টা কিন্তু অনেক কার্যকরী। আর এই অ্যাপ টি আপনি দুইটি ভার্সনে দেখতে পারবেন।

মূলত একটি ফ্রিতে ব্যবহার করা যায় এবং আরেক টি পেইড ভার্সন রয়েছে। যেখানে বেশ কিছু ফিচার রয়েছে যে গুলো ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে পেইড ভার্সন ব্যবহার করতে হবে।

Download Automatic Call Recorder: Touch Here

Automatic Call Recorder by recorder & smart

উপরে আপনি যে কল রেকর্ডার অ্যাপস সম্পর্কে জানলেন। ঠিক তেমনি আরেক টি অ্যাপস এর নাম হলো, Automatic Call Recorder by recorder & smart.

মূলত এই অ্যাপসের মাধ্যমেও আপনি অনেক সহজেই আপনার ফোনে এর সকল প্রকার কল রেকর্ড করে নিতে পারবেন। অবাক করার মত বিষয় হলো যে বর্তমান সময়ে প্রায় অনেক দেশের মানুষ।

তাদের ফোনের কল রেকর্ড করার জন্য এই অ্যাপস টি কে ব্যবহার করে থাকে। আর যখন আপনি এই অ্যাপস টি কে কল রেকর্ড করার জন্য ব্যবহার করবেন।

তখন আপনি এই অ্যাপস এর মধ্যে বিভিন্ন রকমের ফিচার দেখতে পারবেন। যেমন, আপনি চাইলে আপনার রেকর্ড করা কল গুলো আপনার পছন্দ মতো স্টোরেজ এর মধ্যে রেখে দিতে পারবেন।

সেই সাথে আপনি যদি কোনো কারণে সেই রেকর্ড হওয়া ফাইল গুলো হারিয়ে ফেলেন কিংবা ডিলিট করে ফেলেন।

তাহলে পরবর্তী সময়ে আপনি এই অ্যাপস এর মাধ্যমে সেই হারিয়ে যাওয়া রেকর্ডিং ফাইল গুলো কে পুনরায় ব্যাকআপ নিতে পারবেন।

এছাড়াও উক্ত অ্যাপসের মধ্যে আরও বেশ কিছু ফিচার রয়েছে। যে ফিচার গুলো ব্যবহার করার জন্য আপনাকে পেইড ভার্সন ব্যবহার করতে হবে।

আর যদি আপনি সেই ফিচার গুলো ব্যবহার করার জন্য পেমেন্ট করবেন। সে ক্ষেত্রে আপনার উক্ত অ্যাপস টি আরো অনেক বেশি ভালো লাগবে।

কেননা এই ভার্সনের মধ্যে এই অ্যাপস এর মধ্যে আরো বিশেষ বিশেষ ফিচার রয়েছে।

Download Automatic Call Recorder by recorder: Touch Here

Call Recorder by Boldbeast

আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন যারা মূলত তাদের ফোনের কল রেকর্ড করার জন্য প্রফেশনাল রেকর্ডিং অ্যাপস খুঁজে থাকেন।

তো আপনিও যদি এই ধরনের কোন প্রফেশনাল রেকর্ডিং অ্যাপ খুঁজে থাকেন। তাহলে এবারের অ্যাপ টি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে।

কেননা এই Call Recorder by Boldbeast নামের অ্যাপস এর মাধ্যমে কল রেকর্ড করার পাশাপাশি আপনি আরো অনেক কাজ করতে পারবেন।

যেমন, আপনি যখন এই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনে আসা কল রেকর্ড করবেন। তখন আপনি কি রকম কোয়ালিটি তে সেই কল রেকর্ড গুলো সেভ করবেন।

সেটা সেটিং করে নিতে পারবেন। এর পাশাপাশি আপনি চাইলে ক্লাউড ব্যাকআপ এর সাপোর্ট পাবেন। আর এইসব সুবিধা গুলো আপনি একবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

যে কারণে আজকের দিনে যারা প্রফেশনাল রেকর্ডিং অ্যাপস খুজে থাকে। তারা অধিকাংশ সময় এই অ্যাপস টি ব্যবহার করে থাকে।

আর একটা কথা না বললেই নয়, সেই কথা টি হলো যে। এই অ্যাপসের মাধ্যমে আপনি অনেক হাই কোয়ালিটি ফরম্যাটে আপনার ফোনের কল গুলো রেকর্ড করে নিতে পারবেন।

সেই সাথে এই রেকর্ড করা ফাইল গুলো আপনি সরাসরি এই অ্যাপ থেকে আপনার গুগল ড্রাইভের মধ্যে জমা করে রাখতে পারবেন। যাতে করে আপনার কল রেকর্ড করা ফাইল গুলো কোন ভাবে হারিয়ে না যায়।

Download Call Recorder by Boldbeast: Touch Here

Call Recorder Automatic

স্মার্ট ফোনের মধ্যে কল রেকর্ড করার অন্যতম একটি অ্যাপস হলো Call Recorder Automatic. কেননা যখন আপনি এই অ্যাপস টি আপনার ফোনে কল রেকর্ড করার জন্য ব্যবহার করবেন।

তখন আপনি উক্ত অ্যাপস এর মধ্যে দুইটি ভার্সন দেখতে পারবেন। মূলত একটি ভার্সন রয়েছে একবারেই বিনামূল্যে।

যেখানে আপনাকে উক্ত অ্যাপ টি ব্যবহার করার জন্য কোন প্রকারের টাকা প্রদান করতে হবে না। তবে যদি আপনি এই অ্যাপসের ফ্রি ভার্সন ব্যবহার করেন।

সে ক্ষেত্রে আপনি অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন। অপর দিকে আপনি যদি পেইড ভার্সন ব্যবহার করেন। তাহলে আপনি বাড়তি কিছু সুবিধা ভোগ করতে পারবেন।

কেননা যখন আপনি এই অ্যাপসের মধ্যে থাকা পেইড ভার্সন ব্যবহার করবেন। তখন আপনি অনেক উপকারী কিছু ফিচার দেখতে পারবেন।

যে ফিচার গুলোর মাধ্যমে আপনি অনেক ভাল কোয়ালিটির কল রেকর্ড করতে পারবেন। তবে আপনার যদি টাকা ব্যয় করার ইচ্ছা না থাকে।

তাহলে আপনি চাইলে এই অ্যাপস এর মধ্যে থাকা ফ্রি ভার্সন গুলো ব্যবহার করে আপনার ফোনের কল রেকর্ড করতে পারবেন।

কিন্তু আপনি যদি বাড়তি ফিচার উপভোগ করতে চান। তাহলে অবশ্যই আপনাকে পেইড ভার্শন ব্যবহার করতে হবে। আর আপনি যদি এই জনপ্রিয় কল রেকর্ডিং অ্যাপস টি ব্যবহার করতে চান।

তাহলে আপনাকে নিচে দেওয়ার লিংকের মধ্যে ক্লিক করতে হবে। তাহলে আপনি সরাসরি আপনার স্মার্টফোনের মধ্যে এই কল রেকর্ডিং অ্যাপস টি ব্যবহার করতে পারবেন।

Download Call Recorder Automatic: Touch Here

Cube Call Recorder

এতক্ষণ ধরে আপনি মোট যত গুলো কল রেকর্ডার অ্যাপস এর নাম সম্পর্কে জানতে পেরেছেন। তার থেকে সবচেয়ে ভিন্ন হল Cube Call Recorder নামক অ্যাপস।

কেনোনা উপরে আলোচিত অ্যাপস গুলোর মাধ্যমে আপনি শুধুমাত্র সাধারণ কল গুলো রেকর্ড করতে পারবেন।

কিন্তু কেউ যদি আপনাকে অন্যান্য মাধ্যমে কল দেয়। যেমন, মেসেঞ্জারে মাধ্যমে কল দেয় কিংবা হোয়াটস অ্যাপের মাধ্যমে কল দেয়।

তাহলে কিন্তু সেই অ্যাপস গুলো দিয়ে আপনি কোনভাবেই এই ধরনের সোশ্যাল মিডিয়া থেকে আসা কল গুলো কে রেকর্ড করতে পারবেন না।

কিন্তু আপনি যদি এই ধরনের কল গুলো রেকর্ড করতে চান। তাহলে আপনার জন্য Cube Call Recorder নামক এই অ্যাপ টি সবচেয়ে হেল্পফুল হবে।

আপনার জন্য আরোও লেখা আছে…

কারণ উক্ত অ্যাপসের মাধ্যমে আপনি সকল ধরনের কল রেকর্ড করে নিতে পারবেন। আর অবাক করার মত বিষয় হলো যে।

এত সুন্দর একটা ফিচার ব্যবহার করার জন্য আপনাকে কোন ধরনের পেইড ভার্সন ব্যবহার করতে হবে না। অর্থাৎ আপনি এই ধরনের ফিচার গুলো একবারই বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

আর সে কারণে বর্তমান সময়ে প্রায় অনেক মানুষ তাদের ফোনের সকল ধরনের কল রেকর্ড করার জন্য। এই অ্যাপ টি কে ব্যবহার করে আসছে।

আপনি চাইলে ইউটিউব কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এই অ্যাপসের রিভিউ দেখে নিতে পারেন।

কেননা সবাই এই অ্যাপটিকে অনেক ভালো বলে থাকে। তাই তাইলে আপনিও নিশ্চিন্তে এই এপ টি ব্যবহার করে আপনার ফোনের সকল কল রেকর্ড করে নিতে পারবেন।

Download Cube Call Recorder: Touch Here

Otter: Voice Recorder

সময়ের সাথে সাথে প্রযুক্তি অনেক উন্নত হচ্ছে। এ বিষয়ে তো আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন, আপনার ফোনের মধ্যে বিভিন্ন সময়ে যে সকল নোটিফিকেশন আসে।

সেই নোটিফিকেশন গুলো কিছু কিছু অ্যাপস মাধ্যমে পড়ে শোনা যায়। হ্যাঁ! আপনি ঠিকই শুনেছেন, মূলত আপনার স্মার্টফোনের মধ্যে যে সকল মেসেজ আসবে কিংবা নোটিফিকেশন আসবে।

সেগুলো অটোমেটিক ভাবে পড়ে শোনাবে Otter: Voice Recorder নামক এই বিশেষ অ্যাপস টি। মূলত এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ফোনের সকল ধরনের কল রেকর্ড করার পাশাপাশি। বিশেষ এই সুবিধা টি ভোগ করতে পারবেন।

তবে যারা মূলত একবার এই নতুন মোবাইল ইউজার। তাদের ক্ষেত্রে এই অ্যাপ টি ব্যবহার করা একটু কঠিন মনে হতে পারে। কেননা এই অ্যাপসের মধ্যে আপনি অনেক ধরনের অপশন দেখতে পারবেন।

এবং সেই অপশন গুলো কে সঠিক ভাবে সেটিংস করে। তারপর আপনাকে আপনার স্মার্টফোনের মধ্যে কল রেকর্ড করার জন্য এই অ্যাপ টি কে ব্যবহার করতে হবে।

তো যখন আপনি সব গুলো সেটিংস সম্পন্ন করবেন। তখন আপনার ফোনের মধ্যে যে সকল কল আসবে। সে গুলো অটোমেটিক ভাবে রেকর্ড হবে।

এবং সে রেকর্ড হওয়া অডিও ফাইল গুলো আপনার সিলেক্ট করা নির্দিষ্ট স্টোরেজ এর মধ্যে দিয়ে জমা হবে।

এবং আপনি যদি চান যে আপনার ফোনে আসা এসএমএস কিংবা নোটিফিকেশন গুলো যেন অডিও আকারে প্লে হয়। সে ক্ষেত্রে আপনি এই অ্যাপ টি ব্যবহার করে দেখতে পারেন।

আশা করি উক্ত অ্যাপস টি ব্যবহার করার পরে আপনার অনেক ভালো লাগবে।

Download Otter: Voice Recorder: Touch Here

Auto call recorder 

আজকের আলোচিত সর্বশেষ কল রেকর্ডার সফটওয়্যার এর নাম হল Auto call recorder. মূলত আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা মূলত খুব কম সাইজের সফটওয়্যার ব্যবহার করতে পছন্দ করে।

তো আপনি যদি কম সাইজের অ্যাপস আপনার ফোনের মধ্যে ইন্সটল করতে চান। এবং প্রফেশনাল মানের কল রেকর্ড করতে চান।

তাহলে আপনার জন্য চমৎকার একটি কল রেকর্ডিং অ্যাপস হবে Auto call recorder. কেননা এই অ্যাপ টি আপনি শুধুমাত্র চার মেগাবাইট এর মধ্যে ডাউনলোড করতে পারবেন।

তবে সাইজের দিক থেকে অনেক ছোট হলেও এই অ্যাপস এর মধ্যে কল রেকর্ড করার জন্য যে ফিচার গুলো থাকার প্রয়োজন হয়।

তার প্রত্যেক টি ফিচার আপনি এই অ্যাপস এর মধ্যে দেখতে পারবেন। যেমন, আপনি যখন কল রেকর্ড করার জন্য এই অ্যাপ টি আপনার ফোনের মধ্যে ইনস্টল করে রাখবেন।

এবং আপনি বিশেষ কিছু অপশন দেখতে পারবেন। যেমন, প্রথমত যদি আপনার ফোনের মধ্যে কেউ কল দেয়।

তাহলে সেই কল গুলো অটোমেটিকলি ভাবে রেকর্ড হবে। এবং সেই রেকর্ড হওয়া ফাইল গুলো আপনার ফোন মেমোরি কিংবা মেমোরি কার্ডের মধ্যে গিয়ে সেভ হবে।

কিন্তু আপনি যদি চান যে সেই রেকর্ড হওয়া অডিও ফাইল গুলো এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে অটোমেটিক ভাবে যেন ডিলেট হয়ে যায়।

তাহলে আপনি এই অ্যাপস এর মধ্যে তার সেটিং করে নিতে পারবেন। অথবা আপনি চাইলে নির্দিষ্ট সময় পড়ে সেই অডিও ফাইল গুলো আপনার বিভিন্ন ক্লাউড স্টোরের মধ্যে গিয়ে জমা করে রাখতে পারবেন।

এ গুলো পাশাপাশি আপনি এই ছোট্ট কল রেকর্ডিং অ্যাপস এর মধ্যে ব্ল্যাকলিস্ট, হোয়াইট লিস্ট এর মত সুবিধা গুলো দেখতে পারবেন।

যা আমার অনেক ভালো লেগেছে। তাই চাইলে আপনিও এই অ্যাপ টি কল রেকর্ড করার জন্য ব্যবহার করে দেখতে পারেন।

যদি আপনি ব্যবহার করেন তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে। এই অ্যাপ টি আপনার অনেক অনেক ভালো লাগবে।

Download Auto call recorder: Touch Here

Q: অটোমেটিক কল রেকর্ডার ডাউনলোড করার উপায়?

A: আপনি যদি আপনার স্মার্টফোনের মাধ্যমে অটোমেটিক কল রেকর্ড করতে চান। তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু অ্যাপস ব্যবহার করতে হবে।

আর বর্তমান সময়ে অটোমেটিক কল রেকর্ডার অ্যাপস হিসেবে যে গুলোর জনপ্রিয়তা রয়েছে। সে গুলো নিয়ে আমি উপরে বিস্তারিত আলোচনা করেছি।

আপনি চাইলে সরাসরি উপরের আলোচনা থেকে উক্ত অ্যাপস গুলো ডাউনলোড করে নিতে পারবেন।

Q: কল রেকর্ড করার নিয়ম

A: কল রেকর্ড করার নিয়ম বলতে তেমন কোন কিছু নেই। প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনের মধ্যে কল রেকর্ডার অ্যাপস গুলো ইন্সটল করতে হবে।

তারপরে যে সকল সেটিংস করার প্রয়োজন হয় সে গুলো করবেন। এরপর থেকে আপনার ফোনে যে সকল কল আসবে সেগুলো অটোমেটিক ভাবে রেকর্ড হবে।

Q: কল রেকর্ড বের করার নিয়ম

A: যখন আপনার ফোনের কল গুলো অটোমেটিক ভাবে রেকর্ড হবে। তখন আপনার মেমোরি কার্ড অথবা ফোন মেমোরির মধ্যে সেই অডিও ফাইল গুলো জমা হয়ে থাকবে।

আর যখন আপনি সেই ফাইল গুলো তে প্রবেশ করবেন। তখন আপনি সকল কল রেকর্ডিং এর অডিও ফাইল গুলো দেখতে পারবেন।

Q:কল রেকর্ড বন্ধ করার নিয়ম

A: অনেক সময় দেখা যায় যে, আমরা কল রেকর্ড করার জন্য যে অ্যাপস গুলো ব্যবহার করি। সে গুলো আর ভালো লাগে না। আর তখন আমরা কল রেকর্ড বন্ধ করার চেষ্টা করি।

তো যদি আপনি কল রেকর্ড বন্ধ করার নিয়ম খুজে থাকেন। তাহলে আমি আপনাকে বলব যে, আপনি সরাসরি আপনার ফোনের মধ্যে কল রেকর্ড করা যেসব অ্যাপস রয়েছে। সে গুলো কে আনইন্সটল করে দিবেন।

Q: ফোন কল রেকর্ড কতদিন থাকে?

A: আমাদের অনেকের মনে একটি প্রশ্ন জেগে থাকে। আর সেই প্রশ্নটি হল যে, ফোন কল রেকর্ড কতদিন থাকে। তো যাদের মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে।

তাদের বলব যে, কল রেকর্ড হওয়ার পরে সেই রেকর্ড গুলো অডিও ফাইল হিসেবে আপনার মেমোরি কার্ডের মধ্যে জমা থাকে।

এবং আপনার সেই মেমোরি কার্ড যতদিন পর্যন্ত টিকে থাকবে। ততদিন সেই কল রেকর্ড থাকবে। এবং আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সেই ফাইল গুলো কে ডিলিট করে দিতে পারবেন।

Q:কল রেকর্ড হ্যাক করা সম্ভব?

A: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত জানতে চায় যে কল রেকর্ড হ্যাক করা সম্ভব কি না। তো আপনি যদি এই প্রশ্ন করে থাকেন।

তাহলে বলবো যে, হ্যাকিং আসলে অসম্ভব কিছু নয়। বরং যদি আপনি হ্যাক করতে চান। তাহলে অবশ্যই আপনাকে সেই স্টেপ অনুযায়ী কাজ করতে হবে।

তবে সেটা আপনার বা আমার মত সাধারণ মানুষের পক্ষে কখনোই অন্যের কল রেকর্ড হ্যাক করা সম্ভব নয়।

কল রেকর্ডিং সফটওয়্যার নিয়ে কিছু কথা

একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি আপনার স্মার্ট ফোনের মধ্যে। বিভিন্ন ধরনের থার্ড পার্টি সফটওয়্যার এর মাধ্যমে কল রেকর্ড করবেন।

আপনি আরোও জনাতে পারবেন…

তখন কিন্তু সেই সফটওয়্যার গুলোর কাছে আপনার রেকর্ড করা ফাইল গুলো জমা হয়ে থাকবে। এ ক্ষেত্রে একটা প্রাইভেসি অথবা আপনার রেকর্ড চুরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে।

তাই আপনি নিজ দায়িত্বে এই সফটওয়্যার গুলো ব্যবহার করবেন। কেননা আপনার ব্যক্তিগত প্রাইভেসি শুধুমাত্র আপনি নিজে দিতে পারবেন।

সেটা আমি বা অন্য কেউ দিতে পারবে না। আর আপনি যাতে খুব সহজ ভাবেই কল রেকর্ডিং সফটওয়্যার গুলো খুঁজে পান।

সে জন্য উপরে আমি চমৎকার সব কল রেকর্ডিং অ্যাপস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top